Ajker Patrika

কাল থেকে দেশের প্রেক্ষাগৃহে ‘ফাস্ট এক্স’ ঝড়

কাল থেকে দেশের প্রেক্ষাগৃহে ‘ফাস্ট এক্স’ ঝড়

শুরু হয়ে গেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ভক্তদের উন্মাদনা। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির দশম ছবি ‘ফাস্ট এক্স’। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকে রীতিমতো হইচই পড়ে যায় বিশ্বজুড়ে, একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে বলে এর ছোঁয়া লেগেছে বাংলাদেশেও।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে আলোচিত সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ক্ল্যাশ অব দ্য টাইটানস’ এবং ‘দি ইনক্রেডিবল হাল্ক’ খ্যাত নির্মাতা লুই লেটারিয়ার। অভিনয় করেছেন–মিশেল রদ্রিগেজ, টাইরেস গিবসন, ক্রিস লুডাক্রিস ব্রিজস, নাথালি এমানুয়েল, জর্দানা ব্রুস্টার, সুং ক্যাং, জেসন স্ট্যাথাম, জন সিনা স্কট ইস্টউড, অস্কার বিজয়ী হেলেন মিরেন ও চার্লিজ থেরন প্রমুখ।

পুরোনো চরিত্রগুলোকে ফিরিয়ে আনার মাধ্যমে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ আরও বেশি আকর্ষণীয় করার চেষ্টা করছেন নির্মাতারা। ‘ফাস্ট এক্স’ সিনেমায় এই ফ্র্যাঞ্চাইজির ফিরে আসা অভিনেতাদের মধ্যে রয়েছে–হেলেন মিরেন, জন সিনা, চার্লিজ থেরন ও জেসন স্ট্যাথাম। পুরোনো এ তারকাদের সঙ্গে যোগ দিচ্ছেন নবাগত জেসন মোমোয়া এবং ব্রি লারসেন।

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত ৯টি সিনেমা মুক্তি পেয়েছে। এই ৯টি পর্বে সিরিজের অনেক চরিত্র বিভিন্ন ঘটনায় হারিয়ে গিয়েছিল। দশম পর্বের মাধ্যমে সেই চরিত্রগুলো আবারও ফিরিয়ে আনছেন নির্মাতারা। ‘ফাস্ট এক্স’ ট্রেলারে ‘অ্যাভেঞ্জার্স: অ্যান্ড গেম’ সিনেমার মতো ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির স্মৃতি ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন নির্মাতারা।

প্রকাশিত ট্রেলারে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার একটি দৃশ্যে পঞ্চম পর্বে ব্রাজিলের মাদক মাফিয়া হার্নান রেযয়েসের ভোল্ট ছিনতাইয়ের সময় সেখানে দান্তেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ছাড়া সেটি উদ্ধারের জন্য ডম ও ব্রায়ানকে ধাওয়াও করেছিলেন মামোয়া। কিন্তু শেষ পর্যন্ত পানিতে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যায় দান্তে। আর এখান থেকেই নিজের পরিবারের ক্ষতির প্রতিশোধ নিতে ডমের পরিবারকে ধ্বংস করার মিশনে নামে দান্তে। এ ছাড়া ট্রেলারে সিনেমাটির আরও কয়েকটি পর্বের অ্যাকশনের পুনরাবৃত্তি দেখা গেছে।

উল্লেখ্য, ফাস্ট এক্সের পর আরেকটি সিনেমা নির্মিত হবে, যেটি হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা–এমনটাই জানিয়েছেন নির্মাতারা। শেষ কিস্তিটি আরও বিস্তৃত করার জন্য দুটি ভাগে ভাগ করা হবে, যা সিনেমার গল্পকে একটি সন্তোষজনক সমাপ্তির দিকে নিয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজির মূল তারকা ভিন ডিজেল, টাইরেস গিবসন, লুডাক্রিস, সুং ক্যাং, মিশেল রদ্রিগেজ এবং শার্লিজ থেরন পুনরায় পর্দায় আসবেন। তবে ভক্তদের জন্য দুঃখের বিষয় হচ্ছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এই পর্বে থাকছেন না রক খ্যাত ডোয়াইন জনসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত