নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা কয়েক সপ্তাহের প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। আজ মঙ্গলবার বিকেল ৫টা ১ মিনিটে রাজধানীর নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। কয়েক মিনিটের ব্যবধানে তা রূপ নেয় বজ্রসহ ঝোড়ো বাতাসে। আকাশে জমে কালো মেঘ।
আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির পূর্বাভাস তো আগেই দেওয়া ছিল। সেটাও হচ্ছে এখন। এই সময়ে ঝোড়ো বৃষ্টি হয়, এখনো তাই হবে। তবে এই ঝড় বড় কোনো আকার নেবে না।’
শুরুর দিকে বৃষ্টির পরিমাণ কম থাকায় নগরবাসীর মনে শঙ্কা ছিল। অল্প বৃষ্টির কারণে ভ্যাপসা গরম হলে আরও বাজে অবস্থা হবে—এমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রিতম হোসেন। তিনি বলেন, ‘অল্প সময় বৃষ্টি হলে গরম বাড়বে। তখন আরও বেশি অস্বস্তি লাগবে।’
বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে সেই শঙ্কা কেটে যায়। অনেকেই প্রচণ্ড গরম থেকে সানন্দে নেমে যান বৃষ্টিতে ভিজতে। সায়েন্স ল্যাবে, আড়ংয়ের সামনে, এলিফ্যান্ট রোডে অনেককেই ভিজতে দেখা যায়।
শেষ সময়ে ঈদের কেনাকাটা করতে এসে গরমে অস্থির সময়ে পার করা তন্বী নামের এক তরুণী সব ভুলে রাস্তায় নেমেছিলেন ভিজতে। তিনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিলাম। যখন দেখলাম বৃষ্টি ঝরছে, তখন শরীর ভেজানোর লোভ সামলাতে পারিনি।’
এর আগে আজ শুক্রবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির তথ্য দেওয়া হয়। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারেও বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টানা কয়েক সপ্তাহের প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। আজ মঙ্গলবার বিকেল ৫টা ১ মিনিটে রাজধানীর নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। কয়েক মিনিটের ব্যবধানে তা রূপ নেয় বজ্রসহ ঝোড়ো বাতাসে। আকাশে জমে কালো মেঘ।
আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির পূর্বাভাস তো আগেই দেওয়া ছিল। সেটাও হচ্ছে এখন। এই সময়ে ঝোড়ো বৃষ্টি হয়, এখনো তাই হবে। তবে এই ঝড় বড় কোনো আকার নেবে না।’
শুরুর দিকে বৃষ্টির পরিমাণ কম থাকায় নগরবাসীর মনে শঙ্কা ছিল। অল্প বৃষ্টির কারণে ভ্যাপসা গরম হলে আরও বাজে অবস্থা হবে—এমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রিতম হোসেন। তিনি বলেন, ‘অল্প সময় বৃষ্টি হলে গরম বাড়বে। তখন আরও বেশি অস্বস্তি লাগবে।’
বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে সেই শঙ্কা কেটে যায়। অনেকেই প্রচণ্ড গরম থেকে সানন্দে নেমে যান বৃষ্টিতে ভিজতে। সায়েন্স ল্যাবে, আড়ংয়ের সামনে, এলিফ্যান্ট রোডে অনেককেই ভিজতে দেখা যায়।
শেষ সময়ে ঈদের কেনাকাটা করতে এসে গরমে অস্থির সময়ে পার করা তন্বী নামের এক তরুণী সব ভুলে রাস্তায় নেমেছিলেন ভিজতে। তিনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরে বৃষ্টির অপেক্ষায় ছিলাম। যখন দেখলাম বৃষ্টি ঝরছে, তখন শরীর ভেজানোর লোভ সামলাতে পারিনি।’
এর আগে আজ শুক্রবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির তথ্য দেওয়া হয়। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারেও বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিসহ মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা গতকালই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজও তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে চলমান তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে।
৩৭ মিনিট আগেঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। সকালের রেকর্ড অনুযায়ী বায়ুমান সূচকে অবস্থান এগিয়ে শীর্ষ পাঁচে এসেছে। এই শহরের আজকের বায়ুমান ১৭৯, যেখানে ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায় ধরা হয়। অন্যদিকে আজ ঝুঁকিপূর্ণ বায়ুদূষণ নিয়ে শীর্ষে রয়েছে কম্বোডিয়ার নমপেন শহর, বায়ুমান ২১৫...
৩ ঘণ্টা আগেমাঘের মাঝামাঝি এসে আজ গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দিন দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামীকালও এমন আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে...
১ দিন আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের
১ দিন আগে