Ajker Patrika

কমরেড তাজুল ইসলামের জীবনাদর্শ চলচ্চিত্রে

বিনোদন প্রতিবেদক
Thumbnail image

আদর্শবাদী তাজুলকে ভালোবেসে নিজের শহর আর স্বচ্ছল জীবন ছেড়ে অন্য শহরে পাড়ি জমায় শানু। পেছনে ফেলে যায় কেবল এক টুকরো কাগজে লেখা ঠিকানা। সেই ঠিকানা ধরে বহু বছর পর পুরানো বন্ধু শিমুল তাকে খুঁজতে থাকে। জীবনের পরবাস্তবতায় ঘটে যাওয়া এমন কিছু ঘটনা শিমুলের সামনে আসতে থাকে। শিমুল কি খুঁজে পায় তার সেই বন্ধুকে?

জাহিদ গগণ পরিচালিত চরকি নিবেদিত প্রেম পুরাণ স্বল্পদৈর্ঘ্য সিনেমার গল্পটা এমনই। এটি চরকির পর্দায় মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ৮টায়।

এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সামিয়া অথৈ, আরমান পারভেজ মুরাদ, অশোক বেপারী, পংকজ মজুমদার প্রমুখ।

‘প্রেম পুরাণ’ চলচ্চিত্রে মনোজ প্রামাণিক ও সামিয়া অথৈ

‘প্রেম পুরাণ’ আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাফল্য অর্জন করেছে। সেগুলোর মধ্যে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল, মুম্বাই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল, গোয়া ফিল্ম ফেস্টিভাল, জয়পুর ফিল্ম ফেস্টিভাল, ইরানের ইন্টারন্যাশনাল মুভিং ফিল্ম ফেস্টিভাল উল্লেখযোগ্য।

পরিচালক জাহিদ গগণ বলেন, ‘আমি আমার মতো করে প্রেমকে দেখতে চেয়েছি। একই গল্পের প্রেমের পরিকাঠামোয় নাটক-সিনেমা আবর্তন থেকে বেরিয়ে আসার নাম প্রেম পুরাণ। প্রেম শুধু প্রেম নয়, তার সাথে নানা আবহে নানা ঘটনা বিদ্যমান থাকে তা দেখাতে চেয়েছি।

‘প্রেম পুরাণ’ চলচ্চিত্রে মনোজ প্রামাণিক ও সামিয়া অথৈ‘প্রেম পুরাণ আমাদের আশেপাশের চেনা গল্প, যা আমরা এড়িয়ে যাই। এই সিনেমার গল্প ১৯৮৬ সালে হত্যা হওয়া আদমজী পাটকলের শ্রমিকনেতা, কমরেড তাজুল ইসলামের জীবনাদর্শ ঘিরে নির্মিত।’

পরিচালক গগণ আরও বলেন, ‘আগেও নানা সময়ে নানাভাবে কিছু দর্শক প্রেম পুরাণ দেখার সুযোগ পেয়েছিল। প্রশংসিতও হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরষ্কৃত হয়েছে। এবার দর্শক চরকির মাধ্যমে ব্যাপকভাবে আমাদের সিনেমা দেখতে পাবে। এটাই আমাদের জন্য আনন্দের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত