Ajker Patrika

মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদপ্তরে গেলেন পরিবেশমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ২২: ১১
Thumbnail image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী আজ সোমবার পরিবেশবান্ধব মেট্রোরেলে চড়ে পরিবেশ অধিদপ্তর পরিদর্শনে যান। তিনি বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয় মেট্রোস্টেশন থেকে মেট্রোতে চড়ে আগারগাঁও মেট্রোস্টেশনে নেমে পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে যান। এ সময় ট্রেনের সাধারণ যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। সবাইকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেন।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ সংরক্ষণে জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পরিবহনমালিকেরা পরিবেশবান্ধব পরিবহন পরিচালনা করলে এবং জনসাধারণ পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার করলে বায়ুদূষণ পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে মন্ত্রী।

মেট্রোতে সাধারণ যাত্রীদের সঙ্গে পরিবেশমন্ত্রী।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত