বিনোদন প্রতিবেদক, ঢাকা
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এই হামলার প্রতিবাদ জানাচ্ছে সর্বসাধারণ। শোবিজ তারকারাও শামিল হয়েছেন এই প্রতিবাদে। এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিসা ও জাহিদ নিরব। কোরাস অংশে গলা মিলিয়েছেন মাহাভি, নিবিড়, তুষার ও নাঈম।
‘আর কত প্রাণ ঝরলে, থামবে এই অন্যায়/ আর কত নিথর দেহ ভাসবে রক্তের বন্যায়...’। এমন কথার গানটি লিখেছেন তুষার রহমান। সুর ও সংগীতায়োজন জাহিদ নিরবের। আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে—নীরবতা, শব্দ আর রক্ত। এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।’
জাহিদ নিরব আরও বলেন, ‘গাজায় অসহায় কান্না আমাদের শোনার দায় আছে। তাদের বাঁচানোর চেষ্টায় আমাদের কণ্ঠ যদি কিছু অবদান রাখতে পারে, সেটাই আমাদের সার্থকতা। এই কাজে যাঁরা আমার পাশে ছিলেন—সব শিল্পী, কলাকুশলী ও টেকনিক্যাল টিম—তাঁদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। সবার মিলেমিশে করা শ্রম আর ভালোবাসায় গানটি সম্ভব হয়েছে।’
গত বছরের শেষদিকে সলো ক্যারিয়ারে মনোযোগ দিতে চিরকুট ব্যান্ড ছাড়েন জাহিদ নিরব। সম্প্রতি চালু করেছেন স্টুডিও, পাশাপাশি শুরু করেছেন গানের স্কুল। নিজের কাজগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে ফেসবুকে খুলেছেন নিরবতা নামের পেজ। সেই পেজ থেকে প্রথম শেয়ার করা হয়েছে আকাশে উড়ছে মৃত লাশ গানটি।
জাহিদ নিরব বলেন, ‘নিজের ভাবনা, অনুভূতি আর গান—সবকিছু এখানে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়ার জন্য নিরবতা পেজটি। এই গান দিয়ে পেজের শুরু হবে, এমনটা ভাবিনি। তবে কিছু দায়িত্ব আমাদের কাঁধে নীরবে ভর করে। মানবতাই হোক শেষ কথা, মানবতারই হোক বিজয়।’
জাহিদ নিরবের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পেয়েছে প্রতিবাদী এই গান। সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কপিরাইট রাখেননি তিনি। জাহিদ বলেন, ‘কপিরাইট মুক্ত রেখেছি, যাতে যে কেউ এটি শেয়ার করতে পারে, আপলোড করতে পারে, ছড়িয়ে দিতে পারে। আমার একটাই চাওয়া, প্রতিবাদের এই ভাষা থেমে না যাক।’
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। বাংলাদেশেও এই হামলার প্রতিবাদ জানাচ্ছে সর্বসাধারণ। শোবিজ তারকারাও শামিল হয়েছেন এই প্রতিবাদে। এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিসা ও জাহিদ নিরব। কোরাস অংশে গলা মিলিয়েছেন মাহাভি, নিবিড়, তুষার ও নাঈম।
‘আর কত প্রাণ ঝরলে, থামবে এই অন্যায়/ আর কত নিথর দেহ ভাসবে রক্তের বন্যায়...’। এমন কথার গানটি লিখেছেন তুষার রহমান। সুর ও সংগীতায়োজন জাহিদ নিরবের। আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে—নীরবতা, শব্দ আর রক্ত। এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ—নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।’
জাহিদ নিরব আরও বলেন, ‘গাজায় অসহায় কান্না আমাদের শোনার দায় আছে। তাদের বাঁচানোর চেষ্টায় আমাদের কণ্ঠ যদি কিছু অবদান রাখতে পারে, সেটাই আমাদের সার্থকতা। এই কাজে যাঁরা আমার পাশে ছিলেন—সব শিল্পী, কলাকুশলী ও টেকনিক্যাল টিম—তাঁদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। সবার মিলেমিশে করা শ্রম আর ভালোবাসায় গানটি সম্ভব হয়েছে।’
গত বছরের শেষদিকে সলো ক্যারিয়ারে মনোযোগ দিতে চিরকুট ব্যান্ড ছাড়েন জাহিদ নিরব। সম্প্রতি চালু করেছেন স্টুডিও, পাশাপাশি শুরু করেছেন গানের স্কুল। নিজের কাজগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে ফেসবুকে খুলেছেন নিরবতা নামের পেজ। সেই পেজ থেকে প্রথম শেয়ার করা হয়েছে আকাশে উড়ছে মৃত লাশ গানটি।
জাহিদ নিরব বলেন, ‘নিজের ভাবনা, অনুভূতি আর গান—সবকিছু এখানে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়ার জন্য নিরবতা পেজটি। এই গান দিয়ে পেজের শুরু হবে, এমনটা ভাবিনি। তবে কিছু দায়িত্ব আমাদের কাঁধে নীরবে ভর করে। মানবতাই হোক শেষ কথা, মানবতারই হোক বিজয়।’
জাহিদ নিরবের ইউটিউব চ্যানেলেও প্রকাশ পেয়েছে প্রতিবাদী এই গান। সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কপিরাইট রাখেননি তিনি। জাহিদ বলেন, ‘কপিরাইট মুক্ত রেখেছি, যাতে যে কেউ এটি শেয়ার করতে পারে, আপলোড করতে পারে, ছড়িয়ে দিতে পারে। আমার একটাই চাওয়া, প্রতিবাদের এই ভাষা থেমে না যাক।’
কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’ এবার আমন্ত্রণ পেল ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতায়। ভাসমান জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানিয়েছেন মোহাম্মদ নূরুজ্জামান।
৪ ঘণ্টা আগেহ্যারি পটার সিরিজের কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে? এ বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে তাদের পড়াশোনা।
৫ ঘণ্টা আগেজীবনের ঝুঁকি নিয়ে রোমাঞ্চকর সিনেমাটিক দৃশ্য উপহার দেন স্টান্টম্যানরা। বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের কোনো সুরক্ষাব্যবস্থা থাকে না। থাকে না স্বাস্থ্যবীমা। তাঁদের জন্য বড় উদ্যোগ নিলেন অক্ষয় কুমার।
৮ ঘণ্টা আগেজয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।
৯ ঘণ্টা আগে