Ajker Patrika

শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত

বাগমারা প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১১: ১৬
Thumbnail image

মুক্তিযুদ্ধের সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন পালিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুর রশিদের সভাপতিত্ব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মেয়র আব্দুল মালেক মণ্ডল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা আলম ইমন, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

পরে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত