Ajker Patrika

সম্প্রচারের অর্ধযুগে দীপ্ত কৃষি

আপডেট : ০৮ জুন ২০২২, ২১: ৫১
সম্প্রচারের অর্ধযুগে দীপ্ত কৃষি

২০১৬ সালের ৭ জুন দীপ্ত টিভিতে শুরু হয় কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’। গতকাল সম্প্রচারের অর্ধযুগ পূর্ণ করল অনুষ্ঠানটি। এ উপলক্ষে দীপ্ত টিভিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কেক কাটা হয়। এতে উপস্থিত ছিলেন এ আর মালিক সিডসের এমডি আতাউস স্বপন মালিক, ফার্মিং ফিউচার বাংলাদেশের সিইও আরিফ হোসেন ও দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ দেশের কৃষি, কৃষক পরিবার ও কৃষিসংশ্লিষ্ট নানামুখী গল্প তুলে ধরতে দেশের সর্বত্র ছুটে চলছে কৃষি টিম। কৃষি খাতের নানামাত্রিক গল্প উঠে এসেছে দীপ্ত কৃষির পর্দায়।

এ ছাড়াও কৃষি খাতের নানাবিধ সমস্যা ও সংকটের সমাধান খুঁজতে দীপ্ত কৃষি সংলাপ ও কৃষকদের নিত্যদিনের সংকটের প্রশ্নোত্তরের অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসার আয়োজন কৃষি ও কৃষকদের সহায়ক হিসেবে কাজ করছে।

প্রচারের ৬ বছর পূর্ণ করলো কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’সারা দেশের কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন খাতের সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করতে দেওয়া হচ্ছে এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড।

দীপ্ত কৃষি প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনায় আছেন শামীমা শাওন ও কাজী ফাহিমুল হক অরিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত