Ajker Patrika

এশিয়ার পর ইউরোপ-আমেরিকায় প্রচণ্ড দাবদাহে নাকাল মানুষ 

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৪: ২৩
এশিয়ার পর ইউরোপ-আমেরিকায় প্রচণ্ড দাবদাহে নাকাল মানুষ 

মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল শনিবার কয়েক মিলিয়ন মানুষ দাবদাহে ভুগেছে। ইউরোপ ও জাপানে রেকর্ড তাপমাত্রার পূর্বাভাসের পর যুক্তরাষ্ট্রেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সপ্তাহের ছুটির দিনে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে। দিনের তাপমাত্রা পশ্চিমে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট বেশি হতে পারে। এ ছাড়া ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে তাপপ্রবাহ শীর্ষে উঠবে বলেও আশঙ্কা করা হয়েছে। 

এই দাবদাহের মাত্রা সবচেয়ে বেশি অ্যারিজোনায়। অঙ্গরাজ্যটির বাসিন্দারা প্রতিদিন সূর্যের অগ্নিশর্মায় পুড়ে নাকাল হচ্ছে। রাজ্যের রাজধানী ফিনিক্সে গত ১৬ দিন ধরে তাপমাত্রা ১০৯ ফারেনহাইট (৪৩ ডিগ্রি সেলসিয়াস)-এর ওপরে রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার এটি ছিল ১১৫ ফারেনহাইট, যা আজ রোববার ১৩০ ফারেনহাইট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ক্যালিফোর্নিয়ার ‘ডেথ ভ্যালি’ পৃথিবীর উষ্ণতম স্থানগুলোর মধ্যে একটি। আজ রোববার এখানে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত ১৩০ ফারেনহাইটে (৫৪ সেলসিয়াসে) উঠতে পারে। গতকাল শনিবার মধ্যাহ্ন নাগাদ এখানে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল এবং এমনকি রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভাঙতে পারে। 

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ সতর্কবার্তা দিয়ে মানুষকে দিনের বেলা বাইরের কাজে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শরীরে পানিশূন্যতার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। 

এই দাবদাহের মধ্যেও টেক্সাসের বাইরে নির্মাণ সাইট হাস্টনে জুয়ান নামের (২৮) এক শ্রমিককে কাজ করতে দেখা গেছে। প্রাচীর নির্মাণকাজের ফাঁকে তিনি এএফপিকে বলেন, ‘এতই গরম যে পানি খেলেও মাথা ঘোরে, গরমে আমার বমি আসে।’ 

লাস ভেগাস আবহাওয়া পরিষেবা সতর্ক করে জানিয়েছে, উচ্চ তাপমাত্রা পাশের মরুভূমির তাপ ধরে নেওয়া বিপজ্জনক মানসিকতা। এই তাপপ্রবাহ সাধারণ মরুভূমির তাপ নয়। 

দক্ষিণ ক্যালিফোর্নিয়া অসংখ্য দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে রিভারসাইড কাউন্টি, যেখানে ৩ হাজার একরেরও বেশি (১ হাজার ২১৪ হেক্টর) বনানঞ্চল পুড়ে গেছে। 

এদিকে কানাডা সরকার জানিয়েছে, এ বছরের দাবানল আগের সব রেকর্ড ভেঙেছে। ১০ মিলিয়ন হেক্টর পুড়িয়ে দিয়েছে। গ্রীষ্মে আরও ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

ইতিহাসের সবচেয়ে বড় দাবদাহের পূর্বাভাস
ইউরোপের দেশ ইতালির রোম, বোলোগনা, ফ্লোরেন্সসহ ১৬টি শহরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। আবহাওয়া কেন্দ্র ইতালীয়দের গ্রীষ্মের এই সময়কালে নিরাপদে ও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। 

থার্মোমিটারটি রোমে আগামীকাল সোমবারের মধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) এবং মঙ্গলবার ৪৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এটা হলে ২০০৭ সালের আগস্টের ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে যাবে। 

সিসিলি ও সার্ডিনিয়া দ্বীপপুঞ্জে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। ইউরোপীয় মহাকাশ সংস্থা সতর্ক করে জানিয়েছে, এটি ইউরোপে রেকর্ড করা সর্বকালের উষ্ণ তাপমাত্রা। 

গ্রিসের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ অ্যাথেন্স অ্যাক্রোপলিস। কিন্তু ছুটির দিন রোববার দাবদাহের কারণে বন্ধ থাকবে। এ নিয়ে টানা তিন দিন বন্ধ থাকছে কেন্দ্রটি। 

এদিকে ফ্রান্সে উচ্চ তাপমাত্রা এবং খরা কৃষিশিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গতকাল শনিবার কৃষিমন্ত্রী মার্ক ফেসন্যু জলবায়ু বিশেষজ্ঞদের মতামতের সমালোচনা করেছেন। এর আগে ফ্রান্সের জলবায়ু বিশেষজ্ঞরা বলেছিলেন, গ্রীষ্মে এমন তাপমাত্রা স্বাভাবিক। 

ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা অনুসারে, গত জুন ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম মাস ছিল। আগামী মঙ্গলবার থেকে দেশের বেশ কয়েকটি অঞ্চলে দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। 

স্পেনের আবহাওয়া সংস্থা গতকাল শনিবার সতর্ক করে জানিয়েছে, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত একটি তাপপ্রবাহ ক্যানারি দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলে বয়ে যাবে, যা ৪০ ডিগ্রির ওপরে হতে পারে। 

পূর্ব জাপানে রবি ও সোমবার তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, তাপমাত্রা আগের রেকর্ড ভাঙতে পারে। 

দাবদাহের পর মরণঘাতী বৃষ্টি
এদিকে ভারতে টানা কয়েক দিনের দাবদাহের পর ভারী বৃষ্টিপাত হয়েছে। বন্যায় হিমাচল ও দিল্লিতে ভূমিধস হয়েছে। এতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

নয়াদিল্লির মধ্য দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে, যা যমুনার পূর্বের রেকর্ড ভেঙেছে। এই মেগাসিটির নিচু এলাকাগুলো ঝুঁকির মুখে পড়েছে। 

বর্ষাকালে বড় ধরনের বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এসব ক্ষয়ক্ষতির মাত্রা ও তীব্রতা বাড়ছে।

মরক্কোতে এই সপ্তাহান্তে কিছু প্রদেশে গড় তাপমাত্রা ছিল ৪৭ সেলসিয়াস। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন তাপমাত্রা সাধারণত আগস্টে হয়ে থাকে, কিন্তু এবার জুলাইয়ে এটি দেখা দিয়েছে। এতে জলের ঘাটতি দেখা দিয়েছে এবং উদ্বেগ সৃষ্টি করেছে। 

সঙ্কুচিত হচ্ছে তাইগ্রিস নদী
অপ্রতুল জলের দেশ জর্ডান এ বছর দাবানল নিয়ন্ত্রণে নিতে ২১৪ টন জল খরচ করতে বাধ্য হয়েছে। কেননা, দাবদাহের মধ্যে দেশটির উত্তরের আজলুন বনে আগুন ধরেছিল। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। 

ইরাকে জ্বলন্ত গ্রীষ্ম যেন অনেকটাই স্বাভাবিক। উইসাম আবেদ নামের এক নাগরিক জানান, গ্রীষ্ম তিনি সাধারণত টাইগ্রিস নদীতে সাঁতার কেটে কিছুটা স্বস্তি পেতেন। কিন্তু নদীতে আর আগের মতো পানি নেই, নেই স্বস্তির সাঁতারও। 

বাগদাদ শহরে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা আর শুষ্ক। এর মধ্য আবেদ নদীর মাঝখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু জল তার কোমর পর্যন্তই উঠেছিল সর্বোচ্চ। 

উইসাম আবেদ (৩৭) এএফপিকে বলেন, ‘বছরের পর বছর টাইগ্রিসের পানির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’ 

যদিও জলবায়ু পরিবর্তনের জন্য একটি নির্দিষ্ট আবহাওয়ার ঘটনাকে দায়ী করা কঠিন, তবু বিজ্ঞানীরা জোর দিয়েই বলছেন, এই বৈশ্বিক উষ্ণতার পেছনে বড় কারণ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা। এতে দাবদাহের মাত্রাও হচ্ছে লাগামহীন। 

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা বলেছে, গত জুন ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত