Ajker Patrika

জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল এডিএইচডি রোগে আক্রান্ত 

বিনোদন ডেস্ক
আপডেট : ২৮ মে ২০২৪, ২০: ২৩
জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল এডিএইচডি রোগে আক্রান্ত 

অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ এডিএইচডি রোগে আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। অভিনেতা নিজেই জানিয়েছেন এই রোগের কথা। সম্প্রতি এক অনুষ্ঠানে এই রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

গত রোববার পিসভ্যালি স্কুলের উদ্বোধন করতে গিয়েছিলেন ফাহাদ। আর সেখানেই নিজের মানসিক এই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ফাহাদ ফাসিল জানান, ৪১ বছর বয়সে তিনি প্রথম বুঝতে পারেন তাঁর ক্লিনিক্যালি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রয়েছে।

সেই সময় ফাহাদ ফাসিল চিকিৎসককে প্রশ্ন করেছিলেন, ৪১ বছর বয়সে এই রোগ নিরাময় সম্ভব কি না। চিকিৎসক জানিয়েছিলেন, অল্প বয়সে এই রোগ ধরা পড়লে এর নিরাময় সহজ। আর বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসার পদ্ধতি নির্ণয় করতে হয়।

প্রসঙ্গত, ফাহাদ মুখ খোলার পরেই চর্চায় উঠে এসেছে এই ডিসঅর্ডার বা মানসিক সমস্যার কথা। সাধারণ মানুষের কাছে এই সমস্যা স্বাভাবিক মনে হলেও একটা বয়সের পরে তা একেবারেই স্বাভাবিক নয়। শিশুদের মধ্যে এই প্রবণতা থাকলেও, বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা নিজে থেকেই চলে যায়। অনেক সময় ক্লিনিক্যাল অ্যাটেনশন ডেফিসিট  বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হলে চিকিৎসকের সাহায্য নেওয়ারও প্রয়োজন হতে পারে।

ফাহাদ ফাসিলবিশ্বব্যাপী অসংখ্য শিশু এই রোগে আক্রান্ত হয় এবং পরিণত বয়সেও তা ভোগাতে থাকে। মানসিক এই রোগে আক্রান্তদের মাঝে স্বাভাবিকের চাইতে বেশিমাত্রায় চঞ্চলতা এবং জেদ দেখা যায়। কোনো একটি কাজে তারা মনোযোগ ধরে রাখতে পারে না, পরিণতি নিয়ে চিন্তা না করেই সিদ্ধান্ত নেয়। যেকোনো কাজে প্রচণ্ড তাড়াহুড়া করে। ফলে একসময় তাদের আত্মমর্যাদাবোধ কমে যায়, সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে এবং শিক্ষাজীবনে পদে পদে ব্যর্থতার সম্মুখীন হতে হয়।

ফাহাদ ফাসিলদক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক ফাসিলের ছেলে ফাহাদ। প্রথম সিনেমা মুক্তির পরই ব্রেক নিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন পড়াশোনা শেষ করতে। সেখান থেকে ফিরে এসে মালয়ালম সিনেমায় দ্বিতীয় ইনিংস শুরু করেন ফাহাদ। তুমুল সাফল্য পান তিনি। সম্প্রতি ‘আভেশম’ সিনেমায় রাঙ্গার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন ফাহাদ। ‘পুষ্পা: দ্য রাইজ’ তাঁর প্রথম তেলুগু সিনেমা ছিল। ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায়ও তাঁকে পুলিশ চরিত্রে দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত