করোনা মহামারির পর থেকে বলিউডে চলছে ব্যবসায় খরা। গত বছর বেশ কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যবসা কমেছে ৭০০ কোটি রুপির বেশি। তারকাদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিচ্ছেন বাণিজ্য বিশ্লেষকেরা। তারকাদের ক্রমবর্ধমান পারিশ্রমিক ও সিনেমা নির্মাণের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত অভিনেতা কার্তিক আরিয়ান ও নির্মাতা কবীর খান। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রচারে এসে এ বিষয়ে কথা বলেছেন তাঁরা।
মুক্তির অপেক্ষায় কবীর খান পরিচালিত ও কার্তিক অভিনীত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমাটির প্রচারে সম্প্রতি বলিউডের বক্স অফিস খরা ও সিনেমার বাজেট নিয়ে কথা বলেছেন কবীর ও কার্তিক।
কবীর খান বলেন, ‘মহামারির পরে দর্শকের সিনেমা দেখার অভ্যাস বদলে গেছে। হলে গিয়ে সিনেমা দেখা কমেছে, আবার ওটিটি কনটেন্ট দেখার বহর বেড়েছে। ফলে সেই মতো চিন্তাভাবনা করতে হবে নির্মাতাদের।’
তবে সিনেমার ব্যবসা অনুযায়ী পারিশ্রমিক ঠিক করা উচিত বলে মনে করেন কার্তিক। অভিনেতার কথায়, ‘সিনেমা মুক্তির পরে তার স্বত্ব বিক্রি শুরু হয়। তা থেকে একটা পরিমাণ টাকা পাওয়া যায়। যদি কোনো তারকার স্টার ভ্যালু আর পুরো প্রজেক্টের ভ্যালু ব্যবসায় লাভ দেয়, তাহলে তারকাদের পারিশ্রমিক বৃদ্ধির মানে থাকে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তো নিজের অংশ থেকে লভ্যাংশ কমাতে হবে। এভাবেই সুস্থ আলোচনা চলতে পারে।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
করোনা মহামারির পর থেকে বলিউডে চলছে ব্যবসায় খরা। গত বছর বেশ কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করলেও চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যবসা কমেছে ৭০০ কোটি রুপির বেশি। তারকাদের পারিশ্রমিক কমানোর পরামর্শ দিচ্ছেন বাণিজ্য বিশ্লেষকেরা। তারকাদের ক্রমবর্ধমান পারিশ্রমিক ও সিনেমা নির্মাণের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত অভিনেতা কার্তিক আরিয়ান ও নির্মাতা কবীর খান। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সিনেমার প্রচারে এসে এ বিষয়ে কথা বলেছেন তাঁরা।
মুক্তির অপেক্ষায় কবীর খান পরিচালিত ও কার্তিক অভিনীত সিনেমা ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমাটির প্রচারে সম্প্রতি বলিউডের বক্স অফিস খরা ও সিনেমার বাজেট নিয়ে কথা বলেছেন কবীর ও কার্তিক।
কবীর খান বলেন, ‘মহামারির পরে দর্শকের সিনেমা দেখার অভ্যাস বদলে গেছে। হলে গিয়ে সিনেমা দেখা কমেছে, আবার ওটিটি কনটেন্ট দেখার বহর বেড়েছে। ফলে সেই মতো চিন্তাভাবনা করতে হবে নির্মাতাদের।’
তবে সিনেমার ব্যবসা অনুযায়ী পারিশ্রমিক ঠিক করা উচিত বলে মনে করেন কার্তিক। অভিনেতার কথায়, ‘সিনেমা মুক্তির পরে তার স্বত্ব বিক্রি শুরু হয়। তা থেকে একটা পরিমাণ টাকা পাওয়া যায়। যদি কোনো তারকার স্টার ভ্যালু আর পুরো প্রজেক্টের ভ্যালু ব্যবসায় লাভ দেয়, তাহলে তারকাদের পারিশ্রমিক বৃদ্ধির মানে থাকে। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তো নিজের অংশ থেকে লভ্যাংশ কমাতে হবে। এভাবেই সুস্থ আলোচনা চলতে পারে।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারা অলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে
২ ঘণ্টা আগেশর্ত সাপেক্ষে তুলে নেওয়া হয়েছে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রমের নিষেধাজ্ঞা। গত শনিবার শুটিং-সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে বৈঠক শেষে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি কর্তৃপক্ষ প্রধান শর্ত হিসেবে জানায়, রাত ১১টার আগে শেষ করতে হবে শুটিং। এমনটা মেনে নিয়ে
২ ঘণ্টা আগেসাধারণত ‘সুপারস্টার’ কিংবা ‘মেগাস্টার’—এ ধরনের তকমা পছন্দ নয় দেবের। রঘু ডাকাত সিনেমায়ও তাঁর নামের আগে মেগাস্টার শব্দটি ব্যবহার করার বিরোধী ছিলেন তিনি।
১৫ ঘণ্টা আগেনায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
১৬ ঘণ্টা আগে