Ajker Patrika

‘টার্মিনেটর’কে বিদায় বললেন আর্নল্ড শোয়ার্জনেগার

আপডেট : ২০ মে ২০২৩, ১৪: ৩২
‘টার্মিনেটর’কে বিদায় বললেন আর্নল্ড শোয়ার্জনেগার

হলিউডের জনপ্রিয় ও ব্যবসাসফল অ্যাকশন মুভি ‘টার্মিনেটর’-এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের নাম। ১৯৮৪ সাল থেকে জেমস ক্যামেরন পরিচালিত এই সিরিজের পাঁচটি চলচ্চিত্রের মধ্যে চারটিতে ছিল তাঁর সরব উপস্থিতি। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, এই সিরিজ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এ অভিনেতা। হলিউড রিপোর্টারে দেওয়া শোয়ার্জনেগারের সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

সম্প্রতি হলিউড রিপোর্টারে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি শেষ হয়নি, কিন্তু আমার কাজ শেষ হয়েছে। আমি বুঝতে পারছি পরিষ্কারভাবে যে বিশ্ব এখন নতুন থিমের টার্মিনেটর চায়। নতুন আইডিয়া নিয়ে কাউকে এগিয়ে আসতে হবে।’

 ৭৫ বছর বয়সী অভিনেতা বলেন, ‘আমার সাফল্যের বড় অংশ জুড়ে আছে টার্মিনেটর। তাই আমার কাছে সব সময়ই এটি প্রিয় হয়ে থাকবে। প্রথম তিনটি ছবি দারুণ। চতুর্থ কিস্তিতে আমি কাজ করতে পারিনি রাজনৈতিক দায়িত্বের কারণে। পঞ্চম ও ষষ্ঠ কিস্তি সফলতা পায়নি। কারণ, ভালো গল্প ভালো করে লেখা হয়নি।

 ১৯৮৪ সালে পরিচালক জেমস ক্যামেরনের পরিচালনায় শুরু হয়েছিল বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক অ্যাকশন মুভি ‘টার্মিনেটর’-এর যাত্রা। এরপর সিনেমাটি দর্শকপ্রিয়তা থেকে শুরু করে কাঁপিয়েছিল বক্স অফিস। ‘টার্মিনেটর’-এর মাধ্যমে শোয়ার্জনেগার লাভ করেন মহাতারকার খ্যাতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত