বিনোদন প্রতিবেদক, ঢাকা
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। এবার জানা গেল কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।
প্রতিবছরের মতো কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবারও থাকছে নানা আয়োজন। নির্মাতা এবাদুর জানিয়েছেন, ১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাঙালি বিলাস নিয়ে উপস্থিত থাকবেন তিনি। মার্শে দ্যু ফিল্ম বিভাগে ১৮ মে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের বাঙালি বিলাস দেখানো হবে বলে জানান এই নির্মাতা।
যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে নির্মিত হয়েছে বাঙালি বিলাস। নির্মাতা জানান, এখানে রয়েছে ‘ফিল্ম-উইদিন-এ-ফিল্ম’ কাঠামো; যেখানে দুটি মুসলিম নারী চরিত্র—মিত্রা ও রুশতী এক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে। ১৯০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি ভাষায়। সিনেমার ইংরেজি নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’।
এবাদুর রহমান বলেন, ‘বাঙালি বিলাস শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত বাঙালি সিনেমার কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।’
বাঙালি বিলাস সিনেমায় অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম প্রমুখ। আরও আছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন; যিনি ভারতীয় নির্মাতা কিউয়ের ‘গান্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন।
সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা। নির্মাতা এবাদুর জানিয়েছেন, বাঙালি বিলাস ইতিমধ্যে আন্তর্জাতিক পরিবেশক ও উৎসব আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
১৩ মে ফ্রান্সের কান সৈকতে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। ২৪ মে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। এবার জানা গেল কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।
প্রতিবছরের মতো কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে এবারও থাকছে নানা আয়োজন। নির্মাতা এবাদুর জানিয়েছেন, ১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাঙালি বিলাস নিয়ে উপস্থিত থাকবেন তিনি। মার্শে দ্যু ফিল্ম বিভাগে ১৮ মে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের বাঙালি বিলাস দেখানো হবে বলে জানান এই নির্মাতা।
যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে একত্র করে নির্মিত হয়েছে বাঙালি বিলাস। নির্মাতা জানান, এখানে রয়েছে ‘ফিল্ম-উইদিন-এ-ফিল্ম’ কাঠামো; যেখানে দুটি মুসলিম নারী চরিত্র—মিত্রা ও রুশতী এক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে। ১৯০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি ভাষায়। সিনেমার ইংরেজি নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’।
এবাদুর রহমান বলেন, ‘বাঙালি বিলাস শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত বাঙালি সিনেমার কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।’
বাঙালি বিলাস সিনেমায় অভিনয় করেছেন ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম প্রমুখ। আরও আছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন; যিনি ভারতীয় নির্মাতা কিউয়ের ‘গান্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন।
সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান। সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা। নির্মাতা এবাদুর জানিয়েছেন, বাঙালি বিলাস ইতিমধ্যে আন্তর্জাতিক পরিবেশক ও উৎসব আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
১৩ মে ফ্রান্সের কান সৈকতে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব। ২৪ মে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।
মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
৩ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
৪ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
৪ ঘণ্টা আগেমিস্টার পারফেকশনিস্ট কীভাবে হয়ে ওঠা সম্ভব? প্রস্তুতি নেন কীভাবে? সম্প্রতি মুম্বাইয়ের ওয়েভস সামিটে ‘দ্য আর্ট অব অ্যাক্টিং’ শিরোনামে একটি মাস্টারক্লাস নিয়েছেন আমির খান। প্রায় দেড় ঘণ্টার সেই ক্লাসের সারসংক্ষেপ রইল পাঠকদের জন্য।
৪ ঘণ্টা আগে