চিড়িয়াখানা কিংবা সংরক্ষিত অঞ্চলের বাইরে বনের মাঝে বাঘের দেখা পাওয়া একটি বিরল ঘটনাই বটে। অনেকের কাছে এটি এমন একটি অভিজ্ঞতা, যা কেবল জীবনে একবারই ঘটে। কিন্তু সেই দেখাটি যদি হয় এমন—লাফ দিয়ে নদী পার হচ্ছে একটি বাঘ! তবে সেই অভিজ্ঞতাকে আর কিসের সঙ্গে তুলনা চলে?
সুন্দরবনে এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতীয় রেল কর্মকর্তা অনন্ত রুপানাগুডি। শখের বশে তিনি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিও করে থাকেন। ফলে যা হওয়ার তাই হলো—বাঘের এক লাফে নদী পার হওয়ার মতো দুষ্প্রাপ্য ঘটনাটি ধরা পড়ল অনন্তের ক্যামেরায়।
নিজের এক্স অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি ইন্টারনেটেও শেয়ার করেছেন অনন্ত। বিরল এই দৃশ্যটি কারও চোখ এড়িয়ে যায়নি। বাঘটির বীরত্ব তো বটেই দুঃসাহসী ফটোগ্রাফারেরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশে ঝোপের আড়াল একটি নদীর দিকে ধীর পায়ে এগিয়ে আসছে বিশাল আকারের সেই বাঘ। কয়েক সেকেন্ডের মধ্যেই নদীর পারের শেষ কিনারায় দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তটির অবতারণা করল বাঘটি। এক লাফে নদীটাই পার হয়ে গেল!
ভিডিওটি শেয়ার করে অনন্ত লিখেছেন, ‘সুন্দরবনে জায়গায় দাঁড়ানো অবস্থা থেকে ২০ ফুটেরও বেশি দীর্ঘ এক লাফ—জীবনে একবারই এমন দৃশ্য দেখা সম্ভব!’
অনন্তের সেই ভিডিও ফুটেজটি কিছুক্ষণের মধ্যে ইনস্টাগ্রামেও শেয়ার করেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হার্শেল মালভাঙ্কার। ইতিমধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন ৬০ লাখের বেশি মানুষ। অনেকে এতে লাইক-কমেন্টও করেছেন।
ইনস্টাগ্রাম পোস্টটিতে ভিডিও ধারণের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাঘেরা নিজেদের কাজে খুব মনোযোগী এবং সাধারণত একা একাই শিকার করে বেড়ায়। সে শুধু জঙ্গলের রাজাই নয়, বিড়াল গোত্রের মধ্যে সে সবচেয়ে শক্তিশালী এবং দক্ষ।’
আরেকজন লিখেছেন, জীবনে এমন বিরল দৃশ্য তিনি আর দেখেননি।
কেউ কেউ দুই পায়ের ওপর ভর করে ১৫০ থেকে ২০০ কেজি ওজনের শরীরটাকে এতটা শূন্যের ওপর ভেসে যাওয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন।
চিড়িয়াখানা কিংবা সংরক্ষিত অঞ্চলের বাইরে বনের মাঝে বাঘের দেখা পাওয়া একটি বিরল ঘটনাই বটে। অনেকের কাছে এটি এমন একটি অভিজ্ঞতা, যা কেবল জীবনে একবারই ঘটে। কিন্তু সেই দেখাটি যদি হয় এমন—লাফ দিয়ে নদী পার হচ্ছে একটি বাঘ! তবে সেই অভিজ্ঞতাকে আর কিসের সঙ্গে তুলনা চলে?
সুন্দরবনে এমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতীয় রেল কর্মকর্তা অনন্ত রুপানাগুডি। শখের বশে তিনি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিও করে থাকেন। ফলে যা হওয়ার তাই হলো—বাঘের এক লাফে নদী পার হওয়ার মতো দুষ্প্রাপ্য ঘটনাটি ধরা পড়ল অনন্তের ক্যামেরায়।
নিজের এক্স অ্যাকাউন্ট থেকে সেই ভিডিওটি ইন্টারনেটেও শেয়ার করেছেন অনন্ত। বিরল এই দৃশ্যটি কারও চোখ এড়িয়ে যায়নি। বাঘটির বীরত্ব তো বটেই দুঃসাহসী ফটোগ্রাফারেরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশে ঝোপের আড়াল একটি নদীর দিকে ধীর পায়ে এগিয়ে আসছে বিশাল আকারের সেই বাঘ। কয়েক সেকেন্ডের মধ্যেই নদীর পারের শেষ কিনারায় দাঁড়িয়ে শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তটির অবতারণা করল বাঘটি। এক লাফে নদীটাই পার হয়ে গেল!
ভিডিওটি শেয়ার করে অনন্ত লিখেছেন, ‘সুন্দরবনে জায়গায় দাঁড়ানো অবস্থা থেকে ২০ ফুটেরও বেশি দীর্ঘ এক লাফ—জীবনে একবারই এমন দৃশ্য দেখা সম্ভব!’
অনন্তের সেই ভিডিও ফুটেজটি কিছুক্ষণের মধ্যে ইনস্টাগ্রামেও শেয়ার করেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হার্শেল মালভাঙ্কার। ইতিমধ্যে সেই ভিডিও দেখে ফেলেছেন ৬০ লাখের বেশি মানুষ। অনেকে এতে লাইক-কমেন্টও করেছেন।
ইনস্টাগ্রাম পোস্টটিতে ভিডিও ধারণের প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাঘেরা নিজেদের কাজে খুব মনোযোগী এবং সাধারণত একা একাই শিকার করে বেড়ায়। সে শুধু জঙ্গলের রাজাই নয়, বিড়াল গোত্রের মধ্যে সে সবচেয়ে শক্তিশালী এবং দক্ষ।’
আরেকজন লিখেছেন, জীবনে এমন বিরল দৃশ্য তিনি আর দেখেননি।
কেউ কেউ দুই পায়ের ওপর ভর করে ১৫০ থেকে ২০০ কেজি ওজনের শরীরটাকে এতটা শূন্যের ওপর ভেসে যাওয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন।
সবচেয়ে বিস্তৃতভাবে পাওয়া গেছে ক্যাডমিয়াম ধাতু, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই ধাতুর উপস্থিতি আশঙ্কাজনক ভাবে বেশি।
১৭ ঘণ্টা আগেসাধারণত বৃষ্টি হলে কমে আসে দূষণ। তবে, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে তুমুল বৃষ্টির পরও বায়ুমানে তেমন উন্নতি নেই। আজ শুক্রবার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টা ৫০ এর রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৬১ নিয়ে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক...
১ দিন আগেসোনা জঙ্ঘা, রঙ্গিলা, চিত্রা বক কিংবা রঙ্গিলা সারস। নামেই দারুণ রঙিন একটা বিষয় আছে এর। আবার যদি জানেন যে এর নাম রাঙা মানিকজোড়, তাহলে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটির কথা মনে হতে পারে, অন্য বন্ধুরা যাকে আপনার মানিকজোড় বলত।
১ দিন আগেবায়ুদূষণে আজ আবার শীর্ষে রাজধানী ঢাকা। টানা বেশ কয়েকদিন রাজধানী শহরের বাতাস সহনীয় পর্যায়ে থাকলেও গত রোববার থেকে অবনতি হতে শুরু করে বায়ুমান। আজ বৃহস্পতিবার বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৮ টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী বায়ুমান ১৮৬ নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা।
২ দিন আগে