বিনোদন প্রতিবেদক
আদর্শবাদী তাজুলকে ভালোবেসে নিজের শহর আর স্বচ্ছল জীবন ছেড়ে অন্য শহরে পাড়ি জমায় শানু। পেছনে ফেলে যায় কেবল এক টুকরো কাগজে লেখা ঠিকানা। সেই ঠিকানা ধরে বহু বছর পর পুরানো বন্ধু শিমুল তাকে খুঁজতে থাকে। জীবনের পরবাস্তবতায় ঘটে যাওয়া এমন কিছু ঘটনা শিমুলের সামনে আসতে থাকে। শিমুল কি খুঁজে পায় তার সেই বন্ধুকে?
জাহিদ গগণ পরিচালিত চরকি নিবেদিত প্রেম পুরাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্পটা এমনই। এটি চরকির পর্দায় মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ৮টায়।
এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সামিয়া অথৈ, আরমান পারভেজ মুরাদ, অশোক বেপারী, পংকজ মজুমদার প্রমুখ।
‘প্রেম পুরাণ’ আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাফল্য অর্জন করেছে। সেগুলোর মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল, মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফিল্ম ফেস্টিভাল, জয়পুর ফিল্ম ফেস্টিভাল, ইরানের ইন্টারন্যাশনাল মুভিং ফিল্ম ফেস্টিভাল উল্লেখযোগ্য।
পরিচালক জাহিদ গগণ বলেন, ‘আমি আমার মতো করে প্রেমকে দেখতে চেয়েছি। একই গল্পের প্রেমের পরিকাঠামোয় নাটক-সিনেমা আবর্তন থেকে বেরিয়ে আসার নাম প্রেম পুরাণ। প্রেম শুধু প্রেম নয়, তার সাথে নানা আবহে নানা ঘটনা বিদ্যমান থাকে তা দেখাতে চেয়েছি।
‘প্রেম পুরাণ আমাদের আশেপাশের চেনা গল্প, যা আমরা এড়িয়ে যাই। এই সিনেমার গল্প ১৯৮৬ সালে হত্যা হওয়া আদমজী পাটকলের শ্রমিকনেতা, কমরেড তাজুল ইসলামের জীবনাদর্শ ঘিরে নির্মিত।’
পরিচালক গগণ আরও বলেন, ‘আগেও নানা সময়ে নানাভাবে কিছু দর্শক প্রেম পুরাণ দেখার সুযোগ পেয়েছিল। প্রশংসিতও হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরষ্কৃত হয়েছে। এবার দর্শক চরকির মাধ্যমে ব্যাপকভাবে আমাদের সিনেমা দেখতে পাবে। এটাই আমাদের জন্য আনন্দের।’
আদর্শবাদী তাজুলকে ভালোবেসে নিজের শহর আর স্বচ্ছল জীবন ছেড়ে অন্য শহরে পাড়ি জমায় শানু। পেছনে ফেলে যায় কেবল এক টুকরো কাগজে লেখা ঠিকানা। সেই ঠিকানা ধরে বহু বছর পর পুরানো বন্ধু শিমুল তাকে খুঁজতে থাকে। জীবনের পরবাস্তবতায় ঘটে যাওয়া এমন কিছু ঘটনা শিমুলের সামনে আসতে থাকে। শিমুল কি খুঁজে পায় তার সেই বন্ধুকে?
জাহিদ গগণ পরিচালিত চরকি নিবেদিত প্রেম পুরাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্পটা এমনই। এটি চরকির পর্দায় মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ৮টায়।
এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সামিয়া অথৈ, আরমান পারভেজ মুরাদ, অশোক বেপারী, পংকজ মজুমদার প্রমুখ।
‘প্রেম পুরাণ’ আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাফল্য অর্জন করেছে। সেগুলোর মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল, মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফিল্ম ফেস্টিভাল, জয়পুর ফিল্ম ফেস্টিভাল, ইরানের ইন্টারন্যাশনাল মুভিং ফিল্ম ফেস্টিভাল উল্লেখযোগ্য।
পরিচালক জাহিদ গগণ বলেন, ‘আমি আমার মতো করে প্রেমকে দেখতে চেয়েছি। একই গল্পের প্রেমের পরিকাঠামোয় নাটক-সিনেমা আবর্তন থেকে বেরিয়ে আসার নাম প্রেম পুরাণ। প্রেম শুধু প্রেম নয়, তার সাথে নানা আবহে নানা ঘটনা বিদ্যমান থাকে তা দেখাতে চেয়েছি।
‘প্রেম পুরাণ আমাদের আশেপাশের চেনা গল্প, যা আমরা এড়িয়ে যাই। এই সিনেমার গল্প ১৯৮৬ সালে হত্যা হওয়া আদমজী পাটকলের শ্রমিকনেতা, কমরেড তাজুল ইসলামের জীবনাদর্শ ঘিরে নির্মিত।’
পরিচালক গগণ আরও বলেন, ‘আগেও নানা সময়ে নানাভাবে কিছু দর্শক প্রেম পুরাণ দেখার সুযোগ পেয়েছিল। প্রশংসিতও হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরষ্কৃত হয়েছে। এবার দর্শক চরকির মাধ্যমে ব্যাপকভাবে আমাদের সিনেমা দেখতে পাবে। এটাই আমাদের জন্য আনন্দের।’
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
৮ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
৮ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৮ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে