Ajker Patrika

ব্যাচেলর পয়েন্ট-৫ আসবে আগামী বছর

ব্যাচেলর পয়েন্ট-৫ আসবে আগামী বছর

২০১৭ সালে প্রচারে এসেছিল ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। প্রথম সিজনেই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকটি। এরপর একে একে মুক্তি পেয়েছে এই কমেডি ড্রামা সিরিজের চারটি সিজন। প্রতিটি সিজনেই দর্শকমহলে সাড়া ফেলে ধারাবাহিকটি। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ব্যাচেলর পয়েন্ট সিজন ৪। এই ধারাবাহিকটি দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি, সেই সঙ্গে পাশা, হাবু, কাবিলা, শুভ, রিয়া, নাবিলা, রোকেয়া, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলোও দাগ কেটেছে দর্শকের মনে। কিন্তু সিজনে ৪ প্রচারের পর দীর্ঘ বিরতির কারণে নানা সময়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্মাতা অমিকে। কবে আসবে সিজন ৫, জানতে চাইলে সদুত্তর দেননি নির্মাতা।

এবার জানা গেল নতুন খবর। তৈরি হচ্ছে ব্যাচেলর পয়েন্টর নতুন সিজন। আগামী বছরেই প্রচারে আসতে পারে ধরাবাহিকটির সিজন ৫। আবারও পর্দায় হাজির হচ্ছেন পাশা-হাবু-কাবিলারা—  গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নির্মাতা অমি। তিনি জানিয়েছেন, দর্শক যেটা বেশি চায় সেটাই বানাবেন তিনি। অমির কথায়, ব্যাচেলর পয়েন্টের নতুন সিজেনের বিষয়টি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

ব্যাচেলর পয়েন্টের অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীতএ প্রসঙ্গে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। তবে, দর্শকেরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’ অমি জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী বছরেই আবার পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প।

ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, সুমন পাটোয়ারী, পাভেল, শিমুল, আশুতোষ সুজন প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত