Ajker Patrika

জামিনে বেরিয়ে যা বললেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ মে ২০২৫, ১৭: ৩৪
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এর এক দিন পর আজ মঙ্গলবার জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে। জামিনে বের হয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী। পোস্টে কী লিখেছেন এই অভিনেত্রী?

নুসরাত ফারিয়া পোস্টে লিখেছেন, ‘সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’

অভিনেত্রীর পোস্ট করার মাত্র ১৬ মিনিটের মাথায় রিঅ্যাকশন পড়েছে ১২ হাজারটি, মন্তব্য পড়েছে ১ হাজার ৩০০টি ও শেয়ার হয়েছে ৫৩ বার। মন্তব্যের ঘরে অনেকে শুভকামনা জানান অভিনেত্রীকে। মোহাম্মাদ আজিজুল মরশেদ নামের এক ভক্ত লিখেছেন, ‘শক্ত থাকুন প্রিয় ফারিয়া।’

উল্লেখ্য, আজ বেলা সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন নুসরাত ফারিয়া। পরে স্বজনদের সঙ্গে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় নুসরাত আজ বেলা সাড়ে ১১টার দিকে জামিন পান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তাঁর জামিন মঞ্জুর করেন।

নুসরাত ফারিয়ার ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট।
নুসরাত ফারিয়ার ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট।

গত রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাতকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ওই থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত