বলিউডে শোবিজ তারকাদের মাদকাসক্তি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে বারবার। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দপ্তরে প্রায়ই ডাক পড়ে তারকাদের। এবার মাদকাসক্তির প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেত্রী শ্রুতি হাসান।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রুতি। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এক ভক্ত তাঁর দিকে সরাসরি প্রশ্ন ছোড়েন, আপনি কি মাদক নেন? এ প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, ‘না, আমি মাদকাসক্ত নই। এমনকি আমি মদও ছুঁই না। খুব সংযমী জীবনযাপন করি। আর এর জন্য আমি নিজের কাছেই কৃতজ্ঞ।’
উল্লেখ্য, শ্রুতি হাসান মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে কথা বলেন। সেখানে ভক্তরা সাধারণত তাঁর বিয়ে কিংবা প্রেমজীবন সম্পর্কে কৌতূহল দেখান। কিন্তু এবার তিনি মাদক সেবন করেন কিনা জানতে চান ভক্ত! তবে ঠান্ডা মাথায় তার যথাযোগ্য জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
তামিল সিনেমা থেকে শুরু করে এখন ভারতজুড়ে দর্শক মাতিয়ে যাচ্ছেন শ্রুতি হাসান। এ বছরের শুরুতেই তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ এবং তেলেগু সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ মুক্তি পেয়েছে। প্রথমটিতে নান্দামুরি বালাকৃষ্ণের ও পরেরটিতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি। দুটি সিনেমায় বক্স অফিসে ঝড় তুলেছে।
এ বছর মুক্তির অপেক্ষায় আছে কেজিএফ খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় প্রভাসের বিপরীতে তাঁর নতুন ছবি ‘সালার’। এ বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। এ ছাড়া গ্রিসের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র ‘দ্য আই’ এও তিনি অভিনয় করতে যাচ্ছেন।
বলিউডে শোবিজ তারকাদের মাদকাসক্তি নিয়ে নানাবিধ প্রশ্ন উঠেছে বারবার। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর দপ্তরে প্রায়ই ডাক পড়ে তারকাদের। এবার মাদকাসক্তির প্রশ্নের মুখোমুখি হলেন অভিনেত্রী শ্রুতি হাসান।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রুতি। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এক ভক্ত তাঁর দিকে সরাসরি প্রশ্ন ছোড়েন, আপনি কি মাদক নেন? এ প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, ‘না, আমি মাদকাসক্ত নই। এমনকি আমি মদও ছুঁই না। খুব সংযমী জীবনযাপন করি। আর এর জন্য আমি নিজের কাছেই কৃতজ্ঞ।’
উল্লেখ্য, শ্রুতি হাসান মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে কথা বলেন। সেখানে ভক্তরা সাধারণত তাঁর বিয়ে কিংবা প্রেমজীবন সম্পর্কে কৌতূহল দেখান। কিন্তু এবার তিনি মাদক সেবন করেন কিনা জানতে চান ভক্ত! তবে ঠান্ডা মাথায় তার যথাযোগ্য জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
তামিল সিনেমা থেকে শুরু করে এখন ভারতজুড়ে দর্শক মাতিয়ে যাচ্ছেন শ্রুতি হাসান। এ বছরের শুরুতেই তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ এবং তেলেগু সিনেমা ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ মুক্তি পেয়েছে। প্রথমটিতে নান্দামুরি বালাকৃষ্ণের ও পরেরটিতে চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি। দুটি সিনেমায় বক্স অফিসে ঝড় তুলেছে।
এ বছর মুক্তির অপেক্ষায় আছে কেজিএফ খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় প্রভাসের বিপরীতে তাঁর নতুন ছবি ‘সালার’। এ বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির। এ ছাড়া গ্রিসের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র ‘দ্য আই’ এও তিনি অভিনয় করতে যাচ্ছেন।
হঠাৎ করে নেট দুনিয়ায় খবর ছড়িয়ে পরে, পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অবশেষে গতকাল সোমবার রাতে ফেসবুক লাইভে এসে পরীমণি জানান তিনি বেঁচে আছেন...
১ ঘণ্টা আগেজামিনে বের হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে কী লিখেছেন এই অভিনেত্রী?
১ ঘণ্টা আগে২০২২ সালে শেষ হয়েছিল শাহিন সুমনের ‘কুস্তিগীর’ সিনেমার কাজ। ওই বছরেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। এরপর মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ছাড়পত্র পাওয়ার তিন বছর পর আলোর মুখ দেখছে কুস্তিগীর।
১০ ঘণ্টা আগেকরোনার ধাক্কা, লেখক ও অভিনয়শিল্পীদের ধর্মঘট সামলে ২০২৪ সালে স্বরূপে ফিরবে হলিউড—এমনটাই প্রত্যাশা ছিল সবার। কিন্তু সত্যিকার অর্থে গত বছরটা হলিউডের জন্য খুব সুবিধার যায়নি। বিশেষ করে সুপারহিরো সিনেমার ভরাডুবি ছিল চোখে পড়ার মতো।
১০ ঘণ্টা আগে