Ajker Patrika

বাংলালিংকের বিরুদ্ধে আদালতে জেমস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০২
বাংলালিংকের বিরুদ্ধে  আদালতে জেমস

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলা-লিংকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। গতকাল রোববার সকালে মামলার আবেদন নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে যান নগর বাউল-খ্যাত এ শিল্পী। তবে আদালত আবেদনটি গ্রহণ না করে গুলশান থানায় মামলা করার পরামর্শ দিয়ে জেমসকে ফেরত পাঠান।

আদালত সূত্র জানায়, গতকাল সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে মামলার আবেদন করেন জেমস। পরে বিচারক জেমসকে গুলশান থানায় মামলা করার পরামর্শ দেন। এরপর আইনজীবী সঙ্গে পরামর্শ করে দুপুরের দিকে আদালত থেকে চলে যান জেমস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেমসের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে জানান, গুলশান থানা মামলা না নিলে জেমসকে আদালতে এসে মামলা করতে বলেছেন বিচারক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই জেমসের অসংখ্য গান বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। বাংলালিংকও বিনা অনুমতিতে জেমসের গান প্রচার করছে। এটি কপিরাইট আইনের লঙ্ঘন। এ ব্যাপারে কোনো সমাধান না পেয়ে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেমস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত