বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম বিয়ে করেছেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী। এ বছর তাঁর পাঁচটি ছবি মুক্তির কথা ছিল। ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বুথ পুলিশ’, ‘দাসবি’, ‘আ থার্সডে’র মতো বড় বাজেটের ছবি। কিন্তু এই পরিস্থিতিতে সেই আশা সুদূরপরাহত। কারণ ভারতের করোনা পরিস্থিতি। ‘মানুষের এখন জীবন নিয়ে টানাটানি, সবকিছুই অনিশ্চিত। ছবি মুক্তি স্থগিত, শুটিং স্থগিত হতে থাকলে পেশাদার শিল্পী হিসেবে আমাদেরও অনিশ্চয়তায় পড়তে হবে’ বলেন তিনি। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে করোনাকে মানবজাতির জন্য সবচেয়ে বড় শাস্তি হিসেবেও অভিহিত করেন ইয়ামি।
বিয়ের পরে ইয়ামির ক্যারিয়ার কোন দিকে যাবে সেটা সময়ই বলে দেবে। কারণ সম্ভাবনা জাগিয়েও ইয়ামির কপাল মন্দই বলা যায়। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। সুজিত সরকারের ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু ইয়ামির কপাল খোলেনি। ‘ভিকি ডোনার’ ছিল বলিউডের প্রথাগত বাণিজ্যিক ছবির বাইরের ঘরানার, ইয়ামি যেখানে করেছিলেন মধ্যবিত্ত এক ব্যাংকারের চরিত্র। যে কারণেরই হোক প্রথম হিন্দি ছবি হিট হলেও পরের তিন বছর কার্যত বলিউডে বেকার থাকতে হয় এই অভিনেত্রীকে।
ইয়ামির কপাল মন্দই বলা যায়। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। সুজিত সরকারের ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু ইয়ামির কপাল খোলেনি।
এরপর ৩২ বছর বয়সী অভিনেত্রী করেছেন নানা ধরনের চরিত্র। যার মধ্যে কোনোটাতে তিনি খলচরিত্রে, কোনোটায় পুলিশ। দৈর্ঘ্যের চেয়ে ছবিতে চরিত্রের বৈচিত্র্যের দিকেই বেশি মনোযোগী হয়েছেন, ‘নানা ধরনের ছবিতে বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই। সৌভাগ্যবশত বলিউডে এখন সেই ধরনের ছবি হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম এসে সুযোগ আরও বেড়েছে। ক্যারিয়ারে কখনো আশাহত হইনি, আমি যা পেয়েছি, মনে হয়েছে এটুকুরই যোগ্য আমি। নিজেকেই গড়ার চেষ্টা করেছি’ বলেন তিনি।
‘ভিকি ডোনার’ থেকে ‘বালা’য় তাঁকে দেখা গেছে ‘পাশের বাড়ির মেয়ে’র চরিত্রে। তবে এবার পুরোপুরি নিজেকে খোলনলচে বদলে হাজির হচ্ছেন ইয়ামি গৌতম। ‘আ থার্সডে’ ছবিতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি। রনি স্ক্রুওয়ালা প্রযোজিত এবং বেহজাদ খামবাটা পরিচালিত ছবিটি সাসপেন্স থ্রিলার। সেখানে ইয়ামিকে দেখা যাবে বাচ্চাদের স্কুলের শিক্ষিকার চরিত্রে, যে পরে ১৬ শিশুকে জিম্মি করে। ‘সাইকোলজিক্যাল থ্রিলার করার ইচ্ছা ছিল। তবে শুধু সে কারণেই নয়, এটা এমন একটা চিত্রনাট্য, যা আপনি ফেলতে পারবেন না। বেহজাদ দারুণভাবে চরিত্রটি লিখেছেন। নায়না চরিত্রটি খুবই গভীর। এ ছাড়া এ ধরনের (নেতিবাচক) চরিত্র বড় পর্দায় কখনো করিনি। ছবিটিতে কাজ করার জন্য মুখিয়ে আছি,’ বলেন ইয়ামি।
সর্বশেষ ‘উরি—দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘বালা’র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে সেখানে তাঁর চরিত্রের দৈর্ঘ্য খুব বেশি ছিল না।
ঢাকা: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম বিয়ে করেছেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী। এ বছর তাঁর পাঁচটি ছবি মুক্তির কথা ছিল। ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বুথ পুলিশ’, ‘দাসবি’, ‘আ থার্সডে’র মতো বড় বাজেটের ছবি। কিন্তু এই পরিস্থিতিতে সেই আশা সুদূরপরাহত। কারণ ভারতের করোনা পরিস্থিতি। ‘মানুষের এখন জীবন নিয়ে টানাটানি, সবকিছুই অনিশ্চিত। ছবি মুক্তি স্থগিত, শুটিং স্থগিত হতে থাকলে পেশাদার শিল্পী হিসেবে আমাদেরও অনিশ্চয়তায় পড়তে হবে’ বলেন তিনি। ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে করোনাকে মানবজাতির জন্য সবচেয়ে বড় শাস্তি হিসেবেও অভিহিত করেন ইয়ামি।
বিয়ের পরে ইয়ামির ক্যারিয়ার কোন দিকে যাবে সেটা সময়ই বলে দেবে। কারণ সম্ভাবনা জাগিয়েও ইয়ামির কপাল মন্দই বলা যায়। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। সুজিত সরকারের ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু ইয়ামির কপাল খোলেনি। ‘ভিকি ডোনার’ ছিল বলিউডের প্রথাগত বাণিজ্যিক ছবির বাইরের ঘরানার, ইয়ামি যেখানে করেছিলেন মধ্যবিত্ত এক ব্যাংকারের চরিত্র। যে কারণেরই হোক প্রথম হিন্দি ছবি হিট হলেও পরের তিন বছর কার্যত বলিউডে বেকার থাকতে হয় এই অভিনেত্রীকে।
ইয়ামির কপাল মন্দই বলা যায়। ২০১২ সালে ‘ভিকি ডোনার’ দিয়ে বলিউডে অভিষেক হয় ইয়ামি গৌতমের। সুজিত সরকারের ছবিটি ব্যাপক প্রশংসিত হয়। কিন্তু ইয়ামির কপাল খোলেনি।
এরপর ৩২ বছর বয়সী অভিনেত্রী করেছেন নানা ধরনের চরিত্র। যার মধ্যে কোনোটাতে তিনি খলচরিত্রে, কোনোটায় পুলিশ। দৈর্ঘ্যের চেয়ে ছবিতে চরিত্রের বৈচিত্র্যের দিকেই বেশি মনোযোগী হয়েছেন, ‘নানা ধরনের ছবিতে বিভিন্ন ধরনের চরিত্র করতে চাই। সৌভাগ্যবশত বলিউডে এখন সেই ধরনের ছবি হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম এসে সুযোগ আরও বেড়েছে। ক্যারিয়ারে কখনো আশাহত হইনি, আমি যা পেয়েছি, মনে হয়েছে এটুকুরই যোগ্য আমি। নিজেকেই গড়ার চেষ্টা করেছি’ বলেন তিনি।
‘ভিকি ডোনার’ থেকে ‘বালা’য় তাঁকে দেখা গেছে ‘পাশের বাড়ির মেয়ে’র চরিত্রে। তবে এবার পুরোপুরি নিজেকে খোলনলচে বদলে হাজির হচ্ছেন ইয়ামি গৌতম। ‘আ থার্সডে’ ছবিতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি। রনি স্ক্রুওয়ালা প্রযোজিত এবং বেহজাদ খামবাটা পরিচালিত ছবিটি সাসপেন্স থ্রিলার। সেখানে ইয়ামিকে দেখা যাবে বাচ্চাদের স্কুলের শিক্ষিকার চরিত্রে, যে পরে ১৬ শিশুকে জিম্মি করে। ‘সাইকোলজিক্যাল থ্রিলার করার ইচ্ছা ছিল। তবে শুধু সে কারণেই নয়, এটা এমন একটা চিত্রনাট্য, যা আপনি ফেলতে পারবেন না। বেহজাদ দারুণভাবে চরিত্রটি লিখেছেন। নায়না চরিত্রটি খুবই গভীর। এ ছাড়া এ ধরনের (নেতিবাচক) চরিত্র বড় পর্দায় কখনো করিনি। ছবিটিতে কাজ করার জন্য মুখিয়ে আছি,’ বলেন ইয়ামি।
সর্বশেষ ‘উরি—দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘বালা’র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে সেখানে তাঁর চরিত্রের দৈর্ঘ্য খুব বেশি ছিল না।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে