বিনোদন ডেস্ক
আমেরিকান বিনোদন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ চারটি পুরস্কারের মধ্যে অন্যতম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সিনেমার জন্য একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার, টেলিভিশনের জন্য এমি অ্যাওয়ার্ডস, থিয়েটারের জন্য টনি অ্যাওয়ার্ডস আর সংগীতের স্বীকৃতির জন্য রয়েছে গ্র্যামি। এ আয়োজনের ৬৭তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ ফেব্রুয়ারি। গতকাল ঘোষণা করা হলো মনোনয়ন তালিকা। এতে বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এবার শীর্ষে রয়েছেন বিয়ন্সে।
বিয়ন্সের নাম এসেছে অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, পপ সলো পারফরম্যান্সসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে। এত মনোনয়ন বিয়ন্সে পেয়েছেন তাঁর সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য। এর আগে ২০০৯ সালে গ্র্যামিতে তিনি সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছিলেন।
এবার ১১টি মনোনয়ন দিয়ে গ্র্যামিতে আরেকটি রেকর্ড করে ফেলেছেন এ গায়িকা। হয়েছেন গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী। এ পর্যন্ত সব মিলিয়ে ৯৯ বার মনোনয়ন তালিকায় নাম উঠেছে তাঁর। সর্বোচ্চবার বিজয়ী শিল্পীও তিনি। এখন পর্যন্ত ৩২টি ট্রফি উঠেছে বিয়ন্সের হাতে। তবে সর্বোচ্চ মনোনয়ন পেলেও এবার পুরস্কার জেতা অত সহজ হবে না। গুরুত্বপূর্ণ ছয়টি বিভাগে তাঁকে লড়তে হবে টেলর সুইফটের সঙ্গে।
গ্র্যামির ৬৭তম আসরে বিয়ন্সে ছাড়াও পাঁচটির অধিক মনোনয়ন পেয়েছেন অনেক সংগীততারকা। চার্লি এক্সসিএক্স, বিলি আইলিশ, কেনড্রিক লামার, পোস্ট ম্যালোন প্রত্যেকেই পেয়েছেন ৭টি করে মনোনয়ন। এ ছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছেন সাবরিনা কার্পেন্টার, চ্যাপেল রোয়ান ও টেলর সুইফট।
আরেকটি গুরুত্বপূর্ণ খবর, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে ষাটের দশকের ইংলিশ রক ব্যান্ড দ্য বিটলস। জন লেননের মৃত্যুর চার দশকের বেশি সময় পর গত বছরের নভেম্বরে প্রকাশ করা হয় তাঁর অপ্রকাশিত গান ‘নাউ অ্যান্ড দেন’। জন লেননের রেখে যাওয়া এ গানের কাজ শেষ করা হয় এআইয়ের সাহায্যে।
আমেরিকান বিনোদন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ চারটি পুরস্কারের মধ্যে অন্যতম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সিনেমার জন্য একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার, টেলিভিশনের জন্য এমি অ্যাওয়ার্ডস, থিয়েটারের জন্য টনি অ্যাওয়ার্ডস আর সংগীতের স্বীকৃতির জন্য রয়েছে গ্র্যামি। এ আয়োজনের ৬৭তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ ফেব্রুয়ারি। গতকাল ঘোষণা করা হলো মনোনয়ন তালিকা। এতে বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এবার শীর্ষে রয়েছেন বিয়ন্সে।
বিয়ন্সের নাম এসেছে অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, পপ সলো পারফরম্যান্সসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে। এত মনোনয়ন বিয়ন্সে পেয়েছেন তাঁর সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য। এর আগে ২০০৯ সালে গ্র্যামিতে তিনি সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছিলেন।
এবার ১১টি মনোনয়ন দিয়ে গ্র্যামিতে আরেকটি রেকর্ড করে ফেলেছেন এ গায়িকা। হয়েছেন গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী। এ পর্যন্ত সব মিলিয়ে ৯৯ বার মনোনয়ন তালিকায় নাম উঠেছে তাঁর। সর্বোচ্চবার বিজয়ী শিল্পীও তিনি। এখন পর্যন্ত ৩২টি ট্রফি উঠেছে বিয়ন্সের হাতে। তবে সর্বোচ্চ মনোনয়ন পেলেও এবার পুরস্কার জেতা অত সহজ হবে না। গুরুত্বপূর্ণ ছয়টি বিভাগে তাঁকে লড়তে হবে টেলর সুইফটের সঙ্গে।
গ্র্যামির ৬৭তম আসরে বিয়ন্সে ছাড়াও পাঁচটির অধিক মনোনয়ন পেয়েছেন অনেক সংগীততারকা। চার্লি এক্সসিএক্স, বিলি আইলিশ, কেনড্রিক লামার, পোস্ট ম্যালোন প্রত্যেকেই পেয়েছেন ৭টি করে মনোনয়ন। এ ছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছেন সাবরিনা কার্পেন্টার, চ্যাপেল রোয়ান ও টেলর সুইফট।
আরেকটি গুরুত্বপূর্ণ খবর, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে ষাটের দশকের ইংলিশ রক ব্যান্ড দ্য বিটলস। জন লেননের মৃত্যুর চার দশকের বেশি সময় পর গত বছরের নভেম্বরে প্রকাশ করা হয় তাঁর অপ্রকাশিত গান ‘নাউ অ্যান্ড দেন’। জন লেননের রেখে যাওয়া এ গানের কাজ শেষ করা হয় এআইয়ের সাহায্যে।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১১ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৬ ঘণ্টা আগে