বিনোদন প্রতিবেদক
আদর্শবাদী তাজুলকে ভালোবেসে নিজের শহর আর স্বচ্ছল জীবন ছেড়ে অন্য শহরে পাড়ি জমায় শানু। পেছনে ফেলে যায় কেবল এক টুকরো কাগজে লেখা ঠিকানা। সেই ঠিকানা ধরে বহু বছর পর পুরানো বন্ধু শিমুল তাকে খুঁজতে থাকে। জীবনের পরবাস্তবতায় ঘটে যাওয়া এমন কিছু ঘটনা শিমুলের সামনে আসতে থাকে। শিমুল কি খুঁজে পায় তার সেই বন্ধুকে?
জাহিদ গগণ পরিচালিত চরকি নিবেদিত প্রেম পুরাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্পটা এমনই। এটি চরকির পর্দায় মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ৮টায়।
এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সামিয়া অথৈ, আরমান পারভেজ মুরাদ, অশোক বেপারী, পংকজ মজুমদার প্রমুখ।
‘প্রেম পুরাণ’ আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাফল্য অর্জন করেছে। সেগুলোর মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল, মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফিল্ম ফেস্টিভাল, জয়পুর ফিল্ম ফেস্টিভাল, ইরানের ইন্টারন্যাশনাল মুভিং ফিল্ম ফেস্টিভাল উল্লেখযোগ্য।
পরিচালক জাহিদ গগণ বলেন, ‘আমি আমার মতো করে প্রেমকে দেখতে চেয়েছি। একই গল্পের প্রেমের পরিকাঠামোয় নাটক-সিনেমা আবর্তন থেকে বেরিয়ে আসার নাম প্রেম পুরাণ। প্রেম শুধু প্রেম নয়, তার সাথে নানা আবহে নানা ঘটনা বিদ্যমান থাকে তা দেখাতে চেয়েছি।
‘প্রেম পুরাণ আমাদের আশেপাশের চেনা গল্প, যা আমরা এড়িয়ে যাই। এই সিনেমার গল্প ১৯৮৬ সালে হত্যা হওয়া আদমজী পাটকলের শ্রমিকনেতা, কমরেড তাজুল ইসলামের জীবনাদর্শ ঘিরে নির্মিত।’
পরিচালক গগণ আরও বলেন, ‘আগেও নানা সময়ে নানাভাবে কিছু দর্শক প্রেম পুরাণ দেখার সুযোগ পেয়েছিল। প্রশংসিতও হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরষ্কৃত হয়েছে। এবার দর্শক চরকির মাধ্যমে ব্যাপকভাবে আমাদের সিনেমা দেখতে পাবে। এটাই আমাদের জন্য আনন্দের।’
আদর্শবাদী তাজুলকে ভালোবেসে নিজের শহর আর স্বচ্ছল জীবন ছেড়ে অন্য শহরে পাড়ি জমায় শানু। পেছনে ফেলে যায় কেবল এক টুকরো কাগজে লেখা ঠিকানা। সেই ঠিকানা ধরে বহু বছর পর পুরানো বন্ধু শিমুল তাকে খুঁজতে থাকে। জীবনের পরবাস্তবতায় ঘটে যাওয়া এমন কিছু ঘটনা শিমুলের সামনে আসতে থাকে। শিমুল কি খুঁজে পায় তার সেই বন্ধুকে?
জাহিদ গগণ পরিচালিত চরকি নিবেদিত প্রেম পুরাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্পটা এমনই। এটি চরকির পর্দায় মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ৮টায়।
এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সামিয়া অথৈ, আরমান পারভেজ মুরাদ, অশোক বেপারী, পংকজ মজুমদার প্রমুখ।
‘প্রেম পুরাণ’ আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাফল্য অর্জন করেছে। সেগুলোর মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল, মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফিল্ম ফেস্টিভাল, জয়পুর ফিল্ম ফেস্টিভাল, ইরানের ইন্টারন্যাশনাল মুভিং ফিল্ম ফেস্টিভাল উল্লেখযোগ্য।
পরিচালক জাহিদ গগণ বলেন, ‘আমি আমার মতো করে প্রেমকে দেখতে চেয়েছি। একই গল্পের প্রেমের পরিকাঠামোয় নাটক-সিনেমা আবর্তন থেকে বেরিয়ে আসার নাম প্রেম পুরাণ। প্রেম শুধু প্রেম নয়, তার সাথে নানা আবহে নানা ঘটনা বিদ্যমান থাকে তা দেখাতে চেয়েছি।
‘প্রেম পুরাণ আমাদের আশেপাশের চেনা গল্প, যা আমরা এড়িয়ে যাই। এই সিনেমার গল্প ১৯৮৬ সালে হত্যা হওয়া আদমজী পাটকলের শ্রমিকনেতা, কমরেড তাজুল ইসলামের জীবনাদর্শ ঘিরে নির্মিত।’
পরিচালক গগণ আরও বলেন, ‘আগেও নানা সময়ে নানাভাবে কিছু দর্শক প্রেম পুরাণ দেখার সুযোগ পেয়েছিল। প্রশংসিতও হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরষ্কৃত হয়েছে। এবার দর্শক চরকির মাধ্যমে ব্যাপকভাবে আমাদের সিনেমা দেখতে পাবে। এটাই আমাদের জন্য আনন্দের।’
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে