বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীর নতুন ছবি ‘চোখ’। কিছুদিন আগে শুটিং শেষ হয়েছে। প্রকাশ পেয়েছে টিজার। এসেছে নতুন গানও। বুবলী অভিনীত অন্য সিনেমাগুলো থেকে ‘চোখ’ অনেকটাই আলাদা। কতটা আলাদা? বুবলী জানিয়েছেন, ছবির গল্প শুনেই ভালো লেগে যায় তাঁর। তাই ছবির পরিচালক নতুন হলেও তাঁর সঙ্গে কাজ করতে দ্বিতীয়বার ভাবেননি বুবলী।
সংবাদ পাঠিকা বুবলী সিনেমায় অভিনয় শুরু করেন ২০১৬ সালে। ‘বসগিরি’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। শাকিব খানের সঙ্গেও সেটা ছিল প্রথম। ক্যারিয়ারের শুরুর দিকে বুবলীকে শুধু শাকিব খানের সঙ্গেই দেখা যেত। ঢালিউড কিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ১০টিরও বেশি সিনেমায়। মিষ্টি হাসির এই নায়িকা ওই গণ্ডি থেকে বেরিয়ে এসে প্রথম কাজ করেন ‘ক্যাসিনো’য়। নায়ক ছিলেন নিরব। ‘চোখ’ সিনেমায় এসে আবারও পাশাপাশি দাঁড়িয়েছেন নিরব-বুবলী।
সে কারণে ‘চোখ’ বিশেষ তো বটেই, বুবলীর কাছে সিনেমাটি আরও গুরুত্বপূর্ণ এর গল্পের কারণে। ‘চোখ’-এর পুরো টিজারে ভৌতিক আবহ। একজোড়া চোখ সারাক্ষণ তাড়া করে গল্পের চরিত্রগুলোকে। ‘চোখ’ পরিচালক আসিফ ইকবাল জুয়েলের প্রথম ছবি। জুয়েল জানিয়েছেন, চোখ ঠিক ভূতের গল্প নয়। প্রেমের গল্প। প্রতিশোধের গল্প। তবে ভৌতিক আবহ আছে।
কেমন ছিল বুবলীর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা? নির্মাতা জুয়েল বলেছেন, ‘অসাধারণ! এত পরিশ্রমী শিল্পী কম দেখেছি। এমনও হয়েছে, সকাল ৮টায় তাঁর কলটাইম। সেটে তখনো কেউ পৌঁছায়নি। কিন্তু বুবলী ঠিকই ১০ মিনিট আগে এসে হাজির। সেটে পৌঁছাতে বুবলীর কখনো দেরি হয়নি।’
ঠিক সময়ে সেটে পৌঁছানোয় বুবলীর সুনাম আছে ইন্ডাস্ট্রিতে। লকডাউনের আগে তিনি একসঙ্গে দুই সিনেমার শুটিং করছিলেন। তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’। ওই সময় রীতিমতো ঝড় গেছে তার ওপর দিয়ে। ভোরে বাসা থেকে বেরিয়ে দুই সিনেমার শুটিং শেষ করে বাসায় পৌঁছাতে কখনো মাঝরাত, কখনো প্রায় ভোর। দু-তিন ঘণ্টা ঘুমিয়ে আবারও দে ছুট! তবু সেটে কিন্তু প্রতিদিনই ঠিক সময়ে হাজির হয়েছেন বুবলী।
বাংলা সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীর নতুন ছবি ‘চোখ’। কিছুদিন আগে শুটিং শেষ হয়েছে। প্রকাশ পেয়েছে টিজার। এসেছে নতুন গানও। বুবলী অভিনীত অন্য সিনেমাগুলো থেকে ‘চোখ’ অনেকটাই আলাদা। কতটা আলাদা? বুবলী জানিয়েছেন, ছবির গল্প শুনেই ভালো লেগে যায় তাঁর। তাই ছবির পরিচালক নতুন হলেও তাঁর সঙ্গে কাজ করতে দ্বিতীয়বার ভাবেননি বুবলী।
সংবাদ পাঠিকা বুবলী সিনেমায় অভিনয় শুরু করেন ২০১৬ সালে। ‘বসগিরি’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। শাকিব খানের সঙ্গেও সেটা ছিল প্রথম। ক্যারিয়ারের শুরুর দিকে বুবলীকে শুধু শাকিব খানের সঙ্গেই দেখা যেত। ঢালিউড কিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ১০টিরও বেশি সিনেমায়। মিষ্টি হাসির এই নায়িকা ওই গণ্ডি থেকে বেরিয়ে এসে প্রথম কাজ করেন ‘ক্যাসিনো’য়। নায়ক ছিলেন নিরব। ‘চোখ’ সিনেমায় এসে আবারও পাশাপাশি দাঁড়িয়েছেন নিরব-বুবলী।
সে কারণে ‘চোখ’ বিশেষ তো বটেই, বুবলীর কাছে সিনেমাটি আরও গুরুত্বপূর্ণ এর গল্পের কারণে। ‘চোখ’-এর পুরো টিজারে ভৌতিক আবহ। একজোড়া চোখ সারাক্ষণ তাড়া করে গল্পের চরিত্রগুলোকে। ‘চোখ’ পরিচালক আসিফ ইকবাল জুয়েলের প্রথম ছবি। জুয়েল জানিয়েছেন, চোখ ঠিক ভূতের গল্প নয়। প্রেমের গল্প। প্রতিশোধের গল্প। তবে ভৌতিক আবহ আছে।
কেমন ছিল বুবলীর সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা? নির্মাতা জুয়েল বলেছেন, ‘অসাধারণ! এত পরিশ্রমী শিল্পী কম দেখেছি। এমনও হয়েছে, সকাল ৮টায় তাঁর কলটাইম। সেটে তখনো কেউ পৌঁছায়নি। কিন্তু বুবলী ঠিকই ১০ মিনিট আগে এসে হাজির। সেটে পৌঁছাতে বুবলীর কখনো দেরি হয়নি।’
ঠিক সময়ে সেটে পৌঁছানোয় বুবলীর সুনাম আছে ইন্ডাস্ট্রিতে। লকডাউনের আগে তিনি একসঙ্গে দুই সিনেমার শুটিং করছিলেন। তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ ও মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’। ওই সময় রীতিমতো ঝড় গেছে তার ওপর দিয়ে। ভোরে বাসা থেকে বেরিয়ে দুই সিনেমার শুটিং শেষ করে বাসায় পৌঁছাতে কখনো মাঝরাত, কখনো প্রায় ভোর। দু-তিন ঘণ্টা ঘুমিয়ে আবারও দে ছুট! তবু সেটে কিন্তু প্রতিদিনই ঠিক সময়ে হাজির হয়েছেন বুবলী।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৫ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৩ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৭ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৭ ঘণ্টা আগে