বিনোদন প্রতিবেদক, ঢাকা
বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্টের সঙ্গে গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা। এই প্রথম কোনো বাংলা গানে কণ্ঠ দিলেন সেলিম। বিষয়টি নিশ্চিত করে সিঁথি সাহা ফেসবুকে লেখেন, ‘এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান “বৃষ্টি বিলাস”। আমার সঙ্গে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।’ সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। সিঁথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বৃষ্টি বিলাস।
এ বিষয়ে গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে বৃষ্টি বিলাস গানটি তৈরি করেছিলেন। তখনই তাঁর মনে হয়েছিল, এটি দ্বৈতকণ্ঠের গান হতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন সিঁথি। গানটি শুনে পছন্দ করেন সেলিম। সিঁথির সঙ্গে গানটি গাওয়ার প্রস্তাবেও সম্মতি জানান।
নিজের অনুভূতি জানিয়ে সিঁথি বলেন, ‘এটি আমার জন্য অন্যরকম ভালো লাগার যে সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পেয়েছি। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানটি নতুন এক মাত্রা পেয়েছে। রোমান্টিক ঘরানার গানটি ভালোবাসা দিবস উপলক্ষে শিগগির আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’
জানা গেছে, সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়ার পরিকল্পনাও করছেন সিঁথি।
বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্টের সঙ্গে গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা। এই প্রথম কোনো বাংলা গানে কণ্ঠ দিলেন সেলিম। বিষয়টি নিশ্চিত করে সিঁথি সাহা ফেসবুকে লেখেন, ‘এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান “বৃষ্টি বিলাস”। আমার সঙ্গে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।’ সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। সিঁথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বৃষ্টি বিলাস।
এ বিষয়ে গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে বৃষ্টি বিলাস গানটি তৈরি করেছিলেন। তখনই তাঁর মনে হয়েছিল, এটি দ্বৈতকণ্ঠের গান হতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন সিঁথি। গানটি শুনে পছন্দ করেন সেলিম। সিঁথির সঙ্গে গানটি গাওয়ার প্রস্তাবেও সম্মতি জানান।
নিজের অনুভূতি জানিয়ে সিঁথি বলেন, ‘এটি আমার জন্য অন্যরকম ভালো লাগার যে সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পেয়েছি। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানটি নতুন এক মাত্রা পেয়েছে। রোমান্টিক ঘরানার গানটি ভালোবাসা দিবস উপলক্ষে শিগগির আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’
জানা গেছে, সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়ার পরিকল্পনাও করছেন সিঁথি।
২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব।
৯ ঘণ্টা আগেপাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই।
১০ ঘণ্টা আগেচলতি বছরের মে মাসে প্রকাশিত হয়েছিল কলি সরকারের গাওয়া ‘রূপনগরের রানী’ গানটি। এবার তৈরি হলো গানের ভিডিও। মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গানের নামভূমিকায় দেখা যাবে তাঁকে।
১০ ঘণ্টা আগেববিতার বিয়ের দিন সে এক কাণ্ড ঘটেছিল! বিয়ের দিন সকালে কাউকে না জানিয়ে চলে গিয়েছিলেন রাজ্জাকের বাসায়। সেই গল্প শোনা যাক ববিতার মুখেই, ‘তখন আমার বাবা মৃত্যুশয্যায়। তিনি বলেছিলেন, মা, আমি বেঁচে থাকতে তোমার বিয়েটা দেখে যেতে চাই...
১০ ঘণ্টা আগে