Ajker Patrika

বাসচাপায় পথচারী নিহত, সড়কে বিক্ষোভ

বরিশাল ও মুলাদী প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৯: ৪০
বাসচাপায় পথচারী নিহত, সড়কে বিক্ষোভ

বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে বাস চাপায় আছলাম হাওলাদার (২৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেন। এ ছাড়া মুলাদী ও আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন আহত হয়েছেন। আছলাম হাওলাদার উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরংগল গ্রামের মোতালেব হাওলাদারের পুত্র।

জানা গেছে, সড়ক অতিক্রম করার সময় পটুয়াখালীগামী মল্লিক এন্টারপ্রাইজ নামের একটি বাস আছলাম হাওলাদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার উপরিদর্শক হাফিজ জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।

মুলাদীতে মাহেন্দ্র খাদে পড়ে একই পরিবারের ৪ জনসহ পাঁচজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মুলাদী-মীরগঞ্জ সড়কের চরলক্ষ্মীপুর গ্রামের মাঝি বাড়ি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাহেন্দ্রর দ্রুতগতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহতরা।

দুর্ঘটনায় আহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জের উত্তর রাফিয়াদি গ্রামের আনোয়ার ফকির, তাঁর স্ত্রী মাহমুদা বেগম, ছেলে আব্দুল্লাহ, শ্যালক হেলাল উদ্দীন ভূইয়া ও মাহেন্দ্র চালকের বন্ধু মাউলতলা গ্রামের বেল্লাল সরদার। ঘটনার পরই মাহেন্দ্র চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পুলিশ।

আহত আনোয়ার ফকির জানান, পরিবারের সদস্যদের নিয়ে হিজলা উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাস না পাওয়ায় মাহেন্দ্র ভাড়া করে বাড়িতে ফিরছিলেন। মাহেন্দ্রটি মুলাদী পৌরসভা পার হয়ে হয়ে চরলক্ষ্মীপুর মাঝি বাড়ি মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

অপর আহত হেলাল উদ্দীন ভূইয়া বলেন, ‘মাহেন্দ্র ভাড়া করার সময় চালককে ধীরে চালানোর অনুরোধ করা হয়েছিল। কিন্তু আমাদের কথা শোনেননি। মোড় ঘোরার সময় মাহেন্দ্রর গতি কমালে এই দুর্ঘটনা হতো না। মাহেন্দ্র খাদে পড়ার পর পরই আমাদের ফেলে পালিয়েছেন।’

ওই সময় টহল পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

মুলাদী হাসপাতালের চিকিৎসক মহিউদ্দীন আহমেদ মাসুম জানান, মাহমুদা বেগম, আব্দুল্লাহ ও আনোয়ার ফকির বেশি আহত হয়েছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, মাহেন্দ্র খাদে পড়ে পাঁচজন আহত হয়েছেন। টহল পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আগৈলঝাড়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে পূর্ব সুজনকাঠি গ্রামের কবিতা আক্তার (২৫), উত্তর শিহিপাশা গ্রামের অপু আকন (১৭), ফুল্লশ্রী গ্রামের মনির মোল্লা (২৮) ও কটকস্থল গ্রামের সজিবুর রহমান (২৩) আহত হয়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত