Ajker Patrika

কানাডার সংসদে এনামুল কবিরকে সম্মাননা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৬: ৩০
কানাডার সংসদে এনামুল কবিরকে সম্মাননা

কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশের হাওয়াইয়ান গিটারশিল্পী এনামুল কবির। অংশ নিয়েছেন বিজয় দিবসের অনুষ্ঠানে।

সম্প্রতি কানাডা সফরে যান তিনি। সেখানে অন্টারিওর প্রাদেশিক সংসদে এনামুল কবিরকে আমন্ত্রণ জানান বাংলাদেশি বংশোদ্ভূত বিরোধীদলীয় উপনেতা ডলি বেগম। কুইন্সপার্কের সংসদ অধিবেশন চলাকালে এনামুল কবিরকে একজন ভিন্নধারার খ্যাতিমান এবং বাংলাদেশের বরেণ্য গিটারশিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেন ডলি বেগম। এ সময় সংসদে সরকার ও বিরোধীদলীয় সব সদস্য একযোগে দাঁড়িয়ে করতালির মাধ্যমে বাংলাদেশি এই খ্যাতিমান সংগীতজ্ঞকে সম্মান প্রদর্শন করেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী নাহিদ কবির কাকলী ও দৌহিত্রী অংকিতা সারোয়ার। বাংলাদেশের ইতিহাসে তো বটেই, অন্টারিও প্রাদেশিক সংসদের ইতিহাসে এমন সম্মান প্রদর্শন বিরল।

এই সম্মান পাওয়ার পর এনামুল কবির বলেন, ‘বিদেশের মাটিতে যে সম্মান পেলাম, তাতে আমি অভিভূত এবং এ মুহূর্তে আবেগাপ্লুত। আমার এই সম্মান দেশের সব হাওয়াইয়ান গিটারশিল্পী, সংগীতশিল্পী ও বীর শহীদদের প্রতি উৎসর্গ করলাম।’

এদিকে কানাডায় মহান বিজয় দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেন এনামুল কবির। অনুষ্ঠানে নাচ, গান আর আবৃত্তিতে অন্টারিওবাসী বাংলাদেশিরা ছিলেন আবেগাপ্লুত। বিদেশের মাটিতে বাংলাদেশি আবহে যেন গড়ে ওঠে আরেক বাংলাদেশ। এ সময় এনামুল কবিরের সঙ্গে ছিলেন কবি আসাদ চৌধুরী।

এনামুল কবির একজন বরেণ্য হাওয়াইয়ান গিটারশিল্পী, স্বরলিপিকার ও সুরকার। স্বাধীনতার গান, মুক্তিযুদ্ধের গান, বঙ্গবন্ধুর গান, দেশাত্মবোধক গান, লোকজ গানে তাঁর অবদান উল্লেখ করার মতো। ২৫টি বই ও প্রায় ৫৫টি সিডি, ভিসিডির মাধ্যমে সংরক্ষণ করেছেন অসংখ্য লোকগান, দেশমাতৃকার গান, মুক্তিযুদ্ধবিষয়ক গান। তাঁর বাজানো হাওয়াইয়ান গিটারের সুর বঙ্গবন্ধুর মূল্যবান ১১০টি ভাষণের অ্যালবামে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত