Ajker Patrika

কমেছে নদীর পানি, স্বস্তি ফিরলেও শঙ্কা কাটেনি

জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) 
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৪: ৫১
কমেছে নদীর পানি, স্বস্তি ফিরলেও শঙ্কা কাটেনি

সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীর পানি কমতে শুরু করায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এখনো অকাল বন্যার শঙ্কা না কাটায় বোরো ফসল রক্ষায় আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা।

কৃষকেরা জানান, কয়েক দিন ভারী বৃষ্টি না হওয়ায় জগন্নাথপুরের নদ-নদীর পানি কমতে শুরু হয়েছে। ফলে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও ফসল নিয়ে শঙ্কা এখনো কাটেনি। কারণ, আবহাওয়া অধিদপ্তর অকাল বন্যার পূর্বাভাসে খেতের ফসল নিয়ে আতঙ্কে রয়েছেন কৃষকেরা। এমন অবস্থায় তাঁরা আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন।

উপজেলার নলুয়া হাওর ঘুরে দেখা যায়, বাতাসে ধানের শিষ দুলছে। বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হলেও পুরোদমে এখনো ধান কাটা শুরু হয়নি। তবে কিছু কিছু জমির আধা পাকা ধান কাটছেন কৃষকেরা।

নলুয়ার হাওরের কৃষক জুবায়েল মিয়া বলেন, ‘বাঁধ ভাঙার ভয়ে আধা পাকা ধান ঘরে তুলছি। বাঁধ ভেঙে গেলে এটুকুও ঘরে তুলতে পারব না।’

এদিকে উপজেলার হাওরাঞ্চলে গত কয়েক বছর ধরে ব্রি-২৮ ধান চাষ জনপ্রিয় হয়েছে। অকাল বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় এড়িয়ে আগে ফসল ঘরে তুলতে অধিকাংশ কৃষক জমিতে ব্রি-২৮ রোপণ করেন। তবে এ বছর ব্রি-২৮ চারায় এবার ধানের বদলে চিটা দেখা গেছে।

নারিকেলতলা গ্রামের কৃষক টুনু মিয়া বলেন, ‘গত বছর ৫ কেদার জমিতে ব্রি-২৮ ধান লাগিয়ে আমি ৫০ মণের বেশি ধান পেয়েছিলাম। কিন্তু এ বছর একই জমিতে মাত্র ২০ মণ ধান পেয়েছি। তাও বেশির ভাগ ধানই চিটা হয়ে গেছে।’

উপজেলার কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, এবার উপজেলায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে ব্রি-২৮ আবাদ করা হয়েছে। তবে ঠান্ডাজনিত কারণে ব্রি-২৮ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে তেমন ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন তিনি।

এবারের ফসলও ভালো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, হাওরের শ্রমিকসংকট দূর করতে কম্বাইন হারভেস্টর যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এবার ৩২টি কম্বাইন্ড হারভেস্টর যন্ত্র হাওরে রয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতসহ সার্বক্ষণিক তদারকিতে আমরা মাঠে রয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত