খায়রুল বাসার নির্ঝর, ঢাকা
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসিতে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিংয়ে পাওয়া গেল চিত্রনায়িকা শবনম বুবলীকে। আগামী ১ অক্টোবর তাঁর নতুন ছবি ‘চোখ’ মুক্তি পাচ্ছে। এ ছবি দিয়ে অনেক দিন পর খুলছে দেশের বেশ কিছু সিনেমা হল। বুবলীর সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।
প্রায় দুই বছর পর আপনার নতুন ছবি আসছে। কী আশা করছেন? ‘চোখ’ কি সিনেমা হলে দর্শক আনতে পারবে?
‘চোখ’ খুবই ভালো গল্পের একটি ছবি। আসিফ ইকবাল জুয়েল নতুন নির্মাতা হলেও খুব যত্ন নিয়ে বানিয়েছেন ছবিটি। আমরা লকডাউনের মধ্যে অনেক সীমাবদ্ধতা নিয়ে শুটিং করেছি। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখন আস্তে আস্তে সিনেমা হল খুলতে শুরু করেছে। দর্শকেরা হলে আসবেন কি আসবেন না, সেটা পরের ব্যাপার। অন্তত তাঁরা তো এটা জানতে পারছেন যে হল খুলছে। দর্শক এখন নতুন ছবি দেখতে পাবেন—এ খবরটি পজিটিভ।
চোখ নাকি মনের কথা বলে। এই ‘চোখ’ কিসের কথা বলছে?
চোখ দিয়ে তো অনেক কিছুরই বহিঃপ্রকাশ হয়। আমার মনে হয়, চোখ দিয়ে আমরা সবার আগে ভালোবাসাটাই দেখি। একটি মানুষের চোখ কী বলছে, সুখের কথা বলছে নাকি দুঃখের কথা বলছে, নাকি প্রেমের কথা—সবকিছু নিয়েই ‘চোখ’ ছবিটি। আমার মনে হয়, ছবিটি দর্শকের ভালোই লাগবে।
এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অভিযোগ করছে, আপনি নাকি প্রচারণায় সময় দিচ্ছেন না?
এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দুই সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এর বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে অবশ্যই আমি যাব। আমার এখন যে ছবিগুলোর শুটিং চলছে, সেগুলো কিন্তু এক-দেড় মাস আগেই ডেট দেওয়া। আর ‘চোখ’ ছবিটি যে আগামী ১ অক্টোবর আসবে, সেটা আমরা এ মাসের মাঝামাঝি এসে জেনেছি। এ পরিস্থিতিতে অন্য সবাইকে ফাঁসিয়ে আলাদা করে সময় দেব, এটা তো সম্ভব না। তবে অবশ্যই আমার কিছু দায়িত্ব আছে। সে জায়গা থেকে আমি ২৬ সেপ্টেম্বর সারা দিন প্রমোশনের জন্য সময় রেখেছিলাম। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের কাউকে পাইনি। এখন তাঁরা যদি অভিযোগ করেন, আমার কী-ইবা বলার আছে!
এখন পর্যন্ত আপনার যত ছবি মুক্তি পেয়েছে, সবই শাকিব খানের সঙ্গে। এই প্রথম সিনেমা হলে আপনার নায়ক অন্য কেউ। টেনশন হচ্ছে কি?
একদমই না। ছবি ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। আমি কখনো বলিনি শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করব না। একজন শিল্পী হিসেবে সবার সঙ্গেই কাজ করতে চাই। সেটা আমি করছি। শাকিব খান ছাড়াও অনেক নতুন নায়কের সঙ্গে অভিনয় করছি। এখন যে ছবির শুটিং করছি ‘তালাশ’ নামে, এখানে দুই নায়কের দুজনই নতুন।
‘তালাশ’ ছবির শুটিং তো শেষ পর্যায়ে। কেমন হলো কাজ?
তালাশের শেষ দিনের শুটিং করছি। সৈকত নাসির গুণী নির্মাতা। খুব স্মার্টলি কাজ করছেন। এত রেসপেক্ট নিয়ে কাজ করেন, খুব ভালো লাগে। তালাশের গল্পে একেবারেই নতুন বুবলীকে দেখা যাবে। এটা মিউজিক্যাল একটা ফিল্ম। নভেম্বরের মধ্যে ছবিটি মুক্তি পাবে।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসিতে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিংয়ে পাওয়া গেল চিত্রনায়িকা শবনম বুবলীকে। আগামী ১ অক্টোবর তাঁর নতুন ছবি ‘চোখ’ মুক্তি পাচ্ছে। এ ছবি দিয়ে অনেক দিন পর খুলছে দেশের বেশ কিছু সিনেমা হল। বুবলীর সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।
প্রায় দুই বছর পর আপনার নতুন ছবি আসছে। কী আশা করছেন? ‘চোখ’ কি সিনেমা হলে দর্শক আনতে পারবে?
‘চোখ’ খুবই ভালো গল্পের একটি ছবি। আসিফ ইকবাল জুয়েল নতুন নির্মাতা হলেও খুব যত্ন নিয়ে বানিয়েছেন ছবিটি। আমরা লকডাউনের মধ্যে অনেক সীমাবদ্ধতা নিয়ে শুটিং করেছি। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখন আস্তে আস্তে সিনেমা হল খুলতে শুরু করেছে। দর্শকেরা হলে আসবেন কি আসবেন না, সেটা পরের ব্যাপার। অন্তত তাঁরা তো এটা জানতে পারছেন যে হল খুলছে। দর্শক এখন নতুন ছবি দেখতে পাবেন—এ খবরটি পজিটিভ।
চোখ নাকি মনের কথা বলে। এই ‘চোখ’ কিসের কথা বলছে?
চোখ দিয়ে তো অনেক কিছুরই বহিঃপ্রকাশ হয়। আমার মনে হয়, চোখ দিয়ে আমরা সবার আগে ভালোবাসাটাই দেখি। একটি মানুষের চোখ কী বলছে, সুখের কথা বলছে নাকি দুঃখের কথা বলছে, নাকি প্রেমের কথা—সবকিছু নিয়েই ‘চোখ’ ছবিটি। আমার মনে হয়, ছবিটি দর্শকের ভালোই লাগবে।
এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অভিযোগ করছে, আপনি নাকি প্রচারণায় সময় দিচ্ছেন না?
এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দুই সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এর বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে অবশ্যই আমি যাব। আমার এখন যে ছবিগুলোর শুটিং চলছে, সেগুলো কিন্তু এক-দেড় মাস আগেই ডেট দেওয়া। আর ‘চোখ’ ছবিটি যে আগামী ১ অক্টোবর আসবে, সেটা আমরা এ মাসের মাঝামাঝি এসে জেনেছি। এ পরিস্থিতিতে অন্য সবাইকে ফাঁসিয়ে আলাদা করে সময় দেব, এটা তো সম্ভব না। তবে অবশ্যই আমার কিছু দায়িত্ব আছে। সে জায়গা থেকে আমি ২৬ সেপ্টেম্বর সারা দিন প্রমোশনের জন্য সময় রেখেছিলাম। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের কাউকে পাইনি। এখন তাঁরা যদি অভিযোগ করেন, আমার কী-ইবা বলার আছে!
এখন পর্যন্ত আপনার যত ছবি মুক্তি পেয়েছে, সবই শাকিব খানের সঙ্গে। এই প্রথম সিনেমা হলে আপনার নায়ক অন্য কেউ। টেনশন হচ্ছে কি?
একদমই না। ছবি ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। আমি কখনো বলিনি শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করব না। একজন শিল্পী হিসেবে সবার সঙ্গেই কাজ করতে চাই। সেটা আমি করছি। শাকিব খান ছাড়াও অনেক নতুন নায়কের সঙ্গে অভিনয় করছি। এখন যে ছবির শুটিং করছি ‘তালাশ’ নামে, এখানে দুই নায়কের দুজনই নতুন।
‘তালাশ’ ছবির শুটিং তো শেষ পর্যায়ে। কেমন হলো কাজ?
তালাশের শেষ দিনের শুটিং করছি। সৈকত নাসির গুণী নির্মাতা। খুব স্মার্টলি কাজ করছেন। এত রেসপেক্ট নিয়ে কাজ করেন, খুব ভালো লাগে। তালাশের গল্পে একেবারেই নতুন বুবলীকে দেখা যাবে। এটা মিউজিক্যাল একটা ফিল্ম। নভেম্বরের মধ্যে ছবিটি মুক্তি পাবে।
আজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৬ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৭ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
১১ ঘণ্টা আগে