Ajker Patrika

পর্দায় প্রিন্স ফিলিপ হয়েছেন যাঁরা

বিনোদন ডেস্ক
Thumbnail image

ডিউক অব এডিনবরা, যাঁকে বিশ্বের বিখ্যাত স্বামী বলা যেতে পারে। গত শুক্রবার তিনি মারা গেছেন ৯৯ বছর বয়সে। ব্রিটিশ রাজপরিবারের অন্দরের ঘটনা নিয়ে অনেক সিনেমা নির্মিত হয়েছে। বেশকিছু টিভি ও ওয়েব সিরিজেও উঠে এসেছে রাজপরিবারের গল্প। ওইসব সিনেমা ও সিরিজে প্রিন্স ফিলিপের চরিত্রে অনেকেই অভিনয় করেছেন। তেমন পাঁচজন অভিনেতা, যারা পর্দায় প্রিন্স ফিলিপ হয়েছেন, তাঁদেরকে নিয়ে এ আয়োজন।

তরুণ সম্রাটের চরিত্রে অভিনয় করে ব্রিটিশ অভিনেতা ফিন এলিয়ট ভীষণ আলোচিত। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’–এ তিনি ছিলেন স্কুলগামী প্রিন্স ফিলিপের ভূমিকায়। সিরিজে এলিয়টের অভিনয় শুধু সমালোচকদের কাছেই প্রশংসিত হয়েছে তা নয়। প্রিন্সের তরুণ বয়সের সংকটগুলো খুব দারুণভাবে ফুটিয়ে তোলার জন্য সাধারণ দর্শকদের কাছেও পরিচিত হংকংয়ে জন্ম নেওয়া এ অভিনেতা।

ম্যাট স্মিথ

প্রিন্স ফিলিপের চরিত্রে অনেকই কাজ করেছেন, কিন্তু ব্রিটিশ অভিনেতা ম্যাট স্মিথের মতো এতো দারুণভাবে ‘ডিউক অব এডিনবরা’–কে তুলে আনতে পারেনি কেউ। প্রশংসিত সিরিজ ‘দ্য ক্রাউন’–এ তিনি ছিলেন যুবক বয়সের প্রিন্স ফিলিপ। এ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ম্যাট স্মিথ এখনও আলোচিত।

জনাথন প্রাইস

নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ক্রাউন’–এ প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজে তাঁর উপস্থিতির প্রথমদিকে ওয়েলসের অভিনেতা জনাথন ছিলেন প্রধান ধর্মগুরু পোপের ভূমিকায়। কয়েকমাসের ব্যবধানে তিনিই হয়ে ওঠেন প্রিন্স ফিলিপ। এ ভূমিকায় তাঁকে দেখা যাবে সিরিজের ষষ্ঠ সিজনে।

জেমস ক্রমওয়েল

প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন হলিউড তারকা জেমস ক্রমওয়েল। ২০০৬ সালের সিনেমা ‘দ্য কুইন’–এ তাঁর অনবদ্য উপস্থিতি প্রিন্সের চরিত্রকে অনেকটা বিশ্বাসযোগ্য করে তুলেছে। এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন হেলেন মিরেন। ছবিটি ছয়টি বিভাগে অস্কারে মনোনয়ন পায়।

ক্রিস্টোফার লি

আমেরিকান টিভি সিনেমা ‘চার্লস অ্যান্ড ডায়ানা: আ রয়েল লাভস্টোরি’ নির্মিত হয়েছে প্রিন্স চার্লস ও লেডি ডায়ানা স্পেন্সারের সম্পর্ক ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে। জেমস গোল্ডস্টোন পরিচালিত এ সিনেমাটি সিবিএস চ্যানেলে প্রচার হয় ১৯৮২ সালে। এতে আমেরিকান অভিনেতা ক্রিস্টোফার লি কাজ করেছেন প্রিন্স ফিলিপের চরিত্রে।

সূত্র: ইন্ডিয়া টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত