নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা রাজীবকে সাড়ে চার হাজার টাকার বিনিময়ে আটজন মিলে হত্যা করা হয়। রাজীব ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ভাড়ায় মোটরসাইকেলচালক রাজীবের মোটরসাইকেলে করে ইয়াবা আনা-নেওয়া করতে চেয়েছিলেন স্থানীয় কয়েকজন মাদক কারবারি। কিন্তু রাজীব তাতে রাজি হননি। এতে তাঁরা রাজীবের প্রতি ক্ষুব্ধ হন। ফলে মাদক কারবারে সহযোগিতা না করার জেরেই ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় তাঁকে। কিলিং মিশনে অংশ নেন আটজন। পিবিআইয়ের নেত্রকোনা কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির গত মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এই সময় সংস্থাটির পরিদর্শক অভিরঞ্জন দে ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।
গত দুই দিনে হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। তাঁরা হলেন উপজেলার হাটনাইয়া গ্রামের দেলোয়ার হোসেন দিলু ও মাহবুব।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বছরের ৭ মে মোহনগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামের একটি পুকুর থেকে রেজাউল করিম রাজীবের মরদেহ উদ্ধার করা হয়। রাজীব ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর বাড়ি মোহনগঞ্জ পৌর শহরের দেওথান গ্রামে।
এই ঘটনার দুই দিন পর রাজীবের বাবা বাচ্চু মিয়া মোহনগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এদের অনেককে গ্রেপ্তার করা হলেও কেউ হত্যার দায় স্বীকার করেননি। পরে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। রাজীবের লাশ যে পুকুরে পাওয়া যায় সেই পুকুরের পাহারাদার যতন মিয়াকে এর আগে গ্রেপ্তার হয়। তাঁর দেওয়া তথ্যে পিবিআই নিশ্চিত হয়—মোহনগঞ্জের হাটনাইয়া গ্রামের ইয়াবা কারবারি মিজানুর রহমান, মাহবুব ও আবুল হোসেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।
তাঁরা রাজীবের মোটরসাইকেলে করে এলাকায় ইয়াবা আনা-নেওয়া করতে চেয়েছিলেন। কিন্তু রাজীব তাতে রাজি হননি। এতে তাঁরা রাজীবের প্রতি ক্ষুব্ধ হন। এই ঘটনার জেরে রাজীবকে মেরে ফেলার জন্য একই গ্রামের দেলোয়ার হোসেন দিলুকে সাড়ে চার হাজার টাকা দেওয়া হয়। ওই টাকার বিনিময়ে দিলুসহ আটজন হত্যাকাণ্ডে অংশ নেন। বাকি সাতজন হলেন মোহনগঞ্জের হাটনাইয়া গ্রামের মিজানুর রহমান, মাহবুব, আবুল হোসেন, আনোয়ার হোসেন, যতন মিয়া, কলমাকান্দার শুক্কুর ও ময়মনসিংহের তারাকান্দার নলদীঘি গ্রামের সিরাজুল।
তাঁরা রাজীবকে প্রথমে ভাটিয়া গ্রামের শেখ ইসলামের পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়। পরে এলোপাতাড়ি পিটিয়ে ও শ্বাসরোধ করে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। পরে সিমেন্টের জমাটবাঁধা বস্তার সঙ্গে বেঁধে মরদেহটি পুকুরে ফেলে দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘ওই পুকুরের পাহারাদার যতন মিয়াকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যায় জড়িত ব্যক্তিদের নাম বলেন। তাঁর দেওয়া তথ্যে সোমবার রাতে ঢাকার কামরাঙ্গীরচর থেকে দেলোয়ার হোসেন দিলু ও মঙ্গলবার সকালে হাটনাইয়া গ্রাম থেকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে দিলুও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা রাজীবকে সাড়ে চার হাজার টাকার বিনিময়ে আটজন মিলে হত্যা করা হয়। রাজীব ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ভাড়ায় মোটরসাইকেলচালক রাজীবের মোটরসাইকেলে করে ইয়াবা আনা-নেওয়া করতে চেয়েছিলেন স্থানীয় কয়েকজন মাদক কারবারি। কিন্তু রাজীব তাতে রাজি হননি। এতে তাঁরা রাজীবের প্রতি ক্ষুব্ধ হন। ফলে মাদক কারবারে সহযোগিতা না করার জেরেই ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় তাঁকে। কিলিং মিশনে অংশ নেন আটজন। পিবিআইয়ের নেত্রকোনা কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির গত মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এই সময় সংস্থাটির পরিদর্শক অভিরঞ্জন দে ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।
গত দুই দিনে হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পিবিআই। তাঁরা হলেন উপজেলার হাটনাইয়া গ্রামের দেলোয়ার হোসেন দিলু ও মাহবুব।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বছরের ৭ মে মোহনগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামের একটি পুকুর থেকে রেজাউল করিম রাজীবের মরদেহ উদ্ধার করা হয়। রাজীব ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তাঁর বাড়ি মোহনগঞ্জ পৌর শহরের দেওথান গ্রামে।
এই ঘটনার দুই দিন পর রাজীবের বাবা বাচ্চু মিয়া মোহনগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এদের অনেককে গ্রেপ্তার করা হলেও কেউ হত্যার দায় স্বীকার করেননি। পরে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। রাজীবের লাশ যে পুকুরে পাওয়া যায় সেই পুকুরের পাহারাদার যতন মিয়াকে এর আগে গ্রেপ্তার হয়। তাঁর দেওয়া তথ্যে পিবিআই নিশ্চিত হয়—মোহনগঞ্জের হাটনাইয়া গ্রামের ইয়াবা কারবারি মিজানুর রহমান, মাহবুব ও আবুল হোসেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।
তাঁরা রাজীবের মোটরসাইকেলে করে এলাকায় ইয়াবা আনা-নেওয়া করতে চেয়েছিলেন। কিন্তু রাজীব তাতে রাজি হননি। এতে তাঁরা রাজীবের প্রতি ক্ষুব্ধ হন। এই ঘটনার জেরে রাজীবকে মেরে ফেলার জন্য একই গ্রামের দেলোয়ার হোসেন দিলুকে সাড়ে চার হাজার টাকা দেওয়া হয়। ওই টাকার বিনিময়ে দিলুসহ আটজন হত্যাকাণ্ডে অংশ নেন। বাকি সাতজন হলেন মোহনগঞ্জের হাটনাইয়া গ্রামের মিজানুর রহমান, মাহবুব, আবুল হোসেন, আনোয়ার হোসেন, যতন মিয়া, কলমাকান্দার শুক্কুর ও ময়মনসিংহের তারাকান্দার নলদীঘি গ্রামের সিরাজুল।
তাঁরা রাজীবকে প্রথমে ভাটিয়া গ্রামের শেখ ইসলামের পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়। পরে এলোপাতাড়ি পিটিয়ে ও শ্বাসরোধ করে তাঁর মৃত্যু নিশ্চিত করেন। পরে সিমেন্টের জমাটবাঁধা বস্তার সঙ্গে বেঁধে মরদেহটি পুকুরে ফেলে দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘ওই পুকুরের পাহারাদার যতন মিয়াকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যায় জড়িত ব্যক্তিদের নাম বলেন। তাঁর দেওয়া তথ্যে সোমবার রাতে ঢাকার কামরাঙ্গীরচর থেকে দেলোয়ার হোসেন দিলু ও মঙ্গলবার সকালে হাটনাইয়া গ্রাম থেকে মাহবুবকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে দিলুও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪