Ajker Patrika

ঠিকাদারি লাইসেন্স নবায়নের আদেশে স্বাক্ষর

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১: ০৫
ঠিকাদারি লাইসেন্স নবায়নের আদেশে  স্বাক্ষর

তিন বছর পর অবশেষে লাইসেন্স নবায়নের সুযোগ পাচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারেরা। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেছেন এ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। এর আগে সদ্য সাময়িক বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের সময় ১ হাজার ২০০ ঠিকাদার তাঁদের লাইসেন্স নবায়নের সুযোগ পাননি।

আসাদুর রহমান কিরণ বলেন, মঙ্গলবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ঠিকাদারদের লাইসেন্স নবায়নের বিষয়টি অনুমোদন করেন। এ ক্ষেত্রে গাজীপুর সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারদের লাইসেন্স নবায়নে আর কোনো বাধা থাকবে না। গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে তা সর্বসাধারণকে অবহিত করা হবে।

লাইসেন্স নবায়ন করতে না পারা গাজীপুর সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদার, মৌসুমী ট্রেডার্সের মালিক আব্দুস ছাত্তার বলেন, সিটি করপোরেশনে কমপক্ষে ১ হাজার ২০০ জন তালিকাভুক্ত ঠিকাদার আছেন। গত তিন বছরে যাঁদের তাঁর মতো লাইসেন্স নবায়ন করার সুযোগ দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর আজকের পত্রিকায় ‘১২০০ লাইসেন্স আটকে রেখেছেন জাহাঙ্গীর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত