Ajker Patrika

বিক্রির জন্য আটকে রাখা ২০ পাখি জব্দ, পৌর পার্কে অবমুক্ত

নোয়াখালী প্রতিনিধি
বিক্রির জন্য আটকে রাখা ২০ পাখি জব্দ, পৌর পার্কে অবমুক্ত

নোয়াখালীতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার লক্ষ্যে ‘আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে’ স্লোগানে অভিযান চালিয়ে ২০টি পাখি জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। আজ সোমবার সকালে নোয়াখালী পৌর পার্কে পাখিগুলো অবমুক্ত করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে-২টি ঘুঘু,৬টি মুনিয়া,৬টি শালিক ও ৬টি টিয়া পাখি। 

সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদীতে বন্যপ্রাণী সংরক্ষণে বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার নির্দেশে অভিযান চালানো হয়। এ সময় দুজন বিক্রেতার কাছ থেকে বিক্রির জন্য আটকে রাখা ২০টি পাখি জব্দ করা হয়। পরে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে বিক্রেতাদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। 

অভিযান চালিয়ে ২০টি পাখি জব্দ করে অবমুক্ত করা হয়েছেরেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর তফসিল-১ এর অন্তর্ভুক্ত রক্ষিত বন্যপ্রাণী ধরা, শিকার, হত্যা করা, খাওয়া ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। তাই ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন-উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত