Ajker Patrika

বৃষ্টি থাকছে কয়েক দিন, পাহাড়ধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মে ২০২৫, ২২: ৩২
পাহাড়ের কোলঘেঁষে ঝুঁকি নিয়ে বসবাস করছেন স্থানীয়রা। যে কোনো সময়ে পাহাড় ধসে দুর্ঘটনা ঘটতে পারে। আজ বিকেলে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা
পাহাড়ের কোলঘেঁষে ঝুঁকি নিয়ে বসবাস করছেন স্থানীয়রা। যে কোনো সময়ে পাহাড় ধসে দুর্ঘটনা ঘটতে পারে। আজ বিকেলে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

গভীর নিম্নচাপের কারণে আজ বৃহস্পতিবার সারা দিন অঝোরে বৃষ্টি ঝরেছে। উপকূলীয় জেলা ও চরাঞ্চলে চার ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। বৃষ্টি কয়েক দিন চলতে পারে, এতে ঢাকার কিছু কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তা ছাড়া পাহাড়ধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারে পাহাড়ধসের শঙ্কা রয়েছে। আগামীকালও বৃষ্টিপাত থাকবে। আগামী শনিবার কিছুটা কমে আসতে পারে।

এর আগে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে গভীর নিম্নচাপের কারণে কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপের কারণে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের কাছের দ্বীপ ও চর দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তখন ঝোড়ো হাওয়াও থাকতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত