Ajker Patrika

ঘূর্ণিঝড় জাওয়াদ নিম্নচাপে পরিণত, রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২: ১৫
ঘূর্ণিঝড় জাওয়াদ নিম্নচাপে পরিণত, রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও দুর্বল হওয়ায় এতে বাংলাদেশের জন্য কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

তবে এর প্রভাবে রাতের দিকে আরও কমতে পারে তাপমাত্রা। এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ভয় কেটে গেলেও বাড়তি সতর্কতার জন্য বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে এখনো ৩ নম্বর সতর্কসংকেত বজায় রাখতে বলা হয়েছে। আর নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এর প্রভাবে রোববার ও আগামীকাল সোমবার দেশের বেশির ভাগ জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে শীতের প্রকোপ।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি হয়এদিকে নিম্নচাপের প্রভাবে গতকাল শনিবার বৃষ্টি না হলেও সূর্যের তাপ ছিল কম। রোববার সকাল থেকেই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানী ঢাকার অধিকাংশ জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবরও পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার বা নৌকাগুলোকে নিরাপদ দূরত্বে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে যেতে সবাইকে নিষেধ করা হয়েছে। 

নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীতে গুড়িগুড়ি বৃষ্টি হয়আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তর দিকে অগ্রসর এবং দুর্বল হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এক হাজার ৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এখন আরও কাছে এসে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। 

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সাগর অনেক বেশি উত্তাল রয়েছে। গভীর নিম্নচাপটির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত