Ajker Patrika

শেষ সময়ে প্রচারে ব্যস্ত প্রার্থী, কর্মী-সমর্থকেরা

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১১ জুন ২০২২, ১২: ২১
Thumbnail image

মির্জাপুর উপজেলার ১৪ ইউপির ৬টিতে ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে শেষ সময়ে প্রচারের ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী-সমর্থকেরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের অলিগলি। প্রার্থী, কর্মী-সমর্থকেরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মিছিল, মিটিং, পথসভা, উঠান বৈঠকে গণসংযোগ চলছে সমান তালে।

জানা গেছে, উপজেলার ৬ ইউপিতে চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬০ জন ও সাধারণ সদস্য পদে ১৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউপিগুলো হলো আজগানা, তরফপুর, ফতেপুর, লতিফপুর, বহুরিয়া ও ভাওড়া।

সরেজমিনে দেখা গেছে, ৬ ইউনিয়নের হাট-বাজার, চায়ের দোকানে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। প্রার্থীরা অটোরিকশা, ইজিবাইক বা রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।

তরফপুর ইউনিয়নের নাছির মিয়া নামের এক ভোটার বলেন, ভোট এলে প্রার্থীদের আনাগোনার কমতি থাকে না। ভোট শেষ হলে আর তাঁদের দেখা পাওয়া যায় না। একই এলাকার বৃদ্ধা রহিমা বেগম বলেন, ‘অনেক প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা নির্বাচিত হন কিন্তু আমাদের উন্নয়ন হয় না। এবার আমরা সঠিক মানুষকেই ভোট দেব।’

বহুরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী আবু সাইদ ছাদুর জানান, এলাকাবাসীর যে ভালোবাসা তিনি পাচ্ছেন তাতে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। একই কথা বলেন, তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের স্বতন্ত্র পদপ্রার্থী আজিজ রেজা। তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে তাঁর জয় নিশ্চিত।

এদিকে ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী আব্দুর রউফ ও তাঁর ছেলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান হুমায়ূন তালুকদারের ছোট ভাই যুবলীগের নেতা তোজাম্মেল হোসেন তালুকদার টিটুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর টিটু থানায় লিখিত অভিযোগ করেন এবং সংবাদ সম্মেলন করেন। এ ঘটনার পর দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোনো সময় মারামারির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

এসব বিষয়ে মির্জাপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনসম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান জানান, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালাতে সব প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। তিনি আশা করেন, সামনের দিনগুলোতে সব প্রার্থী আচরণবিধি মেনে সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে সহায়তা করবেন।

উল্লেখ্য, উপজেলার আজগানা ইউপিতে নৌকার পদপ্রার্থী হয়েছেন আব্দুল কাদের সিকদার। আর বিদ্রোহী প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম সিকদার (মোটরসাইকেল) ও স্বতন্ত্র আবুল হোসেন কনক (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তরফপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম মোল্লা (নৌকা)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান সাঈদ আনোয়ার (আনারস), শরিফুল ইসলাম শরীফ (চশমা), আজিজ রেজা (মোটরসাইকেল) ও বছির উদ্দিন খান (ঘোড়া)। তবে সাঈদ আনোয়ার ও বছির উদ্দিন খান আজিজ রেজাকে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন।

ফতেপুর ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ, বিদ্রোহী হয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান হুমায়ূন তালুকদার (মোটরসাইকেল)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন (ঘোড়া) ও সুমন আহমেদ ফিরোজ (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লতিফপুরে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন (নৌকা), স্বতন্ত্র হিসেবে আলী হোসেন রনি (মোটরসাইকেল) ও মোশারফ হোসেন (আনারস) প্রতীকে নির্বাচন করছেন। বহুরিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আবু সাইদ, বিদ্রোহী হিসেবে লড়ছেন রেজাউল করিম বাবলু (আনারস), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ (ঘোড়া)। ভাওড়া ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন, স্বতন্ত্র হিসেবে লড়ছেন সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সাঈদ (আনারস), মাসুদুর রহমান মাসুদ (ঘোড়া) ও আব্দুল হালিম (মোটরসাইকেল)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত