বিনোদন প্রতিবেদক, ঢাকা
ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ, তাই দ্বিধায় পড়ে যায় সে। না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় আব্বাসকে। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাসের আট সংসারে শুরু হয় নানা ঝামেলা। এমন গল্পে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘বোহেমিয়ান ঘোড়া’।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এমনটা জানা গিয়েছিল গত বছরের মার্চে। এবার প্রকাশ পেল এই সিরিজে মোশাররফ করিমের বউয়ের চরিত্রে অভিনয় করা শিল্পীদের নাম। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
নির্মাতা জানিয়েছেন, বোহেমিয়ান ঘোড়ায় রুনা খানের চরিত্রটি গরম মেজাজ এবং আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমী হামিদ অভিনয় করেছেন নারী মৌয়ালের চরিত্রে। ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায় আছেন সাদিয়া আয়মান। এ ছাড়া রোবেনা রেজা জুঁইকে দেখা যাবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। আর থাকছেন অদিতি ও বৃষ্টি নামের দুজন নতুন মুখ।
বোহেমিয়ান ঘোড়া সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। দর্শক বোহেমিয়ান ঘোড়া সিরিজে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।’
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে এই সিরিজে। আরও আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। সিরিজের সঙ্গে যুক্ত সবার দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর।’
চলতি মাসে হইচইতে মুক্তি পাওয়ার কথা সিরিজটি।
ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ, তাই দ্বিধায় পড়ে যায় সে। না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় আব্বাসকে। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাসের আট সংসারে শুরু হয় নানা ঝামেলা। এমন গল্পে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘বোহেমিয়ান ঘোড়া’।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এমনটা জানা গিয়েছিল গত বছরের মার্চে। এবার প্রকাশ পেল এই সিরিজে মোশাররফ করিমের বউয়ের চরিত্রে অভিনয় করা শিল্পীদের নাম। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
নির্মাতা জানিয়েছেন, বোহেমিয়ান ঘোড়ায় রুনা খানের চরিত্রটি গরম মেজাজ এবং আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমী হামিদ অভিনয় করেছেন নারী মৌয়ালের চরিত্রে। ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায় আছেন সাদিয়া আয়মান। এ ছাড়া রোবেনা রেজা জুঁইকে দেখা যাবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। আর থাকছেন অদিতি ও বৃষ্টি নামের দুজন নতুন মুখ।
বোহেমিয়ান ঘোড়া সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। দর্শক বোহেমিয়ান ঘোড়া সিরিজে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।’
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে এই সিরিজে। আরও আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। সিরিজের সঙ্গে যুক্ত সবার দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর।’
চলতি মাসে হইচইতে মুক্তি পাওয়ার কথা সিরিজটি।
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
২ ঘণ্টা আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
২ ঘণ্টা আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
২ ঘণ্টা আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে