চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
হাঁটাচলা অনেকটা বাঘের মতো। অপরিচিত লোকজন দেখলেই হুঙ্কার দেয়। ভয়ে পাশে কেউ যেতে চায় না। সাদা-কালো রঙের পুরো শরীর মাংসে ভরা ষাঁড়। তার নাম টাইগার। ৩০ মণ ওজনের ফ্রিজিয়ান গরুটি নজর কেড়েছে সবার।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদসংলগ্ন আমবাগানে গত বুধবার বিকেলে প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত প্রদর্শনীতে অংশ নেওয়া ষাঁড়টি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। অনেকে ছবি ও সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন।
ষাঁড়টি লালন-পালন করছেন উপজেলার কানসাট এলাকার শিবনারায়ণপুরের মধুমতি ডেইরি ফার্মের মালিক মাসুদ রানা।
মধুমতি ডেইরি ফার্মের ম্যানেজার মোশারফ হোসেন বলেন, দেড় বছর আগে স্থানীয় বাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় টাইগারকে কেনা হয়। দেড় বছর পালনের পর এখন ওজন হয়েছে প্রায় ৩০ মণের ওপরে। এখন ষাঁড়টি বিক্রি করলে প্রায় ১২-১৪ লাখ টাকা পাওয়া যাবে।
মধুমতি ডেইরি ফার্মের মালিক মাসুদ রানা বলেন, ‘ছোট থেকেই আমার উন্নত জাতের গরু-ছাগল ও গাড়ল পালন করার শখ। তাই টাইগারকে দেড় বছর আগে কিনে লালন-পালন করছি। গরুটি খুব শান্ত প্রকৃতির ও আরাম আয়েশে থাকতে পছন্দ করে। স্বাভাবিকভাবে খড়, ভুসি, গম, খৈল, কলা ও ঘাস খেয়ে থাকে। এ ছাড়া প্রতিদিন লালি ও খৈল দিয়ে ছানা তৈরি করে খেতে দেওয়া হয়। আর তাই ভালোবেসে নাম রেখেছি টাইগার।’
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিৎ চন্দ্র সিংহ বলেন, গরুটি এবারের প্রদর্শনীতে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে।
হাঁটাচলা অনেকটা বাঘের মতো। অপরিচিত লোকজন দেখলেই হুঙ্কার দেয়। ভয়ে পাশে কেউ যেতে চায় না। সাদা-কালো রঙের পুরো শরীর মাংসে ভরা ষাঁড়। তার নাম টাইগার। ৩০ মণ ওজনের ফ্রিজিয়ান গরুটি নজর কেড়েছে সবার।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদসংলগ্ন আমবাগানে গত বুধবার বিকেলে প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত প্রদর্শনীতে অংশ নেওয়া ষাঁড়টি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। অনেকে ছবি ও সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন।
ষাঁড়টি লালন-পালন করছেন উপজেলার কানসাট এলাকার শিবনারায়ণপুরের মধুমতি ডেইরি ফার্মের মালিক মাসুদ রানা।
মধুমতি ডেইরি ফার্মের ম্যানেজার মোশারফ হোসেন বলেন, দেড় বছর আগে স্থানীয় বাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় টাইগারকে কেনা হয়। দেড় বছর পালনের পর এখন ওজন হয়েছে প্রায় ৩০ মণের ওপরে। এখন ষাঁড়টি বিক্রি করলে প্রায় ১২-১৪ লাখ টাকা পাওয়া যাবে।
মধুমতি ডেইরি ফার্মের মালিক মাসুদ রানা বলেন, ‘ছোট থেকেই আমার উন্নত জাতের গরু-ছাগল ও গাড়ল পালন করার শখ। তাই টাইগারকে দেড় বছর আগে কিনে লালন-পালন করছি। গরুটি খুব শান্ত প্রকৃতির ও আরাম আয়েশে থাকতে পছন্দ করে। স্বাভাবিকভাবে খড়, ভুসি, গম, খৈল, কলা ও ঘাস খেয়ে থাকে। এ ছাড়া প্রতিদিন লালি ও খৈল দিয়ে ছানা তৈরি করে খেতে দেওয়া হয়। আর তাই ভালোবেসে নাম রেখেছি টাইগার।’
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিৎ চন্দ্র সিংহ বলেন, গরুটি এবারের প্রদর্শনীতে অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করেছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫