বিনোদন ডেস্ক
আমেরিকান বিনোদন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ চারটি পুরস্কারের মধ্যে অন্যতম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সিনেমার জন্য একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার, টেলিভিশনের জন্য এমি অ্যাওয়ার্ডস, থিয়েটারের জন্য টনি অ্যাওয়ার্ডস আর সংগীতের স্বীকৃতির জন্য রয়েছে গ্র্যামি। এ আয়োজনের ৬৭তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ ফেব্রুয়ারি। গতকাল ঘোষণা করা হলো মনোনয়ন তালিকা। এতে বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এবার শীর্ষে রয়েছেন বিয়ন্সে।
বিয়ন্সের নাম এসেছে অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, পপ সলো পারফরম্যান্সসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে। এত মনোনয়ন বিয়ন্সে পেয়েছেন তাঁর সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য। এর আগে ২০০৯ সালে গ্র্যামিতে তিনি সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছিলেন।
এবার ১১টি মনোনয়ন দিয়ে গ্র্যামিতে আরেকটি রেকর্ড করে ফেলেছেন এ গায়িকা। হয়েছেন গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী। এ পর্যন্ত সব মিলিয়ে ৯৯ বার মনোনয়ন তালিকায় নাম উঠেছে তাঁর। সর্বোচ্চবার বিজয়ী শিল্পীও তিনি। এখন পর্যন্ত ৩২টি ট্রফি উঠেছে বিয়ন্সের হাতে। তবে সর্বোচ্চ মনোনয়ন পেলেও এবার পুরস্কার জেতা অত সহজ হবে না। গুরুত্বপূর্ণ ছয়টি বিভাগে তাঁকে লড়তে হবে টেলর সুইফটের সঙ্গে।
গ্র্যামির ৬৭তম আসরে বিয়ন্সে ছাড়াও পাঁচটির অধিক মনোনয়ন পেয়েছেন অনেক সংগীততারকা। চার্লি এক্সসিএক্স, বিলি আইলিশ, কেনড্রিক লামার, পোস্ট ম্যালোন প্রত্যেকেই পেয়েছেন ৭টি করে মনোনয়ন। এ ছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছেন সাবরিনা কার্পেন্টার, চ্যাপেল রোয়ান ও টেলর সুইফট।
আরেকটি গুরুত্বপূর্ণ খবর, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে ষাটের দশকের ইংলিশ রক ব্যান্ড দ্য বিটলস। জন লেননের মৃত্যুর চার দশকের বেশি সময় পর গত বছরের নভেম্বরে প্রকাশ করা হয় তাঁর অপ্রকাশিত গান ‘নাউ অ্যান্ড দেন’। জন লেননের রেখে যাওয়া এ গানের কাজ শেষ করা হয় এআইয়ের সাহায্যে।
আমেরিকান বিনোদন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ চারটি পুরস্কারের মধ্যে অন্যতম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সিনেমার জন্য একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার, টেলিভিশনের জন্য এমি অ্যাওয়ার্ডস, থিয়েটারের জন্য টনি অ্যাওয়ার্ডস আর সংগীতের স্বীকৃতির জন্য রয়েছে গ্র্যামি। এ আয়োজনের ৬৭তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ ফেব্রুয়ারি। গতকাল ঘোষণা করা হলো মনোনয়ন তালিকা। এতে বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এবার শীর্ষে রয়েছেন বিয়ন্সে।
বিয়ন্সের নাম এসেছে অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, পপ সলো পারফরম্যান্সসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে। এত মনোনয়ন বিয়ন্সে পেয়েছেন তাঁর সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য। এর আগে ২০০৯ সালে গ্র্যামিতে তিনি সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছিলেন।
এবার ১১টি মনোনয়ন দিয়ে গ্র্যামিতে আরেকটি রেকর্ড করে ফেলেছেন এ গায়িকা। হয়েছেন গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী। এ পর্যন্ত সব মিলিয়ে ৯৯ বার মনোনয়ন তালিকায় নাম উঠেছে তাঁর। সর্বোচ্চবার বিজয়ী শিল্পীও তিনি। এখন পর্যন্ত ৩২টি ট্রফি উঠেছে বিয়ন্সের হাতে। তবে সর্বোচ্চ মনোনয়ন পেলেও এবার পুরস্কার জেতা অত সহজ হবে না। গুরুত্বপূর্ণ ছয়টি বিভাগে তাঁকে লড়তে হবে টেলর সুইফটের সঙ্গে।
গ্র্যামির ৬৭তম আসরে বিয়ন্সে ছাড়াও পাঁচটির অধিক মনোনয়ন পেয়েছেন অনেক সংগীততারকা। চার্লি এক্সসিএক্স, বিলি আইলিশ, কেনড্রিক লামার, পোস্ট ম্যালোন প্রত্যেকেই পেয়েছেন ৭টি করে মনোনয়ন। এ ছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছেন সাবরিনা কার্পেন্টার, চ্যাপেল রোয়ান ও টেলর সুইফট।
আরেকটি গুরুত্বপূর্ণ খবর, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে ষাটের দশকের ইংলিশ রক ব্যান্ড দ্য বিটলস। জন লেননের মৃত্যুর চার দশকের বেশি সময় পর গত বছরের নভেম্বরে প্রকাশ করা হয় তাঁর অপ্রকাশিত গান ‘নাউ অ্যান্ড দেন’। জন লেননের রেখে যাওয়া এ গানের কাজ শেষ করা হয় এআইয়ের সাহায্যে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৪ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৪ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৪ ঘণ্টা আগে