রাইসুল ইসলাম আসাদ
১৬ ডিসেম্বর আমি ঢাকাতেই ছিলাম। মুক্তিযুদ্ধে আমি ঢাকার উত্তর বাহিনীতে ছিলাম। আমাদের কমান্ডার ছিলেন রেজাউল করিম মানিক ভাই। মানিকগঞ্জের একটি ব্রিজ অপারেশনে গিয়ে তিনি শহীদ হলে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু আমাদের কমান্ডার হন। মানিকগঞ্জে আমাদের মেইন ক্যাম্প ছিল। ঢাকায় উত্তর বাহিনীর ছোট্ট একটা ইউনিট ছিল। যখন দেশ স্বাধীন হয়, তখন আমি ওই ইউনিটের দায়িত্বে ছিলাম।
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সময়টায় আমি ঢাকাতেই ছিলাম। মাঝে একবার ক্যাম্পে গিয়েছিলাম, যেদিন ভারত এয়ার অ্যাটাক করে। ডিসেম্বরের ২ বা ৩ তারিখ রাতে হবে সম্ভবত। তার আগের দিন একটা অপারেশনের পারমিশনের জন্য গিয়েছিলাম। আমরা যারা গেরিলা অপারেশন করেছি, দেশ স্বাধীন হওয়ার পর তাদের চোখমুখে কী আনন্দ! সেই আনন্দে তো কেবল হাসি আসেনি! আমাদের সবার চোখের আর মনের ভাষা কী ছিল, সেটা আসলে বলে বোঝানো যাবে না। শুধু তাকিয়ে দেশটাকে দেখতাম। এখন যেমন ১৬ ডিসেম্বর উদ্যাপন করা হয় মাইকে হিন্দি গান ছেড়ে, ব্যাপারটি তো সেটা ছিল না। তখন ঢাকায় লোকও তো ছিল না। পাকিস্তানিরা কত লোক মেরে ফেলল! এর মধ্যে দেশের বাইরে ছিলেন অনেকে। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই, যা দিয়ে ওই মুহূর্তটা প্রকাশ করা সম্ভব। সেই ভারতে যাওয়া, সেখানে ট্রেনিং নিয়ে অস্ত্র নিয়ে বর্ডারে ফাইট করা। তারপর সাভারে এসে থামলাম। এরপর মেইন ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় অস্ত্র পৌঁছে দেওয়া। প্রতি মিনিটে যে কী টেনশন, ভয় নিয়ে থাকতে হতো। সেটা বলে বোঝানো সম্ভব নয়।
১৬ ডিসেম্বর আমি ঢাকার গুলবাগে এক বোনের বাসায় ছিলাম। যখন এয়ার অ্যাটাক হয়ে গেল। তখনই আমরা বুঝলাম যে কিছু হতে যাচ্ছে। আমাদের কাছে আগেই খবর এসেছে, ঢাকার আশপাশে যারা আছে, তারা যেন ঢাকার দিকে ঢুকতে থাকে। অ্যাটাক করতে করতে এগোতে হবে। ১৬ ডিসেম্বর সকালে রাস্তায় বের হলাম। আমার বোনজামাই সঙ্গে ছিলেন। রাস্তাঘাট পুরো ফাঁকা। কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমরা গুলবাগ থেকে মালিবাগের মোড়ের দিকে যেতে যেতে দু-একটা আর্মির গাড়ি বা ট্রাককে ধীরগতিতে চলে যেতে দেখলাম। যখন মেইন রোডের কাছাকাছি চলে আসি, তখন দেখি অদ্ভুত পোশাকের কিছু মানুষ। ঢাকার বিভিন্ন জায়গায় যাঁদের আটকে রাখা হয়েছিল। টর্চার করা হয়েছিল। হয়তো তাঁরাই বাইরে বেরিয়েছেন। দেখেই বোঝা যায় কতটা মানসিক বিপর্যস্ত তাঁরা। অনেকেরই গায়ের পোশাকটিও ঠিক নেই। তখনো বুঝতে পারছি না কী হচ্ছে। যত বেলা বাড়ছিল, বুঝতে পারছিলাম বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। কোথাও কোথাও শোনা যাচ্ছিল যে দেশ স্বাধীন হচ্ছে।
দুপুর থেকেই ঢাকায় হুলুস্থুল হয়ে গেল। ভারতীয় আর্মিরা ট্যাংক নিয়ে ঢুকে পড়ল। মানুষজন রাস্তায় বের হতে থাকল। আমাদের একটা ক্যাম্প ছিল নবরত্ন কলোনি, এখন যেখানে বেইলি রোড, ওখানে। ৪ নম্বর বাড়িতে। ফকিরাপুলে একটা ক্যাম্প ছিল। এগুলো গোপন ক্যাম্প। ওখানে থেকে আমরা বিভিন্ন অপারেশনে যেতাম। ১৬ ডিসেম্বর আমি সেই বাড়িতে গেলাম। সেদিনও কিন্তু বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছিল। ওই দিনও অনেকে আহত হয়েছেন। আমার পরিচিত দুজন গুলিতে আহত হয়েছেন ঢাকায়। ওই নবরত্ন বাড়ির পরিবার আমাদের অনেক সাহায্য করত। ওই পরিবারের এক মেয়ে সেদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত হন। তারপর তো দুপুরের মধ্যেই জানা গেল পাকিস্তানি আর্মি সারেন্ডার করবে রেসকোর্স ময়দানে।
বিকেলের দিকে আমি পল্টনে আমার বাড়িতে গেলাম। তখন রাত ৯টা বা সাড়ে ৯টা হবে, খবর এল আমাদের কমান্ডার নাসির উদ্দীন ইউসুফ দল নিয়ে ঢাকায় এসেছেন। আমরা ৫২ জনের একটা টিম ছিলাম। পুরো টিমকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছিল। আমরা ভাগ হয়ে আবার লোকাল লোক রিক্রুট করতাম। সিদ্ধান্ত হলো, সবাইকে ঢাকায় আনা হবে। সেই রাতেই যারা ঢাকায় ছিলাম, তারা গাড়ি বা যানবাহন জোগাড় করতে শুরু করলাম। আমাদের সঙ্গের অনেকে শহীদ হয়েছেন। তাঁদের কথা সেদিন খুব মনে পড়ছিল। অবশেষে আমরা নিজেদের একটা দেশ পেয়েছি। আবেগে আমাদের চোখ ভিজে আসছিল বারবার।
অনুলিখন: মীর রাকিব হাসান
১৬ ডিসেম্বর আমি ঢাকাতেই ছিলাম। মুক্তিযুদ্ধে আমি ঢাকার উত্তর বাহিনীতে ছিলাম। আমাদের কমান্ডার ছিলেন রেজাউল করিম মানিক ভাই। মানিকগঞ্জের একটি ব্রিজ অপারেশনে গিয়ে তিনি শহীদ হলে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু আমাদের কমান্ডার হন। মানিকগঞ্জে আমাদের মেইন ক্যাম্প ছিল। ঢাকায় উত্তর বাহিনীর ছোট্ট একটা ইউনিট ছিল। যখন দেশ স্বাধীন হয়, তখন আমি ওই ইউনিটের দায়িত্বে ছিলাম।
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সময়টায় আমি ঢাকাতেই ছিলাম। মাঝে একবার ক্যাম্পে গিয়েছিলাম, যেদিন ভারত এয়ার অ্যাটাক করে। ডিসেম্বরের ২ বা ৩ তারিখ রাতে হবে সম্ভবত। তার আগের দিন একটা অপারেশনের পারমিশনের জন্য গিয়েছিলাম। আমরা যারা গেরিলা অপারেশন করেছি, দেশ স্বাধীন হওয়ার পর তাদের চোখমুখে কী আনন্দ! সেই আনন্দে তো কেবল হাসি আসেনি! আমাদের সবার চোখের আর মনের ভাষা কী ছিল, সেটা আসলে বলে বোঝানো যাবে না। শুধু তাকিয়ে দেশটাকে দেখতাম। এখন যেমন ১৬ ডিসেম্বর উদ্যাপন করা হয় মাইকে হিন্দি গান ছেড়ে, ব্যাপারটি তো সেটা ছিল না। তখন ঢাকায় লোকও তো ছিল না। পাকিস্তানিরা কত লোক মেরে ফেলল! এর মধ্যে দেশের বাইরে ছিলেন অনেকে। পৃথিবীতে এমন কোনো ভাষা নেই, যা দিয়ে ওই মুহূর্তটা প্রকাশ করা সম্ভব। সেই ভারতে যাওয়া, সেখানে ট্রেনিং নিয়ে অস্ত্র নিয়ে বর্ডারে ফাইট করা। তারপর সাভারে এসে থামলাম। এরপর মেইন ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় অস্ত্র পৌঁছে দেওয়া। প্রতি মিনিটে যে কী টেনশন, ভয় নিয়ে থাকতে হতো। সেটা বলে বোঝানো সম্ভব নয়।
১৬ ডিসেম্বর আমি ঢাকার গুলবাগে এক বোনের বাসায় ছিলাম। যখন এয়ার অ্যাটাক হয়ে গেল। তখনই আমরা বুঝলাম যে কিছু হতে যাচ্ছে। আমাদের কাছে আগেই খবর এসেছে, ঢাকার আশপাশে যারা আছে, তারা যেন ঢাকার দিকে ঢুকতে থাকে। অ্যাটাক করতে করতে এগোতে হবে। ১৬ ডিসেম্বর সকালে রাস্তায় বের হলাম। আমার বোনজামাই সঙ্গে ছিলেন। রাস্তাঘাট পুরো ফাঁকা। কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমরা গুলবাগ থেকে মালিবাগের মোড়ের দিকে যেতে যেতে দু-একটা আর্মির গাড়ি বা ট্রাককে ধীরগতিতে চলে যেতে দেখলাম। যখন মেইন রোডের কাছাকাছি চলে আসি, তখন দেখি অদ্ভুত পোশাকের কিছু মানুষ। ঢাকার বিভিন্ন জায়গায় যাঁদের আটকে রাখা হয়েছিল। টর্চার করা হয়েছিল। হয়তো তাঁরাই বাইরে বেরিয়েছেন। দেখেই বোঝা যায় কতটা মানসিক বিপর্যস্ত তাঁরা। অনেকেরই গায়ের পোশাকটিও ঠিক নেই। তখনো বুঝতে পারছি না কী হচ্ছে। যত বেলা বাড়ছিল, বুঝতে পারছিলাম বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। কোথাও কোথাও শোনা যাচ্ছিল যে দেশ স্বাধীন হচ্ছে।
দুপুর থেকেই ঢাকায় হুলুস্থুল হয়ে গেল। ভারতীয় আর্মিরা ট্যাংক নিয়ে ঢুকে পড়ল। মানুষজন রাস্তায় বের হতে থাকল। আমাদের একটা ক্যাম্প ছিল নবরত্ন কলোনি, এখন যেখানে বেইলি রোড, ওখানে। ৪ নম্বর বাড়িতে। ফকিরাপুলে একটা ক্যাম্প ছিল। এগুলো গোপন ক্যাম্প। ওখানে থেকে আমরা বিভিন্ন অপারেশনে যেতাম। ১৬ ডিসেম্বর আমি সেই বাড়িতে গেলাম। সেদিনও কিন্তু বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছিল। ওই দিনও অনেকে আহত হয়েছেন। আমার পরিচিত দুজন গুলিতে আহত হয়েছেন ঢাকায়। ওই নবরত্ন বাড়ির পরিবার আমাদের অনেক সাহায্য করত। ওই পরিবারের এক মেয়ে সেদিন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত হন। তারপর তো দুপুরের মধ্যেই জানা গেল পাকিস্তানি আর্মি সারেন্ডার করবে রেসকোর্স ময়দানে।
বিকেলের দিকে আমি পল্টনে আমার বাড়িতে গেলাম। তখন রাত ৯টা বা সাড়ে ৯টা হবে, খবর এল আমাদের কমান্ডার নাসির উদ্দীন ইউসুফ দল নিয়ে ঢাকায় এসেছেন। আমরা ৫২ জনের একটা টিম ছিলাম। পুরো টিমকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছিল। আমরা ভাগ হয়ে আবার লোকাল লোক রিক্রুট করতাম। সিদ্ধান্ত হলো, সবাইকে ঢাকায় আনা হবে। সেই রাতেই যারা ঢাকায় ছিলাম, তারা গাড়ি বা যানবাহন জোগাড় করতে শুরু করলাম। আমাদের সঙ্গের অনেকে শহীদ হয়েছেন। তাঁদের কথা সেদিন খুব মনে পড়ছিল। অবশেষে আমরা নিজেদের একটা দেশ পেয়েছি। আবেগে আমাদের চোখ ভিজে আসছিল বারবার।
অনুলিখন: মীর রাকিব হাসান
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৪ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৮ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৮ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৯ ঘণ্টা আগে