Ajker Patrika

জয় শাহরিয়ারের ‘বারান্দাতে বিকেলবেলা’ গানে এলিটা করিম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বারান্দাতে বিকেলবেলা’ গানের পোস্টার। ছবি: সংগৃহীত
‘বারান্দাতে বিকেলবেলা’ গানের পোস্টার। ছবি: সংগৃহীত

জয় শাহরিয়ারের কথা ও সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। গানের শিরোনাম ‘বারান্দাতে বিকেলবেলা’। ‘বারান্দাতে বিকেলবেলা ধোঁয়া ধোঁয়া চায়ের পেয়ালা/ হাতের মুঠোয় ঠাঁই পেয়েছে প্রিয় জীবনানন্দ/ যাক না কেটে এভাবে দিন, লাগছে না তো মন্দ’ এমন কথার গানটি প্রকাশ পেয়েছে গতকাল।

আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটির অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম। গিটার বাজিয়েছেন সৈয়দ রিয়েল, বেইস গিটারে তানিম হাসান, কী-বোর্ডসে ফরহাদ ও শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে এলিটা করিম বলেন, ‘অনেকদিন পর জয়ের কথা ও সুরে গান গাইলাম। সচরাচর যেমন গান করি তার থেকে বেশ আলাদা। আমার খুব ভালো লেগেছে গাইতে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে শুনতে।’

জয় শাহরিয়ার ও এলিটা করিম। ছবি: সংগৃহীত
জয় শাহরিয়ার ও এলিটা করিম। ছবি: সংগৃহীত

গানটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘এলিটা আপু আমার খুব প্রিয় একজন শিল্পী, তাঁর কণ্ঠ আমার খুব পছন্দের। চেষ্টা করেছি অন্যরকম একটা গান তৈরি করতে। আশা করি যাঁরা শুনবেন, তাঁদের ভালো লাগবে নস্টালজিয়ায় ভরপুর এই গান।’

গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এছাড়া স্পটিফাই, আইটিউনস, ডিজার, স্বাধীনসহ বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে শোনা যাচ্ছে বারান্দাতে বিকেলবেলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশে যা আছে

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

ইতিহাসের ‘সবচেয়ে শক্তিশালী’ ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সন্ধ্যা থেকে বন্ধ থাকবে নির্বাচন ভবনের আশপাশের ব্যবসা কার্যক্রম

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণও করা যাবে না

এলাকার খবর
Loading...