সৈয়দ হাসান ইমাম
১৬ ডিসেম্বরের আগেই আমি শুনেছি পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। একাত্তরে বাংলাদেশ সরকারের সব কার্যক্রম পরিচালিত হতো কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের একটি বাড়ি থেকে। এই বাড়ি ছিল প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রধান কার্যালয়। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলীসহ ওসমানী সাহেব, এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারসহ আরও অনেকের দপ্তর ছিল এই বাড়ি। এখান থেকেই পরিচালিত হয়েছে ৯ মাসের যুদ্ধ বিজয়ের মূল কৌশল।
ওইখানে ১৫ ডিসেম্বর গিয়েছিলাম এক কাজে। এ কে খন্দকার আমাকে ডেকে তাঁর ঘরে নিয়ে গেলেন। উনি বললেন, কাল বিকেলে পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। আপনি কি যাবেন? আমার তো চোখ ছলছল করে উঠল। আমি বললাম, অবশ্যই যাব। আমি ওখান থেকে দ্রুত বেরিয়ে আমরা যাঁরা সাংস্কৃতিক কর্মী একটি অফিস করেছিলাম, একটা গ্যারেজের ওপরে। সেখানে চলে গেলাম। গিয়ে বললাম, কালকে স্যারেন্ডার হবে। আমি যাব। তখন ওখানকার সবাই আমাকে বারণ করলেন। আমি জোর দিয়ে বললাম, না আমি যাব। আবার তোমাদের কাছে ফিরে আসব। কিন্তু ওরা কিছুতেই আমাকে ছাড়ল না। শেষ পর্যন্ত আমার আসা হলো না। এ কে খন্দকারকে আবার গিয়ে বললাম, আমার যাওয়া হচ্ছে না। আমার কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছে।
পশ্চিমবঙ্গে আমাদের যে বাংলাদেশ মিশন ছিল, সেখানে গিয়ে পতাকা তুললাম (আজ) ১৬ ডিসেম্বর। পতাকা তুলে ওখানে দেশের গান করলাম। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও অন্য যাঁরা সংস্কৃতির লোক ছিলাম। সবাই একসঙ্গে হয়েছিলাম। মিষ্টি খেয়েছি। কত যুগ পর যেন সবার মুখে আনন্দের আভা দেখতে পাচ্ছিলাম।
কলকাতায় আমি আমার মেজ মামার বাড়িতে থাকতাম। ওখানে চারতলায় একটা ক্যাম্প করেছিলাম। ঢাকা থেকে যাঁরা যেতেন, তাঁরা ওখানে গিয়ে উঠতেন। খালেদ মোশাররফ, জহির রায়হানসহ আরও অনেকে ওখানে গিয়ে উঠেছিলেন। সাধারণত ওখানে এক বা দুই দিন থাকতেন। এরপর নিজের জায়গা ঠিক করে চলে যেতেন। আমার মেজ মামা চারতলা বাড়ির পুরোটাই আমাদের জন্য ছেড়ে দিয়েছিলেন। আমার এখনো মনে আছে, ১৬ ডিসেম্বর রাতে কলকাতার ‘কোয়ালিটি’ নামের একটি রেস্টুরেন্টে আমি আর আমার স্ত্রী (লায়লা হাসান) বিরিয়ানি খেতে গিয়েছিলাম। দুজনে দেশ নিয়ে অনেক আলাপ করলাম। কী হবে, দেশে গিয়ে কী করতে পারি—এসব।
আমি, আমার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে ২০ ডিসেম্বর দেশে এলাম। মালবাহী এক প্লেনে চড়ে দেশে এলাম আমরা। আমাদের রেডিওর কাজ শুরু হলো। জানুয়ারির ৯ তারিখ আবার কলকাতায় ফিরে গেলাম। ১২ তারিখে আবার দেশে ফিরি। ওই দিনই বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হয় বঙ্গভবনে।
অনুলিখন: মীর রাকিব হাসান
১৬ ডিসেম্বরের আগেই আমি শুনেছি পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। একাত্তরে বাংলাদেশ সরকারের সব কার্যক্রম পরিচালিত হতো কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের একটি বাড়ি থেকে। এই বাড়ি ছিল প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রধান কার্যালয়। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলীসহ ওসমানী সাহেব, এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারসহ আরও অনেকের দপ্তর ছিল এই বাড়ি। এখান থেকেই পরিচালিত হয়েছে ৯ মাসের যুদ্ধ বিজয়ের মূল কৌশল।
ওইখানে ১৫ ডিসেম্বর গিয়েছিলাম এক কাজে। এ কে খন্দকার আমাকে ডেকে তাঁর ঘরে নিয়ে গেলেন। উনি বললেন, কাল বিকেলে পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। আপনি কি যাবেন? আমার তো চোখ ছলছল করে উঠল। আমি বললাম, অবশ্যই যাব। আমি ওখান থেকে দ্রুত বেরিয়ে আমরা যাঁরা সাংস্কৃতিক কর্মী একটি অফিস করেছিলাম, একটা গ্যারেজের ওপরে। সেখানে চলে গেলাম। গিয়ে বললাম, কালকে স্যারেন্ডার হবে। আমি যাব। তখন ওখানকার সবাই আমাকে বারণ করলেন। আমি জোর দিয়ে বললাম, না আমি যাব। আবার তোমাদের কাছে ফিরে আসব। কিন্তু ওরা কিছুতেই আমাকে ছাড়ল না। শেষ পর্যন্ত আমার আসা হলো না। এ কে খন্দকারকে আবার গিয়ে বললাম, আমার যাওয়া হচ্ছে না। আমার কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছে।
পশ্চিমবঙ্গে আমাদের যে বাংলাদেশ মিশন ছিল, সেখানে গিয়ে পতাকা তুললাম (আজ) ১৬ ডিসেম্বর। পতাকা তুলে ওখানে দেশের গান করলাম। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও অন্য যাঁরা সংস্কৃতির লোক ছিলাম। সবাই একসঙ্গে হয়েছিলাম। মিষ্টি খেয়েছি। কত যুগ পর যেন সবার মুখে আনন্দের আভা দেখতে পাচ্ছিলাম।
কলকাতায় আমি আমার মেজ মামার বাড়িতে থাকতাম। ওখানে চারতলায় একটা ক্যাম্প করেছিলাম। ঢাকা থেকে যাঁরা যেতেন, তাঁরা ওখানে গিয়ে উঠতেন। খালেদ মোশাররফ, জহির রায়হানসহ আরও অনেকে ওখানে গিয়ে উঠেছিলেন। সাধারণত ওখানে এক বা দুই দিন থাকতেন। এরপর নিজের জায়গা ঠিক করে চলে যেতেন। আমার মেজ মামা চারতলা বাড়ির পুরোটাই আমাদের জন্য ছেড়ে দিয়েছিলেন। আমার এখনো মনে আছে, ১৬ ডিসেম্বর রাতে কলকাতার ‘কোয়ালিটি’ নামের একটি রেস্টুরেন্টে আমি আর আমার স্ত্রী (লায়লা হাসান) বিরিয়ানি খেতে গিয়েছিলাম। দুজনে দেশ নিয়ে অনেক আলাপ করলাম। কী হবে, দেশে গিয়ে কী করতে পারি—এসব।
আমি, আমার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে ২০ ডিসেম্বর দেশে এলাম। মালবাহী এক প্লেনে চড়ে দেশে এলাম আমরা। আমাদের রেডিওর কাজ শুরু হলো। জানুয়ারির ৯ তারিখ আবার কলকাতায় ফিরে গেলাম। ১২ তারিখে আবার দেশে ফিরি। ওই দিনই বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হয় বঙ্গভবনে।
অনুলিখন: মীর রাকিব হাসান
সাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’ এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
৪ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
৫ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্য গ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৬ ঘণ্টা আগে