Ajker Patrika

‘সিনেমাটি হয়তো অনেকেরই পছন্দ হবে না’, মৃণাল সেনকে নিয়ে সিনেমা প্রসঙ্গে অঞ্জন দত্ত

‘সিনেমাটি হয়তো অনেকেরই পছন্দ হবে না’, মৃণাল সেনকে নিয়ে সিনেমা প্রসঙ্গে অঞ্জন দত্ত

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে সিনেমা তৈরি করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত জানালেন ‘চালচিত্র এখন’ শিরোনামের চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশনের একদম শেষ পর্যায়ে আছেন তিনি। ফেসবুকে ‘চালচিত্র এখন’ প্রসঙ্গে একটি পোস্ট করেছেন অঞ্জন দত্ত। সঙ্গে জুড়ে দিয়েছেন মৃণাল সেনের সঙ্গে তাঁর তোলা একটি ছবি।

অঞ্জন দত্ত লিখেছেন, “আমার ছবি ‘চালচিত্র এখন’-এর পোস্ট প্রোডাকশনের একদম শেষ পর্যায়ের কাজ চলছে। ছবিটির প্রযোজনা সম্পূর্ণ আমি এবং আমার ছেলে নীল দত্ত করেছি। আমার মনে হয় এখন পর্যন্ত যত সিনেমা করেছি তার মধ্যে এটি সবচেয়ে সৎ এবং স্বতঃস্ফূর্ত। এখানে কোনও কল্পকাহিনী বলিনি। শুধু এই মানুষটির সঙ্গে এবং শহরের যেই স্মৃতি আছে, সেটাই তুলে ধরেছি, যতটুকু সম্ভব ততটুকু। দর্শকদের অনেকেই হয়তো এই ছবিটি পছন্দ করবেন না। আমার অতীত সম্পর্কে তেমন কোনো ধারণা অনেকেরই নেই। তবুও আমি বিশ্বাস করি এখনো পৃথিবীতে এমন কিছু দর্শক আছেন যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন। সংখ্যাটা কম হলেও আমার জন্য অনেক বড়।’

অঞ্জন আরও লিখেছেন, “আমি ‘বউ ব্যারাক’, ‘বং কানেকশন’, ‘ম্যাডলি বাঙালি’, ‘চলো লেটস গো’, ‘দত্ত ভার্সেস দত্ত’… ‘মার্ডার মিস্ট্রি’ সিরিজে অনেক গল্প বলেছি। তবে সেগুলো অন্য বেশির ভাগ সিনেমার মতোই অনেক ভেবে নির্মাণ করা এবং ছবির শুরু, মধ্যভাগ ও শেষটা গোছানো। ‘আমি আসব ফিরে’ অথবা ‘ফাইনালি ভালোবাসা’ নিয়মের বাইরে গিয়ে বানাও ছবি যেগুলো খুব বেশি ভালো করেনি। সিনেমা কিংবা সিরিজ গল্প বলার জায়গা, গল্প বানানোর জায়গা, সেখানে আমি আবারও ফিরব। তবে স্বতঃস্ফূর্ত ভাবে কিছু করার আনন্দ বিরল।’

তিনি আরও লিখেছেন, ‘এটা করা সম্ভব হয়েছে আমরাই অর্থায়ন করাতে। আমি জানতাম অন্য কোনও প্রযোজক এই ছবি বানাতে রাজি হতেন না। কারণ তাঁরা কেউই এর আগে মৃণাল সেনের চালচিত্র দেখেননি। তাঁরা হয়তো আমাদের বাধ্য করত কিছু অতিরঞ্জিত করে দেখানোর জন্য। কিন্তু আমি আমার এই শ্রদ্ধা অতিরঞ্জিত করে দেখাতে পারতাম না। তাই নিজেদের প্রযোজনায় স্বতঃস্ফূর্ত ভাবেই এই ছবি নির্মাণ করেছি। নিজের কাছে সৎ থেকে এই ছবি বানিয়েছি।’

অঞ্জন দত্ত তার সিনেমাগুলোতে সব সময় বিভিন্ন ধারার গল্প উপহার দিয়েছেন। সেই সব চেনা ছকের বাইরের গল্প হতে চলেছে ‘চালচিত্র এখন’, এমনটাই জানালেন নির্মাতা।

এদিকে মৃণাল সেনের জীবনীর ওপর পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন ‘পদাতিক’ শিরোনামের সিনেমা। এতে মৃণাল চরিত্রে পর্দায় দেখা মেলবে বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত