বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ ঈদের দিন থেকে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের খবর থাকছে পাঠকের জন্য।
বিটিভি
আনন্দমেলা: প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারের উপস্থাপনায় এই অনুষ্ঠানে ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন শাকিব খান। সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গান। থাকবে ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনা। নৃত্য পরিবেশন করবেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি, মীম চৌধুরী, চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘি।
ঈদ আড্ডা: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়। মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় এই অনুষ্ঠানের অতিথি শাকিব খান। কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে আড্ডায় মাতবেন শাকিব।
এটিএন বাংলা
ঈদ বিনোদন মেলা: ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।
পাঁচফোড়ন: ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে। উপস্থাপনায় ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন। তাঁদের আলাপের ফাঁকে ফাঁকে আসবে গান, নাট্যাংশ ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন।
আ ডে উইদ স্টারস: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে। অংশগ্রহণে শবনম বুবলী ও জিয়াউল রোশান।
বৈশাখী টিভি
ফানি মোমেন্ট: নাটকের মজার দৃশ্য নিয়ে অনুষ্ঠান। প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে।
অন্য রকম ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে। উপস্থাপনা ও পরিচালনা এইচ এম বরকতউল্লাহ।
আরটিভি
ঈদ কার্নিভাল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায়। উপস্থাপনায় ইমতু রাতিশ। প্রথম দিনের অতিথি জাকিয়া বারী মম, দ্বিতীয় দিন মাসুমা রহমান নাবিলা, তৃতীয় দিন কুসুম শিকদার, চতুর্থ দিন যাহের আলভী, পঞ্চম দিন জিনিয়া জাফরিন লুইপা, ষষ্ঠ দিন শাম্মী ইসলাম মিলা এবং সপ্তম দিন থাকবেন তানজিব সারোয়ার।
চ্যানেল আই
কৃষকের ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। এবারের পর্বটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় শাইখ সিরাজ।
নাগরিক টেলিভিশন
তারায় তারায়: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়। প্রথম দিনের অতিথি শবনম বুবলী, দ্বিতীয় দিন জাকিয়া বারী মম, তৃতীয় দিন সাদিয়া জাহান প্রভা, চতুর্থ দিন সারিকা সাবরিন, পঞ্চম দিন সামিরা খান মাহি, ষষ্ঠ দিন মুমতাহিনা টয়া এবং সপ্তম দিন থাকবেন রুকাইয়া জাহান চমক।
তারকা আড্ডা: সেলিব্রেটি শো ‘তারকা আড্ডা’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায়। আজ মৌসুমী মৌয়ের সঙ্গে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম। পর্যায়ক্রমে থাকবেন কেয়া পায়েল, তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, মিম মানতাসা, তাবাস্সুম ছোঁয়া ও শিরিন আক্তার শিলা।
আজ ঈদের দিন থেকে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের খবর থাকছে পাঠকের জন্য।
বিটিভি
আনন্দমেলা: প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনারের উপস্থাপনায় এই অনুষ্ঠানে ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবেন শাকিব খান। সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবে ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ গান। থাকবে ওয়ারফেজ ব্যান্ডের পরিবেশনা। নৃত্য পরিবেশন করবেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি, মীম চৌধুরী, চিত্রনায়িকা পূজা চেরি ও দীঘি।
ঈদ আড্ডা: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টায়। মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় এই অনুষ্ঠানের অতিথি শাকিব খান। কোরবানির ঈদ ও ঈদের স্মৃতি নিয়ে আড্ডায় মাতবেন শাকিব।
এটিএন বাংলা
ঈদ বিনোদন মেলা: ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে।
পাঁচফোড়ন: ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে। উপস্থাপনায় ইরফান সাজ্জাদ ও সারিকা সাবরিন। তাঁদের আলাপের ফাঁকে ফাঁকে আসবে গান, নাট্যাংশ ও বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন।
আ ডে উইদ স্টারস: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে। অংশগ্রহণে শবনম বুবলী ও জিয়াউল রোশান।
বৈশাখী টিভি
ফানি মোমেন্ট: নাটকের মজার দৃশ্য নিয়ে অনুষ্ঠান। প্রচারিত হবে ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে।
অন্য রকম ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে। উপস্থাপনা ও পরিচালনা এইচ এম বরকতউল্লাহ।
আরটিভি
ঈদ কার্নিভাল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায়। উপস্থাপনায় ইমতু রাতিশ। প্রথম দিনের অতিথি জাকিয়া বারী মম, দ্বিতীয় দিন মাসুমা রহমান নাবিলা, তৃতীয় দিন কুসুম শিকদার, চতুর্থ দিন যাহের আলভী, পঞ্চম দিন জিনিয়া জাফরিন লুইপা, ষষ্ঠ দিন শাম্মী ইসলাম মিলা এবং সপ্তম দিন থাকবেন তানজিব সারোয়ার।
চ্যানেল আই
কৃষকের ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা ৩০ মিনিটে। এবারের পর্বটি ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় শাইখ সিরাজ।
নাগরিক টেলিভিশন
তারায় তারায়: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়। প্রথম দিনের অতিথি শবনম বুবলী, দ্বিতীয় দিন জাকিয়া বারী মম, তৃতীয় দিন সাদিয়া জাহান প্রভা, চতুর্থ দিন সারিকা সাবরিন, পঞ্চম দিন সামিরা খান মাহি, ষষ্ঠ দিন মুমতাহিনা টয়া এবং সপ্তম দিন থাকবেন রুকাইয়া জাহান চমক।
তারকা আড্ডা: সেলিব্রেটি শো ‘তারকা আড্ডা’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায়। আজ মৌসুমী মৌয়ের সঙ্গে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম। পর্যায়ক্রমে থাকবেন কেয়া পায়েল, তমা মির্জা, সুনেরা বিনতে কামাল, মিম মানতাসা, তাবাস্সুম ছোঁয়া ও শিরিন আক্তার শিলা।
এ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
১৯ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
৩৪ মিনিট আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৯ ঘণ্টা আগে