Ajker Patrika

অ্যাম্বারের দেওয়া ১০ লাখ ডলার অসুস্থ শিশুদের জন্য দান করলেন জনি ডেপ

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৪: ৫০
অ্যাম্বারের দেওয়া ১০ লাখ ডলার অসুস্থ শিশুদের জন্য দান করলেন জনি ডেপ

প্রাক্তন স্ত্রী হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির মামলায় ১০ লাখ ডলার ক্ষতিপূরণ পেয়েছিলেন হলিউড তারকা জনি ডেপ। অ্যাম্বারের থেকে পাওয়া পুরো অর্থ নিজের কাছে না রেখে পাঁচটি বিভিন্ন দাতব্য সংস্থায় দান করেছেন জনি ডেপ। প্রতিটি দাতব্য সংস্থায় সমান ২ লাখ ডলার করে দিচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

গতকাল মঙ্গলবার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে সিএনএন জানায়, ‘জনি ডেপ দান করার জন্য পাঁচটি দাতব্য সংস্থা বেছে নিয়েছেন, যার মধ্যে রয়েছে মেক-এ-ফিল্ম ফাউন্ডেশন, দ্য পেইন্টেড টার্টল, রেড ফেদার, মারলন ব্র্যান্ডোর টেটিয়ারোয়া সোসাইটি দাতব্য সংস্থা এবং অ্যামাজোনিয়া ফান্ড অ্যালায়েন্স। সবগুলো সংস্থা কাজ করে অসুস্থ শিশুদের চিকিৎসায়।’

অ্যাম্বারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন আদালত। এক বছর পর সেই অর্থ পরিশোধ করলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১০ লক্ষ ডলার জোগাড় করতে বিমা কোম্পানির সহায়তা নিতে হয়েছে অ্যাম্বারকে।

 ২০১৭ সালে বিয়ের মাত্র দুই বছরের মাথায় জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় হার্ডের। এরপর ২০১৮ সালে দ্য ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধে ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন হার্ড। এতে ওই বছরই হার্ডের বিরুদ্ধে ৫ কোটি ডলারের মানহানির মামলা করেন ডেপ। জনি ডেপ বলেন, ‘অ্যাম্বারের ওই লেখা প্রকাশিত হওয়ার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। উপেক্ষা করেছে হলিউড। আমি চাই সত্যটা সামনে আসুক।’

এরপর অ্যাম্বার হার্ডও ১০ কোটি ডলারের পাল্টা মামলা করেন ডেপের বিরুদ্ধে। ডেপের করা মামলার সাক্ষ্য দিতে এসে অ্যাম্বার বলেন, জনি ডেপের সঙ্গে তাঁর প্রেম ছিল ‘জাদুর’ মতো, কিন্তু হঠাৎই সহিংস হয়ে ওঠে সবকিছু। জনি ডেপের শরীরে আঁকা একটি ট্যাটু নিয়ে প্রশ্ন করে প্রথমবার নির্যাতনের শিকার হন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, তিনি জানতে চেয়েছিলেন, ট্যাটুতে কী লেখা আছে। উত্তরে ডেপ বলেছিলেন, ‘উইনো’। উত্তর শুনে হেসে ফেলেছিলেন হার্ড, ভেবেছিলেন এটা হয়তো কোনো কৌতুক। এর পরই জনি তাঁর গালে চড় মারেন বলে অভিযোগ করেন হার্ড। হার্ড তাঁর সাক্ষ্যে বলেন, এরপর তাঁকে আরও দুবার চড় মারেন জনি ডেপ।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ডেপ বলেন, তিনি কখনো অ্যাম্বার হার্ড বা কোনো নারীকে আঘাত করেননি, বরং হার্ডই অনৈতিক সুযোগ নিয়েছেন।

ডেপ দাবি করেন, মতের অমিল হলেই তাঁকে চড় কিংবা ধাক্কা দিতেন হার্ড। এমনকি একদিন মদের বোতল ছুড়ে মারেন হার্ড। এতে ডেপের ডান হাতের মধ্যমা আঙুলের ওপরের অংশ কেটে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত