Ajker Patrika

সুপারম্যানে রাজনীতির ছায়া

বিনোদন ডেস্ক
‘সুপারম্যান’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
‘সুপারম্যান’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

মানবজাতির বিপদের বন্ধু হয়ে আবার ফিরছে সুপারম্যান। ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম সিনেমা ‘সুপারম্যান’ বিশ্বব্যাপী মুক্তি পাবে ১১ জুলাই। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে এই সুপারহিরোর গল্প। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। নির্মাতা জানিয়েছেন, এবারের সুপারম্যান একটু বেশিই রাজনৈতিক।

সম্প্রতি দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস গান জানান, নতুন সিনেমায় সুপারম্যান অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে কাজ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে, সেই অভিবাসন নীতির সমালোচনা আছে এতে। সিনেমাটি এমন এক মানুষের গল্প, যে আরেকটি দেশে উন্নত জীবনের সন্ধান করছে।

জেমস গান বলেন, ‘সুপারম্যানের এ সিনেমায় বর্তমান আমেরিকার গল্প পাওয়া যাবে। একজন অভিবাসীর গল্প, যে অন্য একটি গ্রহ থেকে এসে এ দেশে জীবনযাপন করছে। তবে আমার কাছে এটি মানবিকতা ও দয়ার গল্প, যা আমরা হারিয়ে ফেলেছি।’

জেমস গান স্বীকার করেছেন, সুপারম্যানের এই গল্প বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। নানা ধরনের অপব্যাখ্যা দাঁড় করাতে পারেন তাঁরা। তবে তাঁদের আপত্তিতে পরোয়া করেন না নির্মাতা। জেমস গান বলেন, ‘স্বাভাবিকভাবেই সমাজে এমন কিছু মানুষ থাকবে, যারা এটা নিয়ে আপত্তি তুলতে পারে। তবে তাদের গুরুত্ব দেওয়ার কিছু নেই।’

নির্মাতা জানিয়েছেন, সুপারম্যানের প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিকতার বিষয়টিকে। জেমস গান বলেন, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে। আমি এমন এক মানুষের গল্প বলছি, যে সাধারণত ভালো। কিন্তু তাকে প্রতিবাদী হয়ে উঠতে হয়েছে, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারণে সমাজে নীচতা বেড়ে গেছে। আমি সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানাই না, তবে এটা দেখে যদি কারও চেতনা জাগ্রত হয়, তাহলে খুশি হব।’

সুপারম্যান সিনেমার প্রধান ভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট, লুইস লেনের ভূমিকায় র‍্যাচেল ব্রোসনাহান। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত