Ajker Patrika

ছাত্রী হলের ফি নিয়ে অসন্তোষ

হারুনুর রশিদ, জবি
আপডেট : ০১ মার্চ ২০২২, ১২: ২৯
ছাত্রী হলের ফি নিয়ে অসন্তোষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো হলে উঠতে যাচ্ছেন ছাত্রীরা। কিন্তু দেশের অন্যান্য আবাসিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জবির বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রী হলের বার্ষিক ফি সবচেয়ে বেশি। এই হলে ফি ধরা হয়েছে ৫ হাজার ২৬৫ টাকা, যা অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে কয়েক গুণ বেশি।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অ্যালটমেন্ট চার্জ ১ হাজার ৯৫০ টাকা এবং বার্ষিক ফি ৩৬০ টাকা দিতে হয়। জাহাঙ্গীরনগরে অ্যালটমেন্ট চার্জ নেই, তবে বার্ষিক ফি দিতে হয় ২৪০ টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অ্যালটমেন্ট চার্জ ১ হাজার টাকা জামানত হিসেবে দিতে হয়, বার্ষিক ফি ১ হাজার ১৫০ টাকা।

এমন ফি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জবির ছাত্রীরা। কয়েকজন শিক্ষার্থী জানান, প্রথম ছাত্রী হলে সিট বরাদ্দ পেয়ে খুশি হলেও ফি নিয়ে আমরা অসন্তুষ্ট।

জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘বছরে একবার দেবে এই টাকা। প্রতি মাসে আসে ৪৩৮ টাকা করে। বাইরে থাকতে গেলে এর চেয়ে বেশি টাকা দিয়েই তো থাকতে হতো।’

অধ্যাপক ড. শামীমা বেগম আরও বলেন, ‘হলের ফি আমি একা নির্ধারণ করিনি। ফিন্যান্স কমিটি দিয়ে অনেক হিসাব করে এই ফি নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি হল নিয়ে কাজ করতে পারব না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একাধিক হল রয়েছে, আমাদের একটি হল রয়েছে। আর খরচ ফিন্যান্স কমিটিতে পাস করাতে হয়েছে। এখন যদি আমাকে আবার এটাতে পরিবর্তন করতে হয়, তাহলে আরও এক সপ্তাহ সময় লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত