জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ১৯৮২ সালের ৮ এপ্রিল ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ। ১৯৮৫ সালে ‘বিজেতা’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় আল্লুর। তিনি বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন।
জন্মদিনে পুষ্পাকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন তাঁর ভক্তরা। পুষ্পাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোললেননি তাঁর শ্রীভল্লী। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দুজনের একটি ছবি শেয়ার করে রাশমিসক মান্দানা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পুষ্পারাজ। সমগ্র বিশ্ব পুষ্পাকে আবার দেখার জন্য অপেক্ষা করছে। আশা রাখছি তারা তোমায় আগের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা দেবে। অনেক ভালোবাসা তোমায়।’ এ ছাড়া জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
বাবা আল্লু অরবিন্দের প্রযোজনায় ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। এরপর সুকুমারের ২০০৪ সালে ‘আর্য’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি নন্দী বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন। তিনি অ্যাকশন চলচ্চিত্র ‘বানি’ (২০০৫) এবং ‘দেশামুদুরু’র (২০০৭) মাধ্যমে তাঁর অভিনয়দক্ষতার প্রমাণ দেন। ২০০৮ সালে ‘পারুগু’তে অভিনয় করে তিনি ‘সেরা তেলেগু অভিনেতা’ ক্যাটাগরিতে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
আল্লু অর্জুন ২০০৯ সালে ‘আর্য ২ ’, ভেদাম (২০১০), জুলায়ি (২০১২), রেস গুররাম (২০১৪), এস/ও সত্যমূর্তি (২০১৫), রুদ্রমাদেবী (২০১৫), সররাইনোডু (২০১ ৬), আলা বৈকুণ্ঠপুররামুলুর (২০২০) মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০২১ সালে তেলেগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ বিশ্বব্যাপী তাঁর জনপ্রিয়তা এনে দেয়। সামনে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে আজ মুক্তি পাবে সিনেমাটির টিজার। গতকাল শুক্রবার ‘পুষ্পা ২’-এর ফার্স্ট লুক পোস্টার রিলিজের পর এখন তা হয়ে উঠেছে টক অব দ্য টাউন। পুষ্পার দ্বিতীয় কিস্তি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বেড়ে চলেছে। সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই এর পোস্টার ও টিজার কবে মুক্তি পাবে—এই সব বিষয় নিয়েই উৎসাহিত ছিল ভক্তরা।
এখন পর্যন্ত তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার এবং তিনটি নন্দী পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছেন।
জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ১৯৮২ সালের ৮ এপ্রিল ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক আল্লু অরবিন্দ। ১৯৮৫ সালে ‘বিজেতা’ চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় আল্লুর। তিনি বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন।
জন্মদিনে পুষ্পাকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়েছেন তাঁর ভক্তরা। পুষ্পাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোললেননি তাঁর শ্রীভল্লী। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে দুজনের একটি ছবি শেয়ার করে রাশমিসক মান্দানা লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পুষ্পারাজ। সমগ্র বিশ্ব পুষ্পাকে আবার দেখার জন্য অপেক্ষা করছে। আশা রাখছি তারা তোমায় আগের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা দেবে। অনেক ভালোবাসা তোমায়।’ এ ছাড়া জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।
বাবা আল্লু অরবিন্দের প্রযোজনায় ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকপ্রিয়তা পান। এরপর সুকুমারের ২০০৪ সালে ‘আর্য’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি নন্দী বিশেষ জুরি পুরস্কার অর্জন করেন। তিনি অ্যাকশন চলচ্চিত্র ‘বানি’ (২০০৫) এবং ‘দেশামুদুরু’র (২০০৭) মাধ্যমে তাঁর অভিনয়দক্ষতার প্রমাণ দেন। ২০০৮ সালে ‘পারুগু’তে অভিনয় করে তিনি ‘সেরা তেলেগু অভিনেতা’ ক্যাটাগরিতে প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।
আল্লু অর্জুন ২০০৯ সালে ‘আর্য ২ ’, ভেদাম (২০১০), জুলায়ি (২০১২), রেস গুররাম (২০১৪), এস/ও সত্যমূর্তি (২০১৫), রুদ্রমাদেবী (২০১৫), সররাইনোডু (২০১ ৬), আলা বৈকুণ্ঠপুররামুলুর (২০২০) মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০২১ সালে তেলেগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ বিশ্বব্যাপী তাঁর জনপ্রিয়তা এনে দেয়। সামনে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে আজ মুক্তি পাবে সিনেমাটির টিজার। গতকাল শুক্রবার ‘পুষ্পা ২’-এর ফার্স্ট লুক পোস্টার রিলিজের পর এখন তা হয়ে উঠেছে টক অব দ্য টাউন। পুষ্পার দ্বিতীয় কিস্তি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বেড়ে চলেছে। সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই এর পোস্টার ও টিজার কবে মুক্তি পাবে—এই সব বিষয় নিয়েই উৎসাহিত ছিল ভক্তরা।
এখন পর্যন্ত তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার এবং তিনটি নন্দী পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছেন।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
১০ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
১০ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
১০ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১ দিন আগে