ব্লক বাস্টার হিন্দি ছবি রং দে বাসন্তিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। হ্যাঁ, ০০৭, জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগই। রং দে বাসন্তির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা তাঁর আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’–এ এই তথ্য প্রকাশ করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাকেশ ওমপ্রকাশ লিখেছেন, ড্যানিয়েল ক্রেগ রং দে বাসন্তিতে যুবক জেলার জেমস ম্যাককিনলের ভূমিকায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু তিনি যখন জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের ডাক পেলেন, তখন কিছু সময় চেয়েছিলেন। পরে আর সময় হয়ে ওঠেনি।
রাকেশ ওমপ্রকাশ মেহরার এই আত্মজীবনীর সহ–লেখক রিতা রামমূর্তি গুপ্তে। তিনি লিখেছেন, স্মরণে আছে যে, নির্মাতা ডেভিড রেড এবং অ্যাডাম বোলিং মিলে অ্যালিস প্যাটেন এবং স্টিভেন ম্যাকিনটোশকে যথাক্রমে সু এবং জেমস ম্যাককিনলে চরিত্রে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরেকজন প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেতা জেমস ম্যাককিনলির ভূমিকায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। তিনি লিখেছেন, আমার স্পষ্ট মনে আছে যে, কারাবন্দি ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসির মঞ্চের দিকে হাঁটিয়ে নিয়েছে গিয়েছিলে তরুণ জেলার জেমস ম্যাককিনলে। ওই চরিত্রের জন্য অডিশন দেওয়াদের মধ্যে একজন বর্তমান জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেইগ।
ক্রেইগ অভিনয়ের জন্য নির্বাচিতও হয়েছিলেন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ড্যানিয়েল ক্রেইগ আমার প্রথম পছন্দ ছিল। তবে তাঁকে জেমস বন্ড হিসেবেও বিবেচনা করা হচ্ছে বলে কিছুটা সময় বাড়িয়ে দিতে অনুরোধ করেছিলেন। বাকিটা ইতিহাস।
২০০৬ সালে মুক্তি পায় রং দে বাসন্তি। সিনেমাটিতে আমির খান, সিদ্ধার্থ, অতুল কুলকার্নি, সোহা আলি খান, শারমন যোশি, কুনাল কাপুর প্রমুখ অভিনয় করেছিলেন। রং দে বাসন্তি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরষ্কার এবং একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য মনোনীত হয়।
একই বছর ক্যাসিনো রয়্যালে জেমস বন্ড হয়ে আত্মপ্রকাশ করেন ড্যানিয়েল ক্রেইগ। এছাড়া তিনি কোয়ান্টাম অব সোলাস, স্কাই ফল, স্পেকট্রা এবং শিগগিরই মুক্তির অপেক্ষায় নো টাইম টু ডাই সিনেমায় এই আইকনিক ব্রিটিশ গুপ্তচর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি নিজের জন্য একটি নতুন ফ্র্যাঞ্চাইজি শুরু করেছেন, রায়ান জনসনের ‘নাইভস আউট’। এই সিরিজে গোয়েন্দা বেনিট ব্লাঙ্কের চরিত্রে অভিনয় করেছেন ক্রেইগ। সিরিজের দ্বিতীয় পর্বের শ্যুটিং চলছে।
ব্লক বাস্টার হিন্দি ছবি রং দে বাসন্তিতে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। হ্যাঁ, ০০৭, জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগই। রং দে বাসন্তির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা তাঁর আত্মজীবনী ‘দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর’–এ এই তথ্য প্রকাশ করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাকেশ ওমপ্রকাশ লিখেছেন, ড্যানিয়েল ক্রেগ রং দে বাসন্তিতে যুবক জেলার জেমস ম্যাককিনলের ভূমিকায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। কিন্তু তিনি যখন জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের ডাক পেলেন, তখন কিছু সময় চেয়েছিলেন। পরে আর সময় হয়ে ওঠেনি।
রাকেশ ওমপ্রকাশ মেহরার এই আত্মজীবনীর সহ–লেখক রিতা রামমূর্তি গুপ্তে। তিনি লিখেছেন, স্মরণে আছে যে, নির্মাতা ডেভিড রেড এবং অ্যাডাম বোলিং মিলে অ্যালিস প্যাটেন এবং স্টিভেন ম্যাকিনটোশকে যথাক্রমে সু এবং জেমস ম্যাককিনলে চরিত্রে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আরেকজন প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেতা জেমস ম্যাককিনলির ভূমিকায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। তিনি লিখেছেন, আমার স্পষ্ট মনে আছে যে, কারাবন্দি ভগত সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসির মঞ্চের দিকে হাঁটিয়ে নিয়েছে গিয়েছিলে তরুণ জেলার জেমস ম্যাককিনলে। ওই চরিত্রের জন্য অডিশন দেওয়াদের মধ্যে একজন বর্তমান জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেইগ।
ক্রেইগ অভিনয়ের জন্য নির্বাচিতও হয়েছিলেন। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ড্যানিয়েল ক্রেইগ আমার প্রথম পছন্দ ছিল। তবে তাঁকে জেমস বন্ড হিসেবেও বিবেচনা করা হচ্ছে বলে কিছুটা সময় বাড়িয়ে দিতে অনুরোধ করেছিলেন। বাকিটা ইতিহাস।
২০০৬ সালে মুক্তি পায় রং দে বাসন্তি। সিনেমাটিতে আমির খান, সিদ্ধার্থ, অতুল কুলকার্নি, সোহা আলি খান, শারমন যোশি, কুনাল কাপুর প্রমুখ অভিনয় করেছিলেন। রং দে বাসন্তি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরষ্কার এবং একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য মনোনীত হয়।
একই বছর ক্যাসিনো রয়্যালে জেমস বন্ড হয়ে আত্মপ্রকাশ করেন ড্যানিয়েল ক্রেইগ। এছাড়া তিনি কোয়ান্টাম অব সোলাস, স্কাই ফল, স্পেকট্রা এবং শিগগিরই মুক্তির অপেক্ষায় নো টাইম টু ডাই সিনেমায় এই আইকনিক ব্রিটিশ গুপ্তচর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি নিজের জন্য একটি নতুন ফ্র্যাঞ্চাইজি শুরু করেছেন, রায়ান জনসনের ‘নাইভস আউট’। এই সিরিজে গোয়েন্দা বেনিট ব্লাঙ্কের চরিত্রে অভিনয় করেছেন ক্রেইগ। সিরিজের দ্বিতীয় পর্বের শ্যুটিং চলছে।
গত শনিবার হয়ে গেল অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। ২০২৫-২৮ মেয়াদের সভাপতি হয়েছেন আজাদ আবুল কালাম। গত কমিটির কিছু কার্যক্রম পড়েছিল প্রশ্নের মুখে। তাই নতুন কমিটির চ্যালেঞ্জটা এবার একটু বেশি। অভিনয়শিল্পী সংঘ নিয়ে নতুন সভাপতি আজাদ আবুল...
৮ ঘণ্টা আগেকবি জীবনানন্দ দাশের জীবন ও কর্ম অবলম্বনে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল থিয়েটার ফ্যাক্টরি। ‘কমলা রঙের বোধ’ নামের নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন অলোক বসু। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে আগামী ৯ মে উদ্বোধনী প্রদর্শনী হবে নাটকটির। একই স্থানে ১০ ও ১১ মে কমলা রঙের বোধ নাটকের আরও চারটি প্রদর্শনী করার...
৮ ঘণ্টা আগেঅদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
৮ ঘণ্টা আগেসৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১ দিন আগে