বিনোদন প্রতিবেদক, ঢাকা
বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্টের সঙ্গে গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা। এই প্রথম কোনো বাংলা গানে কণ্ঠ দিলেন সেলিম। বিষয়টি নিশ্চিত করে সিঁথি সাহা ফেসবুকে লেখেন, ‘এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান “বৃষ্টি বিলাস”। আমার সঙ্গে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।’ সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। সিঁথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বৃষ্টি বিলাস।
এ বিষয়ে গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে বৃষ্টি বিলাস গানটি তৈরি করেছিলেন। তখনই তাঁর মনে হয়েছিল, এটি দ্বৈতকণ্ঠের গান হতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন সিঁথি। গানটি শুনে পছন্দ করেন সেলিম। সিঁথির সঙ্গে গানটি গাওয়ার প্রস্তাবেও সম্মতি জানান।
নিজের অনুভূতি জানিয়ে সিঁথি বলেন, ‘এটি আমার জন্য অন্যরকম ভালো লাগার যে সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পেয়েছি। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানটি নতুন এক মাত্রা পেয়েছে। রোমান্টিক ঘরানার গানটি ভালোবাসা দিবস উপলক্ষে শিগগির আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’
জানা গেছে, সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়ার পরিকল্পনাও করছেন সিঁথি।
বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্টের সঙ্গে গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা। এই প্রথম কোনো বাংলা গানে কণ্ঠ দিলেন সেলিম। বিষয়টি নিশ্চিত করে সিঁথি সাহা ফেসবুকে লেখেন, ‘এই ভ্যালেন্টাইনে আসছে আমার গান “বৃষ্টি বিলাস”। আমার সঙ্গে প্রথমবারের মতো বাংলা গান গাইলেন উপমহাদেশের অন্যতম সেরা সুরস্রস্টা সেলিম মার্চেন্ট।’ সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। সিঁথি সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বৃষ্টি বিলাস।
এ বিষয়ে গণমাধ্যমকে সিঁথি জানান, গত বছর সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে বৃষ্টি বিলাস গানটি তৈরি করেছিলেন। তখনই তাঁর মনে হয়েছিল, এটি দ্বৈতকণ্ঠের গান হতে পারে। সেই ভাবনা থেকে সেলিম মার্চেন্টকে গানটি শুনিয়েছিলেন সিঁথি। গানটি শুনে পছন্দ করেন সেলিম। সিঁথির সঙ্গে গানটি গাওয়ার প্রস্তাবেও সম্মতি জানান।
নিজের অনুভূতি জানিয়ে সিঁথি বলেন, ‘এটি আমার জন্য অন্যরকম ভালো লাগার যে সেলিম মার্চেন্টের মতো নন্দিত সংগীতজ্ঞকে দ্বৈত গানের শিল্পী হিসেবে পেয়েছি। সেলিমের কণ্ঠ ও গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটুকু বলতে পারি, সেলিমকে সহশিল্পী হিসেবে পাওয়ায় গানটি নতুন এক মাত্রা পেয়েছে। রোমান্টিক ঘরানার গানটি ভালোবাসা দিবস উপলক্ষে শিগগির আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।’
জানা গেছে, সেলিম মার্চেন্টের সঙ্গে একটি হিন্দি গান গাওয়ার পরিকল্পনাও করছেন সিঁথি।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
১১ ঘণ্টা আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
১১ ঘণ্টা আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
১১ ঘণ্টা আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
১ দিন আগে