ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী।
ভালোবাসার যে মানুষকে দেখলে হৃদয় হাসে, সেই মানুষ যখন কাছে টেনে নিয়ে আবার চলে যায় কাঁদিয়ে, তখন হৃদয়ে ওঠে কষ্টের ঝড়। চেনা মানুষের এই অচেনা রূপ মেনে নেওয়া কষ্টের। পেয়ে হারানোর বেদনার আকুতি শোনা যাবে আসিফ আকবরের নতুন গানে। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নতুন এই গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা নানা বিষয়ে নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থদার সংগীতায়োজন নিঃসন্দেহে ভিন্নমাত্রার একটি গান হয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়নটাও বেশ ভালো হয়েছে। এটি ভালোবাসা দিবসের বিশেষ গান। আশা করছি দর্শক শ্রোতাদের ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলবে গানটি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কষ্ট ভীষণ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘কষ্ট ভীষণ’। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী।
ভালোবাসার যে মানুষকে দেখলে হৃদয় হাসে, সেই মানুষ যখন কাছে টেনে নিয়ে আবার চলে যায় কাঁদিয়ে, তখন হৃদয়ে ওঠে কষ্টের ঝড়। চেনা মানুষের এই অচেনা রূপ মেনে নেওয়া কষ্টের। পেয়ে হারানোর বেদনার আকুতি শোনা যাবে আসিফ আকবরের নতুন গানে। গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
নতুন এই গান নিয়ে আসিফ আকবর বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা নানা বিষয়ে নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থদার সংগীতায়োজন নিঃসন্দেহে ভিন্নমাত্রার একটি গান হয়েছে। আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়নটাও বেশ ভালো হয়েছে। এটি ভালোবাসা দিবসের বিশেষ গান। আশা করছি দর্শক শ্রোতাদের ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলবে গানটি।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, ভালোবাসা দিবস উপলক্ষে তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে কষ্ট ভীষণ গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছিল ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে; বিশাল মঞ্চ তৈরি করে। ১৬ বছর পর আবারও প্রচারে আসছে সেই পর্ব।
৯ ঘণ্টা আগেপাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই।
১০ ঘণ্টা আগেচলতি বছরের মে মাসে প্রকাশিত হয়েছিল কলি সরকারের গাওয়া ‘রূপনগরের রানী’ গানটি। এবার তৈরি হলো গানের ভিডিও। মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গানের নামভূমিকায় দেখা যাবে তাঁকে।
১০ ঘণ্টা আগেববিতার বিয়ের দিন সে এক কাণ্ড ঘটেছিল! বিয়ের দিন সকালে কাউকে না জানিয়ে চলে গিয়েছিলেন রাজ্জাকের বাসায়। সেই গল্প শোনা যাক ববিতার মুখেই, ‘তখন আমার বাবা মৃত্যুশয্যায়। তিনি বলেছিলেন, মা, আমি বেঁচে থাকতে তোমার বিয়েটা দেখে যেতে চাই...
১০ ঘণ্টা আগে