বিনোদন প্রতিবেদক, ঢাকা
চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার নানা দিক নিয়ে ‘নয়া মানুষ’ নামের সিনেমা নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি। আজ সিনেমার পোস্টার প্রকাশ করে জানানো হলো মুক্তির তারিখ। আগামী ৬ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
নির্মাতা সোহলে রানা বয়াতী বলেন, ‘বানভাসি মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে নয়া মানুষ। চলচ্চিত্রটি নির্মাণের সময়েও নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে আমাদের। ২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির শুটিং শুরু হয় কিন্তু সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে শুটিং করেছি। নির্মাণ শেষে সেন্সরের জন্য অনেক দিন জমা পড়েছিল সিনেমাটি। অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। বিজয়ের মাসে সিনেমাটি দর্শকেরা উপভোগ করতে পারবেন। নয়া মানুষ নিয়ে আমি বেশ আশাবাদী।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নয়া মানুষ সিনেমায় অভিনয় করছেন– রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী প্রমুখ।
জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।
চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার নানা দিক নিয়ে ‘নয়া মানুষ’ নামের সিনেমা নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি। আজ সিনেমার পোস্টার প্রকাশ করে জানানো হলো মুক্তির তারিখ। আগামী ৬ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
নির্মাতা সোহলে রানা বয়াতী বলেন, ‘বানভাসি মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে নয়া মানুষ। চলচ্চিত্রটি নির্মাণের সময়েও নানা দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে আমাদের। ২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির শুটিং শুরু হয় কিন্তু সুপার সাইক্লোন সিত্রাং এর তাণ্ডবে শুটিং সেট ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। এরপর আবার সেট তৈরি করে শুটিং করেছি। নির্মাণ শেষে সেন্সরের জন্য অনেক দিন জমা পড়েছিল সিনেমাটি। অবশেষে সিনেমাটি মুক্তি দিতে পারছি। বিজয়ের মাসে সিনেমাটি দর্শকেরা উপভোগ করতে পারবেন। নয়া মানুষ নিয়ে আমি বেশ আশাবাদী।’
আ মা ম হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে নয়া মানুষ। চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। নয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। ভাসতে ভাসতে মানুষ এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নয়া মানুষ সিনেমায় অভিনয় করছেন– রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশু শিল্পী উষশী প্রমুখ।
জি-সিরিজ’র ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমার প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
৬ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
৬ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৬ ঘণ্টা আগে