নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এ বছরের এপ্রিল দেশের সবচেয়ে উষ্ণতম মাস নামকরণের সার্থকতা বজায় রেখেছে। স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ৬৬ দশমিক ৪ শতাংশ বৃষ্টি কম হয়েছে এপ্রিলে। ফলে তীব্র দাবদাহে ভুগেছে মানুষ ও প্রাণিকুল। তবে চলতি মে মাসে কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টি, তাপপ্রবাহের সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি মে মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, এই মাসের ৪ বা ৫ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। ৮ থেকে ১৪ মের মধ্যে লঘুচাপ তৈরি এবং এরপর নিম্নচাপ থেকে ঝড় সৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিমাঞ্চলে ১টি তীব্র তাপপ্রবাহ, যা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি এবং দেশের অন্য অঞ্চলে ১ থেকে ২টি মৃদু, যা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ও মাঝারি ৩৮ থেকে ৪০ সেলসিয়াসের মধ্যে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
মনোয়ার হোসেন বলেন, ৬ বা ৭ মে থেকে সারা দেশে ও ৪ মের পর বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করলে ৮ মের দিকে লঘুচাপের সৃষ্টি শুরু হবে। আর লঘুচাপ সৃষ্টি হলে ভূমি থেকে মেঘ ওই লঘুচাপ তৈরির প্রক্রিয়ায় চলে যাবে। এতে সূর্যকিরণ বেশি অনুভূত হবে ওই সময়ে। তখন গরম বেশি থাকবে। তিনি বলেন, যদি দ্বিতীয় সপ্তাহে লঘুচাপ কেটে যায়, তাহলে এরপর আবার গরম অনুভূত হবে।
এ ছাড়া মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ১ থেকে ৩ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী এবং ৩ থেকে ৫ দিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।
এ বছরের এপ্রিল দেশের সবচেয়ে উষ্ণতম মাস নামকরণের সার্থকতা বজায় রেখেছে। স্বাভাবিক বৃষ্টিপাতের চেয়ে ৬৬ দশমিক ৪ শতাংশ বৃষ্টি কম হয়েছে এপ্রিলে। ফলে তীব্র দাবদাহে ভুগেছে মানুষ ও প্রাণিকুল। তবে চলতি মে মাসে কালবৈশাখী, বজ্রসহ বৃষ্টি, তাপপ্রবাহের সঙ্গে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি মে মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, এই মাসের ৪ বা ৫ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে দেশের বিভিন্ন অঞ্চলে। এরপর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। ৮ থেকে ১৪ মের মধ্যে লঘুচাপ তৈরি এবং এরপর নিম্নচাপ থেকে ঝড় সৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিমাঞ্চলে ১টি তীব্র তাপপ্রবাহ, যা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি এবং দেশের অন্য অঞ্চলে ১ থেকে ২টি মৃদু, যা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ও মাঝারি ৩৮ থেকে ৪০ সেলসিয়াসের মধ্যে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
মনোয়ার হোসেন বলেন, ৬ বা ৭ মে থেকে সারা দেশে ও ৪ মের পর বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে শুরু করলে ৮ মের দিকে লঘুচাপের সৃষ্টি শুরু হবে। আর লঘুচাপ সৃষ্টি হলে ভূমি থেকে মেঘ ওই লঘুচাপ তৈরির প্রক্রিয়ায় চলে যাবে। এতে সূর্যকিরণ বেশি অনুভূত হবে ওই সময়ে। তখন গরম বেশি থাকবে। তিনি বলেন, যদি দ্বিতীয় সপ্তাহে লঘুচাপ কেটে যায়, তাহলে এরপর আবার গরম অনুভূত হবে।
এ ছাড়া মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশে ১ থেকে ৩ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী এবং ৩ থেকে ৫ দিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।
পাসিজা, ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ৫৫ বছর বয়সী এক নারী। প্রতিদিন সকালে তাঁর ঘুম ভাঙে সমুদ্রের শব্দে। বিষয়টি শুনতে রোমান্টিক মনে হলেও, পরিস্থিতি ঠিক উল্টো। সমুদ্র উপকূলে রেজোসারী সেনিক নামের এই ছোট গ্রামে তাঁর বাড়িটিই এখন একমাত্র টিকে থাকা ঘর। জাভার উত্তর উপকূলে একসময় গ্রামটি শুষ্ক ভূমিতে..
২১ ঘণ্টা আগেঈদুল ফিতরের লম্বা ছুটিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু ছুটি শেষে ব্যস্ত শহুরে জীবন শুরু হওয়ার পর থেকে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। তারই ধারাবাহিকতায় বিগত কয়েক দিন ধরে ঢাকা আবারও বিশ্বজুড়ে বায়ুদূষণের ক্ষেত্রে শীর্ষ অবস্থানেই থাকছে। আজ শনিবারও ঢাকা আছে তালিকার শীর্ষে।
১ দিন আগেসবচেয়ে বিস্তৃতভাবে পাওয়া গেছে ক্যাডমিয়াম ধাতু, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু অংশে এই ধাতুর উপস্থিতি আশঙ্কাজনক ভাবে বেশি।
২ দিন আগেসাধারণত বৃষ্টি হলে কমে আসে দূষণ। তবে, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে তুমুল বৃষ্টির পরও বায়ুমানে তেমন উন্নতি নেই। আজ শুক্রবার, বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ৯টা ৫০ এর রেকর্ড অনুযায়ী, বায়ুমান ১৬১ নিয়ে তৃতীয় অবস্থানে আছে ঢাকা। যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক...
২ দিন আগে