Ajker Patrika

বিদ্যা বালানের কণ্ঠে সুকুমার রায়ের কবিতা শুনে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৭: ০৪
Thumbnail image
বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান বাঙালি নন। তবে বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়। বাংলা সিনেমা দিয়েই অভিনয় শুরু করেছিলেন তিনি। ‘ভালো থেকো’ নামের সিনেমাটি পরিচালনা করেছিলেন গৌতম হালদার। কাকতালীয়ভাবে বলিউডেও বিদ্যার প্রথম কাজ ‘পরিণীতা’।

এ সিনেমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের নায়িকা হয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। এরপর নানাভাবে বিদ্যা বালানের ফিল্মোগ্রাফিতে যোগ হয়েছে বাংলা ও বাঙালি প্রসঙ্গ। বাংলা ভাষাটাও তিনি ভালো বোঝেন, বলতেও পারেন। আরও একবার বাঙালিদের মন জয় করলেন বিদ্যা বালান। এবার সিনেমা দিয়ে নয়, সুকুমার রায়ের কবিতা পড়ে।

গত ১ নভেম্বর মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। এতেও বিদ্যা বালান অভিনীত মঞ্জুলিকা চরিত্রটি কিন্তু বাঙালি। এ সিনেমার শুটিংয়ের ফাঁকে আড্ডা জমিয়েছেন সহশিল্পী রাজেশ শর্মার সঙ্গে। সেখানে তাঁরা সুকুমার রায়ের ‘সৎ পাত্র’ কবিতাটি আবৃত্তি করেছেন।

বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রাম
বিদ্যা বালান। ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে ওই মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছেন বিদ্যা বালান। ক্যাপশনে লিখেছেন, ‘সাত বছর আগে আরেকটি সিনেমার সেটে আমার বন্ধু রাজেশ শর্মার কাছ থেকে আবোল তাবোলের এ কবিতাটি শিখেছিলাম। ভুলভুলাইয়া ৩ সিনেমার শুটিংয়ের ফাঁকে দেখলাম সেটা কতটা মনে আছে!’

ভিডিওর শুরুতে সৎ পাত্র আবৃত্তি শুরু করেন রাজেশ শর্মা— ‘শুনতে পেলাম পোস্তা গিয়ে’। ঝরঝরে বাংলায় পরের লাইনটি বললেন বিদ্যা— ‘তোমার নাকি মেয়ের বিয়ে’। এরপর জমে উঠল আবৃত্তির আসর। এক লাইন বলেন রাজেশ, পরের লাইন বিদ্যা। এভাবে পুরো কবিতাটি মুখস্ত বলে দিলেন অভিনেত্রী। মাঝে মধ্যে অল্প-স্বল্প আটকে গেলে ধরিয়ে দিলেন রাজেশ।

বিদ্যা বালানের মুখে বাংলা কবিতা শুনে মুগ্ধ ভক্তরা। বিশেষ করে বাঙালি ভক্তরা তো আবেগে আপ্লুত। ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়েছে সেই মুগ্ধতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত