Ajker Patrika

কথায় কথায় রাজাকার বলা ব্যক্তিরা স্বাধীনতা পরিপন্থী: সংগীতশিল্পী সায়ান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২: ৫১
কথায় কথায় রাজাকার বলা ব্যক্তিরা স্বাধীনতা পরিপন্থী: সংগীতশিল্পী সায়ান

জনপ্রিয় সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বলেছেন, ‘যারা কথায় কথায় রাজাকার বলে, তারাই স্বাধীনতা পরিপন্থী।’ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালাবার প্রতিবাদও জানিয়েছেন তিনি। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। 

সায়ান বলেন, ‘রংপুরের যে ছেলেটা মারা গেল, ও নিরস্ত্র ছিল। নিরস্ত্র ছাত্রদের ওপরে আপনি কোনো অবস্থাতেই গুলি চালাতে পারেন না। এর জবাব প্রশাসনকে দিতে হবে। একটা দাবি তুললে, সেটা পছন্দ না হতে পারে, আপনি সেটা নিয়ে বাহাস করেন, আপনি আমাকে কথা বলতে দেবেন না? আমি কথা বললে আপনি গুলি করে মারবেন? ও একটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, ওকে আপনি মেরে ফেললেন। এটাকে আপনি স্বাধীনতা বলবেন?’ 

শিক্ষার্থীদের রাজাকার তকমা দেওয়ার প্রতিবাদ জানিয়ে সায়ান বলেন, ‘এদের জন্মই হয় নাই তখন, এদের আপনারা রাজাকার বলেন। আপনাদের লজ্জা করে না? বাচ্চাগুলোকে এই কথাগুলো বলেন? কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন রাজাকার। আশ্চর্য কথা! আমার স্বাধীন দেশে আমার ন্যায্য অধিকারের কথা বললে আমার মুখে ছুড়ে মারবেন রাজাকার। এটা কি ফাজলামি। এটা বাংলাদেশ। সাধারণ মানুষ যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে।’ 

সায়ান আরও বলেন, ‘আপনারা কথায় কথায় যারা রাজাকার শব্দটি ব্যবহার করেন, আপনারা বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ। আপনারা বাচ্চাদের কাছে শিখে আসেন, স্বাধীনতা যুদ্ধ কাকে বলে। ওরা করছে সংগ্রাম, ওরা রাস্তায়। আমরা কেউ চাই না, রাষ্ট্র নিপীড়কের হাতে চলে যাক। আমরা কেউ চাই না, রাষ্ট্র নিপীড়ক হয়ে উঠুক।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত