বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন্দা।
মির্জা সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা সুমন আনোয়ার। নামভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। গোয়েন্দা গল্পে একজন গোয়েন্দাকে যেভাবে দেখা যায়, মির্জা ঠিক তেমনটা নয়। মির্জার বয়স ৫০। বেশ মোটাসোটা, দৌড়াতে পারে না। ফাইট করতে পারে না। তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে।
নির্মাতা সুমন আনোয়ার জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হচ্ছে মির্জা। প্রথম কিস্তির নাম ‘ক্লাব টোয়েন্টি নাইন’। মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে প্রথম কিস্তি। এরপর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো। সম্প্রতি প্রকাশ পেয়েছে মির্জার দুটি পোস্টার। একটি পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘পরে তদন্ত, আগে টাকা, মির্জা সাহেবের হিসাব পাকা’। আরেক পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘আইতাছে মির্জা, ক্রিমিনাল ভাগি যা!’ চলতি মাসেই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুমন আনোয়ার। তিনি বলেন, ‘প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে একধরনের প্রত্যাশা থাকে। মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে। মির্জার গল্প, শিল্পীদের পারফরম্যান্স—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড।’
মির্জায় মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন পারসা ইভানা, এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ। গত বছর সেপ্টেম্বরে হয়েছে সিনেমার শুটিং। সেই সময়ে শুটিং করা চ্যালেঞ্জিং ছিল বলে জানান নির্মাতা। সুমন আনোয়ার বলেন, ‘মির্জা যে সময়ে শুটিং হয়েছে, তখন দেশের পরিস্থিতি ছিল অস্থিতিশীল। এমন পরিস্থিতিতে একটি কোয়ালিটি প্রোডাকশন তৈরি করাও যুদ্ধের মতো। আমরা সবাই মিলে চেষ্টা করেছি দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’
গত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন্দা।
মির্জা সিনেমাটি পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা সুমন আনোয়ার। নামভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। গোয়েন্দা গল্পে একজন গোয়েন্দাকে যেভাবে দেখা যায়, মির্জা ঠিক তেমনটা নয়। মির্জার বয়স ৫০। বেশ মোটাসোটা, দৌড়াতে পারে না। ফাইট করতে পারে না। তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে।
নির্মাতা সুমন আনোয়ার জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হচ্ছে মির্জা। প্রথম কিস্তির নাম ‘ক্লাব টোয়েন্টি নাইন’। মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে প্রথম কিস্তি। এরপর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো। সম্প্রতি প্রকাশ পেয়েছে মির্জার দুটি পোস্টার। একটি পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, ‘পরে তদন্ত, আগে টাকা, মির্জা সাহেবের হিসাব পাকা’। আরেক পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘আইতাছে মির্জা, ক্রিমিনাল ভাগি যা!’ চলতি মাসেই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুমন আনোয়ার। তিনি বলেন, ‘প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে একধরনের প্রত্যাশা থাকে। মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে। মির্জার গল্প, শিল্পীদের পারফরম্যান্স—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড।’
মির্জায় মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন পারসা ইভানা, এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ। গত বছর সেপ্টেম্বরে হয়েছে সিনেমার শুটিং। সেই সময়ে শুটিং করা চ্যালেঞ্জিং ছিল বলে জানান নির্মাতা। সুমন আনোয়ার বলেন, ‘মির্জা যে সময়ে শুটিং হয়েছে, তখন দেশের পরিস্থিতি ছিল অস্থিতিশীল। এমন পরিস্থিতিতে একটি কোয়ালিটি প্রোডাকশন তৈরি করাও যুদ্ধের মতো। আমরা সবাই মিলে চেষ্টা করেছি দর্শকদের একটি সুন্দর সিনেমা উপহার দেওয়ার।’
নাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
১ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১২ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
১২ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
১২ ঘণ্টা আগে